বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

মাধ্যমিক ভৌতবিজ্ঞান নমুনা প্রশ্ন উত্তর সাজেশন 2021 । Madhyamik physical science suggestion 20121 New

মাধ্যমিক 2021 ভৌতবিজ্ঞান নমুনা প্রশ্ন উত্তরের আজকের এই পর্বে আমরা হুবহু এবারের মাধ্যমিক প্রশ্নপত্রের ধরন অনুযায়ী ক ও খ বিভাগ এর প্রশ্ন উত্তর প্রকাশ -
সাধারণ অংশ পদার্থ বিদ্যা রসায়ন
পরিবেশের জন্য ভাবনা আলো পর্যায় সারনি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা
গ্যাসের আচরণ চলতড়িৎ আয়নীয় ও সমযোজী বন্ধন
রাসায়নিক গণনা - চলতড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া
মাধ্যমিক ভৌতবিজ্ঞান নমুনা প্রশ্ন উত্তর সাজেশন 2021

মাধ্যমিক ভৌতবিজ্ঞান নমুনা প্রশ্ন উত্তর সাজেশন 2021

Madhyamik 2021 Physical science Model question paper

মাধ্যামিক ২০২১ ভৌত বিজ্ঞান নম্বর বিভাজন- মোবাইলে সম্পূর্ণ দেখতে নিচের সারণিটি ডানে-বামে সরাও

অধ্যায়MCQঅতি সংক্ষিপ্তসংক্ষিপ্ত ব্যাখ্যামূলকবিশ্লেষণধর্মী
পরিবেশের জন্য ভাবনা1×1টি =11×2টি = 22×1টি = 2-
গ্যাসের আচরণ1×1টি =11×2টি =2 2×1টি =2 3×1টি =3
রাসায়নিক গণনা1×1টি =1 --3×1টি =3
আলো1×3টি =31×3টি =32×1টি =23×3টি =9
চল তড়িৎ1×3টি= 31×3 টি =32×1টি =23×3টি =9
পর্যায় সারণি ও মৌলের পর্যায়বৃত্ত ধর্ম1×2টি =21×3টি=32×1টি=23×1টি=3
আয়নীয় ও সমযোজী বন্ধন1×2টি =2 1×4টি =4টি2×1টি=23×2টি =6
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া1×2টি = 21×4টি =42×1টি =23×2টি=6
মোট1×15টি =151×21টি=212×9টি=183×12=36

মাধ্যমিক 2021 ভৌতবিজ্ঞান নমুনা প্রশ্ন উত্তরের আজকের এই পর্বে আমরা হুবহু এবারের মাধ্যমিক প্রশ্নপত্রের ধরন অনুযায়ী ক ও খ বিভাগ এর প্রশ্ন উত্তর প্রকাশ করলাম। ছাত্র-ছাত্রীরা ভালোভাবে এই নমুনা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এবারের প্রশ্নপত্র দেখতে কেমন হবে। খুব শীঘ্রই প্রকাশ করা হবে বিভাগ 'গ'বিভাগ 'ঘ'। বিভাগ ' ক' এর বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন (MCQ) এর মক টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য নিচে বাটন রয়েছে।

2021

PHYSICAL SCIENCE

(New Syllabus)

(For Regular & External Candidates)

Time : Three Hours Fifteen Minutes

(First fifteen minutes for reading the question paper)

 

Full marks { 90 - for regular candidates
                      { 100 - for external candidates

 

Special credit will be given for answers which are brief and to the point.marks will be deducted for spelling mistakes , untidiness & bad handwriting.

কেবল 2021 সালের প্রথম পরীক্ষার্থী এবং 2020 সালের প্রথমবার পরীক্ষায় অকৃতকার্য (কন্টিনিউয়িং , কম্পার্টমেন্টাল , ই. ডব্লু ও বহিরাগত কম্পার্টমেন্টাল) পরীক্ষার্থীদের জন্য।

নতুন পাঠক্রম

কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ' ঙ ' বিভাগের প্রশ্নগুলির উত্তর দিতে হবে।

প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে।

 

'ক' বিভাগ

 

1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখ ।

নিচের 15 টি MCQ এর অনলাইন মক টেস্ট পরীক্ষা দিতে চাইলে নিচের বাটনে ক্লিক করো।

2 × 15

1.1 বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল -

(a) ট্রপোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার

(c) স্ট্রাটোস্ফিয়ার (d) থার্মোস্ফিয়ার।

1.2 একটি গ্যাস নিচের কোন শর্তে আদর্শ গ্যাসের মত আচরণ-

(a) উচ্চচাপ ও নিম্ন উষ্ণতা (b) উচ্চচাপ ও উচ্চ উষ্ণতা

(c) নিম্নচাপ ও উচ্চ উষ্ণতা (d) নিম্নচাপ ও নিম্ন উষ্ণতা


1.3 1 গ্রাম অনু যে কোন গ্যাসের NTP তে আয়তন -
(a)22.4 L (b)11.2L

(c) 22.8 L (d)44.8 L

1.4 আলোকের প্রতিসরণে যে বর্ণের চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হল -

(a) হলুদ (b) সবুজ

(c) লাল (d) বেগুনি।

1.5 মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি ত্রুটি দূর করতে চশমা ব্যবহার করা হয় -

(a) উত্তল লেন্স যুক্ত (b) অবতল লেন্স যুক্ত*

(c) সমতল দর্পণ যুক্ত (d) অবতল দর্পণ যুক্ত

1.6 দিনের বেলায় আকাশকে নীল দেখার কারণ-

(a) বিচ্ছুরণ (b) বিক্ষেপণ

(c) প্রতিসরণ (d) প্রতিফলন

1.7 তড়িৎ বিভবের মাত্রা হলো -

(a) ML2T-3A-1 (b) ML-2T3A-1

(c) ML2T3A-1 (d) M-1L²T-3A-1

1.8 আদর্শ ভোল্ট মিটারের রোধ হওয়া উচিত

(a) শূন্য (b) অসীম

(c) 1 (d) 5

1.9 বৈদ্যুতিক সুইচ সংযোগ করা হয়-

(a) নিউট্রাল তারে (b) লাইভ তারে

(c) আর্থ তারে (d) যেকোনো তারে

1.10 পর্যায় সারণিতে অবস্থিত একই গ্রুপের মৌলগুলির -

(a) পরমাণু ক্রমাঙ্ক একই হয় (b) পারমাণবিক গুরুত্ব একই হয়

(c) যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা সমান হয় (d) তড়িৎ ঋণাত্মকতার মান সমান হয়

1.11 নিচের কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়-

(a) পারমাণবিক গুরুত্ব (b) পারমাণবিক ক্রমাঙ্ক

(c) আয়নন বিভব (d) তড়িৎ ঋণাত্মকতা

1.12 একটি মৌল A এর পরমাণু ক্রমাঙ্ক 17 হলে মৌলটির যোজ্যতা কত হবে?

(a) 1,7 (b) 2,5

(c) 3,4 (d) 4,1

1.13 দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমযোজী যৌগ হলো-

(a) কাপড় কাচার সোডা (b) ফটকিরি

(c) জল (d) চক

1.14 রুপার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহৃত হয়

(a) রুপোর জল (b) সোনার জল

(c) পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড (d)পটাশিয়াম অরোসায়ানাইড*

1.15 অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশোধন অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়

(a) প্লাটিনাম (b) কপার

(b) গ্রাফাইট (d) স্টিল

 

'খ' বিভাগ

 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ( বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)

2.1 নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বিস্তৃত থাকে? 1
উত্তর: প্রায় 15 থেকে 16 কিলোমিটার পর্যন্ত।

2.2 বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককের সাহায্যে মাপা হয়? 1
উত্তর : বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব ডবসন এককের সাহায্যে মাপা হয়।

অথবা

সৌর কোষের বিভব পার্থক্য কত?
উত্তর: সৌর কোষের বিভব পার্থক্য 0.5 V ।

2.3 পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে?
উত্তর: পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়।

2.4 চার্লসের সূত্রের লেখচিত্রটি (V -t) উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে?
উত্তর:- -273 °C উষ্ণতায় ছেদ করে।

অথবা

চার্লসের সূত্রের ধ্রুবক গুলি কি কি?
উত্তর: চার্লসের সূত্রের ধ্রুবক গুলি হল - গ্যাসের ভর এবং গ্যাসের চাপ।

2.5 গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়।

অথবা

রৈখিক বিবর্ধন এর একক কি?
উত্তর: রৈখিক বিবর্ধন এর কোন একক নেই।

2.6 জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসরাঙ্ক এর পরিবর্তন কেমন হয়?
উত্তর:- জলকে উত্তপ্ত করলে জলের প্রতিসারঙ্ক হ্রাস পায়।

অথবা

লাল রংয়ের কাজ দিয়ে সবুজ পাতা দেখলে কেমন দেখাবে?
উত্তর: লাল রংয়ের কাজ দিয়ে সবুজ পাতা দেখলে কালো দেখাবে।

2.7 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ।
ক্যামেরার অভিলক্ষ হিসাবে ব্যবহৃত হয় উত্তল লেন্স।

2.8 তড়িৎ প্রবাহ মাত্রা ও আধান এর মধ্যে সম্পর্ক কি?
উত্তর:- তড়িৎ প্রবাহমাত্রা = তড়িৎ আধান ÷ সময়

অথবা

ফ্লেমিং এর বামহস্ত নিয়মে মধ্যমা কি নির্দেশ করে?
উত্তর: মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে।

2.9 সমান্তরাল সমবায়ে যুক্ত দুটি রোধ 1ওহম ও 2 ওহম এর তুল্যাঙ্ক রোধ কত।
উত্তর : {( 1 × 2 ) ÷ (1+2) } ওহম = 2/3 ওহম।

2.10 ফিউজ তারের উপাদান কি ?
উত্তর : একটি ফিউজ তার টিন (25%) ও সিসা (75%) এর সংকর ধাতু দিয়ে তৈরি।

অথবা

হিটারের কুন্ডলীর দৈর্ঘ্য ছোট করা হলে উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে না কমবে?

উত্তর: হিটারের কুন্ডলীর দৈর্ঘ্য ছোট করা হলে উৎপন্ন তাপের পরিমাণ বাড়বে।

2.11 নিউল্যান্ডের অষ্টক সূত্রটি কোন ধরনের মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
উত্তর: নিউল্যান্ডের অষ্টক সূত্রটি ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

2.12 ল্যান্থানাইড বা বিরল মৃত্তিকা মৌল গুলি পর্যায় সারণির কোন পর্যায়ে অবস্থিত ?
উত্তর: ল্যান্থানাইড বা বিরল মৃত্তিকা মৌল গুলি পর্যায় সারণির ষষ্ঠ পর্যায় অবস্থিত।

2.13 সর্বোচ্চ ও সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌলের নাম লেখ।
উত্তর: সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌলের নাম ফ্লুওরিন এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন মৌলের নাম সিজিয়াম , ফ্রান্সিয়াম।

2.14 দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন একটি তড়িৎযোজী যৌগের নাম ও সংকেত লেখ।
উত্তর:- খাদ্য লবন , সংকেত NaCl

2.15 একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17 । এর সাথে সোডিয়াম কি ধরনের যৌগ গঠন করবে?
উত্তর: এক্ষেত্রে সোডিয়াম তড়িৎযোজী যৌগ গঠন করবে।

2.16 তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে ____ এর অস্তিত্ব নেই।
উত্তর: আয়ন।

2.17 সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার যৌগ গঠনে সক্ষম এমন একটি তড়িৎ ধনাত্মক মৌল এর উদাহরণ দাও।
উত্তর: হাইড্রোজেন (H)

অথবা

হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উত্তর: সমযোজী বন্ধন বর্তমান।

2.18 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্যবিধান করো

বাম স্তম্ভডান স্তম্ভ
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন ধাতুসোডিয়াম অ্যামালগাম
Hg কি ক্যাথোড রূপে ব্যবহার করে NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন পদার্থসিলভার
জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড এ উৎপন্ন গ্যাসের মিশ্রণ কে বলেCu
সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহীইলেকট্রোলাইটিক গ্যাস

আজকে আমরা কেবলমাত্র ' ক ' বিভাগ ও ' খ ' বিভাগ এর প্রশ্ন উত্তর - পত্র প্রকাশ করলাম। ' গ ' বিভাগ প্রকাশিত হবে খুব শীঘ্রই। বিভাগ গ এর লিংক আমরা এই পোষ্টের নিচে দিয়ে দেব।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. অন্যান্য সাবজেক্ট গুলি দিয়েন এবং উচ্চ মাধ্যমিকের গুলি ও
Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.