সময় ও গতি | সপ্তম শ্রেণী | নৌকা থেকে ডাঙ্গায় ঝাঁপ দিলে নৌকা পিছনের দিকে সরে যায় কেন । class 7 time and motion

সময় ও গতি সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় - নৌকা থেকে ডাঙ্গায় ঝাঁপ দিলে নৌকা পিছনের দিকে সরে যায় কেন ? গতি সাধারণত কয় প্রকার ?

সময় ও গতি, সপ্তম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা পরবর্তী ক্লাসেও আরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে অবশ্যই ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে সময় ও গতি কে স্থান দেওয়া হয়েছে। আজকে আমরা খুবই সাধারণভাবে সপ্তম শ্রেণির সময় ও গতি অধ্যায়ের ৫০ টিরও বেশি প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা সমস্ত প্রশ্ন কে কভার করার চেষ্টা করব যাতে এই প্রশ্ন উত্তর গুলি পড়ল এই অধ্যায়টি সম্পূর্ণরূপে জানা সম্ভব হয়।

সময় ও গতি time and motion

সময় ও গতি সপ্তম শ্রেণী

1. অতিক্রান্ত দূরত্ব কাকে বলে?
উত্তর: কোন গতিশীল বস্তু সরলরৈখিক কিংবা বক্র পথে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে ঐ বস্তুর অতিক্রান্ত দূরত্ব বলে।
যেমন 400 মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড় এর ট্র্যাক সোজা কিংবা গোলাকার হতে পারে । তবে দুটি ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব 400 মিটার।

2. অতিক্রান্ত দূরত্ব স্কেলার না ভেক্টর রাশি?
উত্তর: অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি।

3. অতিক্রান্ত দূরত্বের একক কি?
উত্তর: CGS পদ্ধতিতে সেন্টিমিটার (cm) ও এস আই পদ্ধতিতে মিটার (m)।

4. কোন গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি শূন্য হতে পারে?
উত্তর: স্থির বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হলেও গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না।

5. সরণ কাকে বলে?
উত্তর: কোন গতিশীল বস্তুর প্রথম অন্তিম অবস্থানের মাঝের দূরত্বকেই সরণ বলে।

7. সরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: সরণ ভেক্টর রাশি।

8. সরণের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে সরণের একক সেন্টিমিটার এবং এসআই পদ্ধতিতে মিটার।

9. কোন গতিশীল বস্তুর সরণ কি শূন্য হতে পারে?
উত্তর: হ্যাঁ, বস্তুটি যদি আগের অবস্থানে ফিরে আসে ঠিক সেই মুহূর্তে বস্তটির সরণ শূন্য হয়।

10. গতি সাধারণত কয় প্রকার ও কি কি?
উত্তর: গতি সাধারনত পাঁচ প্রকার। যথা:

  • সরলরৈখিক গতি
  • বৃত্তাকার পথে গতি
  • ঘূর্ণন গতি
  • ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ
  • বক্রপথে গতি।

11. নাগরদোলার গতি কি ধরনের গতি?
উত্তর: ঘূর্ণন গতি।

12. স্ক্রু ড্রাইভার এর গতি কি ধরনের গতি?
উত্তর: ঘূর্ণন ও সরলরৈখিক গতি মিশ্রণ।

13. একটি মিশ্র গতির উদাহরণ দাও।
উত্তর: সাইকেলের চাকার গতি।

14. দ্রুতি কাকে বলে?
উত্তর: কোন গতিশীল বস্তুর একক সময়ের অতিক্রান্ত দূরত্বকেই দ্রুতি বলে।

15. দ্রুতি স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: দ্রুতির দিক বা অভিমুখ না থাকায় দ্রুতি একটি স্কেলার রাশি।

16. দ্রুতির একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক সেমি প্রতি সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে মিটার প্রতি সেকেন্ড।

17. দ্রুতির একক আর অন্য কোন রাশির একক?
উত্তর: দ্রুতির একক আর বেগের একক একই।

18. বেগ কাকে বলে?
উত্তর: কোন গতিশীল বস্তুর একক সময়ের সরণকেই বলে।

19. বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: বেগ ভেক্টর রাশি।

20. সিজিএস ও এস আই পদ্ধতিতে বেগের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে বেগের একক সেমি প্রতি সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে মিটার প্রতি সেকেন্ড।

21. ত্বরণ কাকে বলে?
উত্তর: কোন গতিশীল বস্তুর একক সময়ের বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে।

22. ত্বরণ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: ত্বরণ ভেক্টর রাশি।

23. ত্বরণের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেমি / বর্গ সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে ত্বরণের একক মিটার /বর্গ সেকেন্ড।

24. ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার বলা হয় কেন?
উত্তর: ত্বরণের এককে সেকেন্ড কথাটি দুবার বলা হয় কারণ একবার বেগের একক বোঝাতে এবং একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে।

25. মন্দন কাকে বলে?
কোন গতিশীল বস্তুর একক সময়ের বেগ হ্রাসের হারকেই মন্দন বলে।

26. মন্দন স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: মন্দন ভেক্টর।

27. মন্দন কে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন?
উত্তর: ত্বরণ বেগ বৃদ্ধির হার কিন্তু মন্দন ঠিক তার বিপরীত অর্থাৎ বেগ হ্রাসের হার । তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে।

28. মন্দন এর একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে মন্দন এর একক সেমি /বর্গ সেকেন্ড ও এস আই পদ্ধতিতে মিটার / বর্গ সেকেন্ড।

29. গতি সূত্রের আবিষ্কারক কে?
স্যার আইজ্যাক নিউটন।

30.নিউটনের কোন গতি সূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়?
উত্তর: নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায়।

31. বল কাকে বলে?
উত্তর: বাইরে থেকে যা প্রয়োগ করে আমরা কোন স্থির বস্তু কে গতিশীল অথবা কোন গতিশীল বস্তুর স্থির করার চেষ্টা করি তাকেই বল বলে।

32. বল স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর: বল ভেক্টর রাশি।

33. বলের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক নিউটন (N)।

34. ওজনের এসআই একক ও বলের এস আই একক একই কেন?
উত্তর: ওজন আসলে এক প্রকারের বল তাই ওজনের এস আই একক নিউটন (N)।

35. যে কোন বস্তুর ওপর প্রযুক্ত সার্বিক বলের মান কত?
উত্তর: যে কোন বস্তুর উপর প্রযুক্ত সার্বিক অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের মোট মান শূন্য।

36. প্রিন্সিপিয়া গ্রন্থটি লেখক কে?
উত্তর: স্যার আইজ্যাক নিউটন।

36. নিউটনের প্রথম গতিসূত্র টি লেখ।

বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল থাকবে আর গতিশীল বস্তুর চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে।

37. নিউটনের কোন গতি সূত্র থেকে জাড্য এর ধারণা পাওয়া যায়?
নিউটনের প্রথম গতিসূত্র থেকে জাড্য এর ধারণা পাওয়া যায়।

38. জাড্য কাকে বলে?
উত্তর: যে ধর্মের জন্য কোন গতিশীল বস্তু, গতিশীল ও স্থির বস্তু স্থির থাকার চেষ্টা করে তাকেই জাড্য বলে।

39. জাড্য কয় প্রকার ও কি কি?
উত্তর: জাড্য দুই প্রকার যথা স্থিতি জাড্য ও গতিজাড্য।

40. গতিজাড্য কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: কোন গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকেই গতিজাড্য বলে।
যেমন, একটি গতিশীল বাস হঠাৎ ব্রেক কষলে বাসে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুকে যায়। এক্ষেত্রে বাসের সাথে সাথে যাত্রীরাও গতিশীল থাকে কিন্তু বাস হঠাৎ থেমে গেলেও যাত্রীরা সেই গতিকে ধরে রাখার চেষ্টা করে ফলে সামনের দিকে ঝুকে যায়। এটি গতিজাড্য এর একটি উৎকৃষ্ট উদাহরণ।

41. স্থিতি জাড্য কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: কোন স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকেই স্থিতি জাড্য বলে।
কোন স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে ঝুকে যায়। এক্ষেত্রে বাসের সাথে সাথে যাত্রীরাও স্থির থাকে কিন্তু বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের সাথে সাথে যাত্রীর নিচের অংশ গতিশীল হয়  কিন্তু উপরের অংশ স্থির থাকার চেষ্টা করে। তাই যাত্রীরা পেছনের দিকে ঝুকে যায়। এটি স্থিতি জাড্যের একটি উৎকৃষ্ট উদাহরণ।

42. ডানা ঝাপটানো বন্ধ করেও পাখি কি করে হাওয়াতে ভাসতে থাকে?
উত্তর: পাখি যখন আকাশে ওঠে তখন সে গতিশীল, ফলে পাখি উড়তে উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে দিলেও তার গোটা শরীরটা গতি যাদের জন্য তখনও সমবেগ বজায় রাখার চেষ্টা করে, ফলে পাখিটা শুধু ডানা মেলে অনেক দূর এগিয়ে যেতে পারে।

43. নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।
উত্তর: বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেইদিকে হয়।

44. নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি কি জানা যায়?
উত্তর: বলের পরিমাপ সংক্রান্ত ধারণা ও সূত্র জানা যায়।

45. প্রযুক্ত বলের পরিমাপ করা হয় কিভাবে?
উত্তর: প্রযুক্ত বল = বস্তুর ভর × বস্তুত সৃষ্টি হওয়া ত্বরণ।
অর্থাৎ বস্তুর ভর ও ত্বরণের গুণফল দ্বারা প্রযুক্ত বলের পরিমাপ করা হয়।

46. এস আই পদ্ধতিতে বলের একক কি?
উত্তর: এস আই পদ্ধতিতে বলের একক নিউটন।

47. সিজিএস পদ্ধতিতে বলের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন।

48. নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি?
উত্তর: এক নিউটন = 1 লক্ষ ডাইন।

49. নিউটনের তৃতীয় গতিসূত্র টি লেখ।
উত্তর: প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

50. নৌকা থেকে ডাঙ্গায় ঝাঁপ দিলে নৌকা পিছনের দিকে সরে যায় কেন?
উত্তর: আমরা যখন নৌকা থেকে ডাঙ্গায় পৌঁছাতে চাই তখন তার জন্য প্রয়োজন হয় ডাঙ্গার অভিমুখে একটি বলের। আসলে আমরা নৌকায় একটি বল প্রয়োগ করি এবং তার প্রতিক্রিয়া বল হিসাবেই আমরা সেই ডাঙ্গার অভিমুখের বলটি পায়। যা আমরা মনের অজান্তেই করে থাকি। অর্থাৎ ডাঙ্গার দিকে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিক্রিয়া বল পাওয়ার জন্য নৌকা তে যে বল প্রয়োগ করি তার জন্য এই নৌকা পিছনের দিকে সরে যায়।

51. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা এক অবস্থায় উপর ক্রিয়া করে - উক্তিটি ঠিক না ভুল।
উত্তর: উক্তিটি ভুল।

52. কার্য কাকে বলে?
প্রযুক্ত বল ও বলের প্রয়োগ বিন্দু স্মরণ এর গুণফল কে কার্য বলে।

53. এস আই পদ্ধতিতে কার্যের একক কি?
উত্তর: এস আই পদ্ধতিতে কার্যের একক জুল।

54. সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি?
উত্তর: সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.