বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

মাধ্যামিক ২০২১ ভৌত বিজ্ঞান সাজেশন নতুন সিলেবাস অনুযায়ী । madhyamik 2021 physical science suggestion ne syllabus

মাধ্যামিক ২০২১ পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী আমরা নিচের সাজেশন - A প্রকাশ করলাম ।madhyamik 2021 physical science suggestion ne syllabus। wbbse 2021
সাধারণ অংশ পদার্থ বিদ্যা রসায়ন
পরিবেশের জন্য ভাবনা আলো পর্যায় সারনি ও মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা
গ্যাসের আচরণ চলতড়িৎ আয়নীয় ও সমযোজী বন্ধন
রাসায়নিক গণনা - চলতড়িৎ ও রাসায়নিক বিক্রিয়া

মাধ্যামিক ২০২১ ভৌত বিজ্ঞান নম্বর বিভাজন- মোবাইলে সম্পূর্ণ দেখতে নিচের সারণিটি ডানে-বামে সরাও

অধ্যায়MCQঅতি সংক্ষিপ্তসংক্ষিপ্ত ব্যাখ্যামূলকবিশ্লেষণধর্মী
পরিবেশের জন্য ভাবনা1×1টি =11×2টি = 22×1টি = 2-
গ্যাসের আচরণ1×1টি =11×2টি =2 2×1টি =2 3×1টি =3
রাসায়নিক গণনা1×1টি =1 --3×1টি =3
আলো1×3টি =31×3টি =32×1টি =23×3টি =9
চল তড়িৎ1×3টি= 31×3 টি =32×1টি =23×3টি =9
পর্যায় সারণি ও মৌলের পর্যায়বৃত্ত ধর্ম1×2টি =21×3টি=32×1টি=23×1টি=3
আয়নীয় ও সমযোজী বন্ধন1×2টি =2 1×4টি =4টি2×1টি=23×2টি =6
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া1×2টি = 21×4টি =42×1টি =23×2টি=6
মোট1×15টি =151×21টি=212×9টি=183×12=36

মাধ্যামিক ২০২১ পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী আমরা নিচের সাজেশন - A প্রকাশ করলাম । তোমাদের বোঝার স্বার্থে সিলেবাস থেকে যে যে অধ্যায় বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন গুলি নীল রং করা হল। যে অধ্যায় গুলি থেকে মাধ্যমিক ২০২১ এ প্রশ্ন করা হবে সেগুলো লাল রং করা হল


মাধ্যামিক ২০২১ ভৌত বিজ্ঞান সাজেশন নতুন সিলেবাস অনুযায়ী

1. বায়ুমণ্ডলের যে স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে তা হল- স্ট্রাটোস্ফিয়ার /থার্মোস্ফিয়ার /ট্রপোস্ফিয়ার /মেসোস্ফিয়ার।
উত্তরঃ- ট্রপোস্ফিয়ার।

2. বয়েলের সূত্রের p-V লেখচিত্র টি হল-


Ans. (B)

3. NH4NO2 → N2 + 2H2O সমীকরণ অনুসারে 64g NH4NO2 এর বিভাজনে উৎপন্ন N2 এর পরিমাণ -
14 গ্রাম / 28 গ্রাম / 32 গ্রাম / 40 গ্রাম

উত্তরঃ- 28 গ্রাম।

4. দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক নয় J-1/ K-1 /°C-1/°F-1
উত্তরঃ- J-1

5. SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি W.m-1.K-1/ W.K-1 / J.K-1 / J.m-1.K-1
উত্তরঃ- W.m-1.K-1

6. অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর - একই পথে ফিরে যায়/প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যায়/মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়/মুখ্য ফোকাস এর মধ্য দিয়ে যায়
উত্তরঃ- একই পথে ফিরে যায়।

7. উত্তল লেন্স কোন বস্তুর খর্বকায় সদ বিম্ব গঠন করে যখন বস্তু দূরত্ব - f এর বেশি, 2f এর কম / f এর কম / 2f এর সমান / 2f এর বেশি
উত্তরঃ- 2f এর বেশি

8. তড়িৎচালক বল (V) ,কার্য (W) ও আধান (Q) এর মধ্যে সম্পর্কটি হলো:- Q=WV / Q=V÷W / Q=V÷W2 /Q= W÷V
উত্তরঃ- Q= W/V

9.  উষ্ণতা বাড়লে রোধ কমে যায় - অর্ধপরিবাহীর/ সুপরিবাহী / কুপরিবাহী /অতিপরিবাহীর
উত্তরঃ- অর্ধপরিবাহীর।

10.  নিচের কোন সম্পর্কটি সঠিক নয়
H=V2Rt / H=VIt / H=I2Rt / H= V2t/R

উত্তরঃ- H=V2Rt

11.  নিচের কোনটি সুইচ এর কাজ নয় ? - বর্তনী সংযুক্ত করা/ বর্তনী বিচ্ছিন্ন করা/ তড়িৎ প্রবাহ চালু করা/ পরিবাহীর উষ্ণতা কমানো
উত্তরঃ- পরিবাহীর উষ্ণতা কমানো

12 নিচের কোনটি তেজস্ক্রিয় নয়-32P / 14C /40K /23Na
উত্তরঃ- 23Na

13. 235U92 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন হয় - 232Th90 / 231Th90 / 238Th92 / 235Th90
উত্তরঃ- 231TH90

14. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল গুলি অবস্থিত ? - শ্রেণী 1/শ্রেণী 16 /শ্রেণী 17 / শ্রেণী 2
উত্তরঃ- শ্রেণি 17

15. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের মৌলের সংখ্যা- 2 টি/ 8টি 18 টি /32 টি
উত্তরঃ- 32 টি

আরও পড় - মাধ্যমিক 2021 জীবন বিজ্ঞান সাজেশন  ।  নতুন সিলেবাস অনুযায়ী । Madhyamik suggestion 2020 Life science pdf

16. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল টি হল- O/Cl/F/Ne
উত্তরঃ- F

17. নিচের প্রদত্ত কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম- LI<B>Be>C / Be>Li<B<C / Li<Be<C<B / Li<Be<B<C
উত্তরঃ- Li<Be<B<C

18. সর্বোচ্চ আয়নন শক্তি সম্পন্ন মৌল Li / He / Ne / Cs
উত্তরঃ- He

19. আয়নীয় যৌগের দ্রাব্যতা বেশি হবে - জলে/ অ্যালকোহলে/বেঞ্জিনে/ইথারে
উত্তরঃ- জলে

20. X ও Y মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে XY/X2Y/XY2/X2Y3
উত্তরঃ- XY

21. কোনটি জলে অদ্রাব্য - MgCl2 /Na2SO4/CHCl3/HCl
উত্তরঃ- CHCl3

22. কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না- NaCl/NaF/CCl4/KCl
Ans.  CCl 4

23. নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না - গলিত NaCl /তরল HCl/কঠিন NaCl/NaCl
উত্তরঃ- গলিত NaCl

24. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই চাপ উষ্ণতায় অ্যানোড এ উৎপন্ন গ্যাসের আয়তন- 5.6 লিটার 11.2 লিটার 22.4 লিটার 44.8 লিটার
উত্তরঃ- 5.6 লিটার

25. নিচের কোন ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না?- Na / Zn / Al /K
উত্তরঃ- Zn

26. পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়- বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা /জলের উর্দ্ধ অপসারণ দ্বারা/ বায়ুর নিম্ন অপসারণ দ্বারা/ জলের নিম্ন অপসারণ দ্বারা
উত্তরঃ- বায়ুর নিম্ন অপসারণ দ্বারা

27. লাইকার অ্যামোনিয়া তে অ্যামোনিয়ার পরিমাণ- 35% 33% 88% 50%
উত্তরঃ- 35%

28. অ্যামোনিয়ার শিল্পোৎপাদন এ অনুঘটকের উদ্দীপক রূপে ব্যবহৃত হয়- CaO / K2O ও Al2O3 / Mg চূর্ণ / কোনোটিই নয়
উত্তরঃ- K2O ও Al2O3

29. NH4NO2 কে উত্তপ্ত করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল- O2 / N2 / CO2 / NO
উত্তরঃ- N2

30. ওলিয়াম এর সংকেত H2S2O8/H2S2O6/H2S2O8/H2S2O7
উত্তরঃ- H2S2O7

31. কোন খনিজটি আকরিক নয় - রেড হেমাটাইট/ জিংক ব্লেন্ড /বক্সাইট /আয়রন পাইরাইটস
উত্তরঃ- আয়রন পাইরাইটস

32. অ্যামালগাম এর ক্ষেত্রে সর্বদাই কোন উপাদানটি থাকবে - Fe/Ag / Au / Hg
Ans Hg
33. লোহার পেরেক কে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন দেখা যাবে- ZnSO4 / Al2(SO4)3 / FeSO4 / CuSO4
উত্তরঃ- CuSO4

34. কৃত্তিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ টি হল- বেঞ্জিন/ইউরিয়া/মিথেন/ল্যাকটিক অ্যাসিড।
উত্তরঃ- ইউরিয়া

35. অ্যালকিনের সাধারণ সংকেত - CnHn / CnH2n / CnH2n+2 / Cnh2n-2
উত্তরঃ- CnH2n

36. কোন আলোক মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক - প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায় / প্রতিসারঙ্ক কমে / প্রতিসারঙ্ক একই থাকে / প্রতিসারঙ্ক বৃদ্ধি পায়।
উত্তরঃ- প্রতিসারঙ্ক কমে

37. ডাইমিথাইল ইথার এ কোন কার্যকরী মূলক উপস্থিতি? -C-O-/-COH/-COOH/-O-
উত্তরঃ- -O-

38. বিক্ষিপ্ত সূর্যকে ক্লোরিন গ্যাস ও মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপের উৎপন্ন হয় - মিথাইল ক্লোরাইড/ক্লোরোফর্ম/কার্বন টেট্রাক্লোরাইড/মিথিলিন ক্লোরাইড
উত্তরঃ- মিথিলিন ক্লোরাইড

39. পিভিসি এর মনোমার হলো - ইথিলিন/অ্যাসিটিলিন/ভিনাইল ক্লোরাই/H2O
উত্তরঃ- ভিনাইল ক্লোরাই

আরও পড় - মাধ্যমিক 2021 জীবন বিজ্ঞান সাজেশন  ।  নতুন সিলেবাস অনুযায়ী । Madhyamik suggestion 2020 Life science pdf


2. বিভাগ খ

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
2.1. কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি।
উত্তরঃ- কয়লা ও ডিজেলের মধ্যে ডিজেলের তাপনমূল্য বেশি।

2.2. জলনবিন্দু কাকে বলে?
উত্তরঃ- দেব নির্দিষ্ট উষ্ণতায় কোন জ্বালানি জ্বলতে শুরু করে সেই উষ্ণতা কে ওই জ্বালানির জলবিন্দু বা ইগনিশন পয়েন্ট বলে।

2.3 বায়োগ্যাসের উপাদান গুলি লেখ।
উত্তরঃ- বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।এছাড়া জৈব গ্যাসের মধ্যে কার্বন-ডাই-অক্সাইড এবং সামান্য পরিমাণে ,হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড ও জলীয়বাষ্প থাকে।

2.4 শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে কোনটি অপেক্ষাকৃত হালকা?
উত্তরঃ- শুষ্ক ও আর্দ্র বায়ুর মধ্যে আর্দ্র বায়ু অপেক্ষাকৃত হালকা।

2.5 গ্যাসের মুক্ত পথ কাকে বলে?
উত্তরঃ- গ্যাসের অনুগুলির সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়।পরপর দুটি ধাক্কার মাঝের পথ একটি অনুষঙ্গ বেগে যায়। এই পথকে মুক্তপথ বলে।

2.6 কোন ধরনের বিক্রিয়ার E=mc2 প্রযোজ্য নয়?
উত্তরঃ- উচ্চশক্তির পরিবর্তন যেখানে ভর ও শক্তির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে সেখানে E=mc2 সূত্রটি প্রযোজ্য নয়। যেমন নিউক্লিয় বিক্রিয়া।

2.7 গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভর এর মধ্যে সম্পর্ক কি?
উত্তরঃ- গ্যাসের আণবিক ভর = 2×গ্যাসের বাষ্প ঘনত্ব।

3.8 2 গ্রাম অনু অ্যামোনিয়ার ভর কত?
উত্তরঃ- দুই গ্রাম অনু অ্যামোনিয়ার ভর 34 গ্রাম।

3.9 গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান কত?
উত্তরঃ- 1/273 °C

3.10 তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান হলে তরলের আপাত প্রসারণ গুনাঙ্কের মান কত হবে?
উত্তরঃ- শুন্য।

3.11 তাপ পরিবাহিতা কাকে বলে?
উত্তরঃ- একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোন পদার্থের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় তলের সঙ্গে লম্বভাবে একক সময়ে যে তাপ পরিবাহিতা হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বলে।

3.12 তাপীয় রোধ কাকে বলে?
উত্তরঃ- যে ধর্মের জন্য কোন বস্তু তার মধ্যে দিয়ে তাপের পরিবহন কে বাধা দেয় তাকে বস্তুটির তাপীয় রোধ বলা হয়।

3.13 তাপীয় রোধের মাত্রা লেখ।
Ans.  

3.14 দন্ত চিকিত্সকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন?
উত্তরঃ- অবতল দর্পণ।

3.15 কোন অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত?
উত্তরঃ- দর্পণের বক্রতা ব্যাসার্ধ = 2× ফোকাস দৈর্ঘ্য = 30 সেমি।

3.16 অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদ বিম্ব গঠন করবে?
উত্তরঃ- বস্তুতি দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে রাখলে।

3.17 কোন দর্পণের জন্য দৃষ্টি ক্ষেত্র সর্বাধিক?
উত্তরঃ- উত্তল দর্পণের জন্য দৃষ্টি ক্ষেত্র সর্বাধিক।

3.18 প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° কোণ 30° হলে কৌণিক চ্যুতির মান কত?
উত্তরঃ- 15°

3.19 উষ্ণতা বৃদ্ধিতে কোন মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক এর কি পরিবর্তন হয়?
উত্তরঃ- কমে।

3.20 হ্রস্ব দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি কোন ধরনের লেন্স যুক্ত চশমা ব্যবহার করেন?
উত্তরঃ- অবতল লেন্সযুক্ত চশমা।

3.21 লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়?
উত্তরঃ- লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের আলোর প্রতিসরণ ধর্ম ব্যবহৃত হয়।

3.22 সিনেমার পর্দায় কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তরঃ- সিনেমার পর্দায় প্রতিবিম্ব সদ ও বিবর্ধিত।

3.23 সবুজ রং এর একটি অস্বচ্ছ বস্তুর কোন রঙের আলোয় দেখলে বস্তুটিকে একটি সবুজ রঙের ই দেখাবে?
উত্তরঃ- সবুজ রঙের আলোয়।

3.24 1 কুলম্ব ঋণাত্মক আধানে ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তরঃ- 6.25×10^18 টি।

3.25 একটি অ-ওহমিও পরিবাহীর উদাহরণ দাও
উত্তরঃ- ট্রানজিস্টার।

3.26 কোনটি আলাদা -  ডায়োড, ট্রায়োড , ট্রানজিস্টার, ফিউজ তার।
উত্তরঃ- ফিউজ তার (কেননা ফিউজ তার একমাত্র ওহোমিও পরিবাহীর এই চারটির মধ্যে)

3.27 রোধের অন্যান্য রাশির নাম কি?
উত্তরঃ- পরিবাহিতা।

3.28 বৈদ্যুতিক ফিউজ তার কি দ্বারা তৈরী?
উত্তরঃ- বৈদ্যুতিক ফিউজ তার টিন ও সীসা দ্বারা তৈরি। শতকরা 25 শতাংশ টিন ও 75 শতাংশ সীসা।

3.29 BOT কোন ভৌত রাশির একক?
উত্তরঃ- BOT এককটি বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক।

3.30 ফ্লেমিং এর ডান হাতের নিয়ম অনুসারে মধ্যমা কিসের দিক নির্দেশ করে?
উত্তরঃ- ফ্লেমিং এর ডান হাতের নিয়মানুসারে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে।

3.31 লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে?
উত্তরঃ- লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতি কে সমর্থন করে।

3.32 বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনে লাইভ তারের রং কি?
উত্তরঃ- বাড়িতে ব্যবহৃত বিদ্যুৎ লাইনের লাইভ তারের রং লাল।

3.33 গৃহ বর্তনীতে সব যন্ত্র কোন সমবায় যুক্ত থাকে?
উত্তরঃ- গৃহ বর্তনীতে সব যন্ত্র সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে।

3.34 আলফা কণা নির্গমনের ফলে কোন তেজস্ক্রিয় মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক এর কি পরিবর্তন হয়?
উত্তরঃ- ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে যায়।

3.35 1 গ্রাম বিশুদ্ধ রেডিয়ামের তেজস্ক্রিয়তা কত?
উত্তরঃ- 1 কুরি।

3.36 একটি স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখ।
উত্তরঃ- ইউরেনিয়াম (U)

3.37 কোন তেজস্ক্রিয় পরমাণুর থেকে একটি আলফা কণা নির্গত হলে অপত্য পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কীভাবে পরিবর্তিত হয়?
উত্তরঃ- পারমাণবিক সংখ্যা 2 একক এবং ভর সংখ্যার 4 একক কমে যায়।

3.38 তেজস্ক্রিয়তার একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।
উত্তরঃ- তেজস্ক্রিয় তার প্রভাবে বিভিন্ন ক্ষতিকারক রোগ হয় যার মধ্যে একটি মারণ রোগ হলো ক্যান্সার।

3.39 নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ কোন প্রক্রিয়া ঘটানো হয়?
উত্তরঃ- নিউক্লিয় বিভাজন।

3.40 নিউক্লিয় রিঅ্যাক্টর এ ভারী জলের ভূমিকা কি?
উত্তরঃ- নিউক্লিয়ার রিঅ্যাক্টর এ নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটানো হয়।

3.41 নিউক্লিয় বিভাজনের নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয় কেন?
উত্তরঃ- কারণ নিউট্রন কণা বিস্তৃত হওয়ায় নিউক্লিয়াস দ্বারা বিকর্ষণ হয় না।

3.42 নিউক্লিয় সংযোজন ও বিভাজন এর মধ্যে কোনটিতে শতকরা বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয়?
উত্তরঃ- নিউক্লিয় সংযোজন।

3.43 নিউল্যান্ডের অষ্টক সূত্রটি কোন জাতীয় মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
উত্তরঃ- ভারী মৌলের ক্ষেত্রে।

3.44 চতুর্থ পর্যায় অবস্থিত ক্ষার ধাতুর নাম কি?
উত্তরঃ- পটাশিয়াম।

3.45 বিরল মৃত্তিকা শ্রেণীর মৌল গুলি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?
উত্তরঃ- 3 নং শ্রেণীতে অবস্থিত।

3.46 সর্বাধিক ঘনত্ব সম্পন্ন মৌলটির নাম কি?
উত্তরঃ- অসমিয়াম।

3.47 পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটি কি?
উত্তরঃ- নিয়ন (Ne)

3.48 বিজ্ঞানী মোজলের পরীক্ষা থেকে কি জানা যায়?
উত্তরঃ- ক্রমাঙ্ক কোন মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক।

3.49 আধুনিক পর্যায় সারণিতে হ্যালোজেন মৌল গুলি কোন শ্রেণীতে অবস্থিত?
উত্তরঃ- 17 নং শ্রেণীতে।

3. 50 বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও।

বাম স্তম্ভ ডান স্তম্ভ
1. ক্ষার ধাতু A. 3 নং শ্রেণি
2. হ্যালোজেন মৌল B. 3 থেকে 12 নং শ্রেণি
3. ক্ষারীয় মৃত্তিকা ধাতু C. 1 নং শ্রেণি
4. নিষ্ক্রিয় মৌল D. 17 নং শ্রেণি
5. সন্ধিগত মৌল E. 18 নং শ্রেণী
6. চ্যালকোজেন মৌল F. 16 নং শ্রেণি
7. ল্যান্থানাইড মৌল G. 2 নং শ্রেণি


3.51 কোন ধরণের যৌগে অনুর অস্তিত্ব নেই?
উত্তরঃ- আয়নীয় যৌগে।

3.52 CaO - কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান?
উত্তরঃ- তড়িৎযোজী বন্ধন।

3.53 A (2,8,2) ও B (2,8,7) পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন দেখা যায়?
উত্তরঃ- দুটিতেই তড়িৎযোজী বন্ধন দেখা যায়।

3.54 N2 অণুর মধ্যে কয়টি ইলেকট্রন জোড়নিঃসঙ্গ আছে?
উত্তরঃ- দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে।

3.55 NaCl ও HCl এর মধ্যে কোনটি বিশুদ্ধ অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য নয়?
উত্তরঃ- HCl বিশুদ্ধ অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য নয়।

3.55 তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়?
উত্তরঃ- সমপ্রবাহী তড়িৎ (DC) ব্যবহার করা হয়।

3.56 গাঢ় সোডিয়াম ক্লোরাইড (NaCl) এর জলীয় দ্রবণে এর তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়?
উত্তরঃ- ক্লোরিন (Cl2) উৎপন্ন হয়।

3.57 Cu2+ ও H+ আয়ন দুটির মধ্যে ক্যাথোড আধান মুক্তির প্রবণতা কার বেশি?
উত্তরঃ- Cu2+ আয়নের বেশি।

3.58 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহৃত হয়?

উত্তরঃ- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার বিশোধনে ও বিশুদ্ধ কপার ধাতুর মোটা দন্ড অ্যানোড রূপে ব্যবহৃত হয়।

3.59 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি লোহার চামচ এর উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্যরূপে কি ব্যবহার করবে?
উত্তরঃ- তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি লোহার চামচ এর উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট (NiSO4) এর দ্রবণ ব্যবহার করতে হবে।

3.60 লোহার উপর ক্রোমিয়াম এর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করবে?
উত্তরঃ- তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ক্রোমিক অ্যা (H2CrO4) মিশ্রিত ক্রোমিক সালফেট (Cr2 (SO4)3) এর দ্রবণ ব্যবহার করতে হবে।

3.61 কোন গ্যাসকে ক্ষারীয় বায়ু বলা হয়?

উত্তরঃ- অ্যামোনিয়া গ্যাসকে।

3.62 বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া প্রস্তুত করার পদ্ধতিটির নাম কি?
উত্তরঃ- হেবার পদ্ধতি।

3.63 HCl অ্যাসিডে সিক্ত কাচদন্ড অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে এলে যে সাদা ধোঁয়া সৃষ্টি হয় তার রাসায়নিক নাম ও সংকেত লেখ।
উত্তরঃ- অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl)

3.64 H2S গ্যাস কে AgNO3 দ্রবণে পাঠালে কি বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয় এবং অধঃক্ষেপটির সংকেত লেখ।
উত্তরঃ- কালো বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি হয় যার সংকেত Ag2S

3.65 নিকেলবাক সিলভার ধাতুনির্মিত জিনিস ধীরে ধীরে কালো হয়ে যায় কেন?
উত্তরঃ- বাড়িতে উপস্থিত হাইড্রোজেন সালফাইড গ্যাস নিকেল সিলভার ধাতুনির্মিত জিনিসগুলো সঙ্গে ধীরে ধীরে বিক্রিয়া করে জিনিস গুলির উপর ধাতব সালফাইড এর আস্তরণ সৃষ্টি করে। তাই ধাতুনির্মিত জিনিসগুলি ধীরে ধীরে কালো হয়ে যায়।

3.66 নাইট্রোলিম কি? নাইট্রোলিম এর ব্যবহার কি?
উত্তরঃ- উত্তর দেখতে এখানে ক্লিক করো।

3.67 গ্যাস থার্মোমিটার এ কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তরঃ- নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়।

3.68 পরীক্ষাগারে কোন পদার্থের নিম্ন অপসারণ দ্বারা বিশুদ্ধ ও শুষ্ক নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়?
উত্তরঃ- পারদের।

3.69 অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির শিল্প পদ্ধতির নাম কি?
উত্তরঃ- অসওয়াল্ড পদ্ধতি।

3.70 H2SO4 এর শিল্প উৎপাদন পদ্ধতিকে কি বলা হয?
উত্তরঃ- স্পর্শ পদ্ধতি বলা হয়।

3.80 সালফান কি?
উত্তরঃ- 100% ওলিয়ামকে সালফান বলে।

3.81 রট আয়রনে কার্বনের পরিমাণ কত?
উত্তরঃ- 0.1 - 0.15 %

3.82 কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতু তে থাকে?
উত্তরঃ- কপার বা তামা।

3.83 জার্মান সিলভার এর উপাদান গুলি লেখ।
উত্তরঃ- Cu 50% , Zn 20% , Ni 30%

3.84 জিংকের একটি আকরিকের নাম ও সংকেত লেখ।
উত্তরঃ- জিংক ব্লেন্ড (ZnS)

3.85 থার্মিট পদ্ধতিতে কোন পদার্থ জারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ- Fe, Cr, Mn থার্মিট পদ্ধতিতে জারক হিসেবে ব্যবহৃত হয়।

3.86 সক্রিয়তা বৃদ্ধির ক্রমানুসারে সাজাও: Pb, Ca, Cu, Zn, Mg
উত্তরঃ- Cu<Pb<Zn<Mg<Ca

3.87 পদ্ধতিতে আগুন লাগাতে কোন ধাতু ব্যবহার করা হয়?
উত্তরঃ- ম্যাগনেসিয়াম ধাতু ব্যবহার করা হয়।

3.88 মরিচার সংকেত লেখ।
উত্তরঃ- Fe2O3, xH2O

3.89 ইথিলিন অণুতে কয়টি রাসায়নিক বন্ধন আছে?
উত্তরঃ- 6 টি

3.90 ইথাইল অ্যালকোহল এর কার্যকরী মূলকের নাম লেখ।
উত্তরঃ- হাইড্রোক্সিল (-OH)

3.91 CH3CH2OH এর কার্যকরী মূলক ঘটিত সময়াবটির সংকেত লেখ।
উত্তরঃ- CH3-O-CH3

3.92 কিটোন সমগনীয় শ্রেণীতে প্রথম সদস্যটি কি এবং এর IUPAC নাম কি?
উত্তরঃ- সদস্য টি হলো অ্যাসিটোন এবং এর IUPAC নাম প্রোপানোন।

3.93 সরলতম অ্যালডিহাইডটির নাম ও সংকেত লেখ।
উত্তরঃ- সরলতম অ্যালডিহাইডটির নাম ফরম্যালডিহাইড বা মিথান্যাল এবং এর সংকেত HCHO

3.94 অ্যালডিহাইড সমগনীয় শ্রেণী IUPAC নামের শ্রেণী প্রত্যয় কি?
উত্তরঃ- অ্যাল।

3.95 মিথেন এর সমস্ত H- পরমাণু ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলে কোন যৌগ উৎপন্ন হয়?
উত্তরঃ- কার্বন টেট্রাক্লোরাইড (CCl4)

3.96 LPG এর মধ্যে কোন দুর্গন্ধযুক্ত উপাদানটি মেশানো থাকে?
উত্তরঃ- ইথাইল মারক্যাপটান।

3.97 যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও CNG এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষণ সৃষ্টি করে?
উত্তরঃ- CNG অপেক্ষাকৃত কম বায়ু দূষণ ঘটায়।

3.98 রেকটিফাইড স্পিরিট এর শতকরা কত শতাংশ ইথানল থাকে?
উত্তরঃ- 95.6 %

3.99 ডিনেচার্ড স্পিরিট এর মূল উপাদান কি?
উত্তরঃ- অ্যালকোহল।

3.100 ইথানল এর সঙ্গে বিক্রিয়ায় এস্টার উৎপন্ন করে এমন একটি যৌগের সংকেত লেখ।
উত্তরঃ- অ্যাসিটিক অ্যাসিড ( CH3COOH)


3. 1 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্যবিধান করো।

বাম স্তম্ভ ডান্স সং
1. চাপ ও উষ্ণতা স্থির a) কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য
2. 2 মোল NH3 এর ভর b) কৌণিক চ্যুতি শূন্য
3. বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে হলে c) 34 গ্রাম
4. বার্লোচক্র d) প্রতিবিম্বের অবস্থান ফোকাসে
5. 6.022 × 1022 সংখ্যক অনু আছে যত পরিমাণ জলে e) J-1.K.s
6.বস্তুর অবস্থান অসীমে হলে f) 6.643×10-24 g
7. কাজ ও জলের তলে লম্ব আপাতন g) অ্যাভোগাড্রো প্রকল্প
8. আপাত প্রসারণ গুণাঙ্ক h) 18 গ্রাম
9. তাপীয় রোধের একক i) প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে।
10.আলফা কণার ভর j) তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া
11.আলফা বিঘটন k) হ্রাস পায়
12. পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নন শক্তি l) সমযোজী যৌগ
13. Al2O3. 2H2O m) অপরিবর্তিত নিউক্লিয়াস
14. শ্রেণী বরাবর উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা n) সালফিউরিক অ্যাসিড
15. H2O o) নিউক্লিয় সংযোজন
16. স্পর্শ পদ্ধতি p) বৃদ্ধি পায়
17. 1H2+1H2 → 2He3+0n1 q) ভর সংখ্যার হ্রাস
18. ক্যালসিয়াম ক্লোরাইড r) বক্সাইট
19. হেবার পদ্ধতি s) অ্যামোনিয়া
20. গামা বিঘটন t) পোলার দ্রাবক
21. হেবার পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক u) Mg
22. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু v) প্রতিস্থাপন বিক্রিয়া
23. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল w)লৌহ চূর্ণ
24. সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্য পূর্ণ বিক্রিয়া x) গ্রীন হাউজ গ্যাস
25. CH4 y) F

 উত্তর: - উপরের স্তম্ভ মেলানোর উত্তর দেখতে এখানে ক্লিক কর।

2. বায়োফুয়েল এর উৎস ব্যবহার উল্লেখ করো।
উত্তরঃ- বায়োমাস থেকে যে জ্বালানি উৎপন্ন হয় তাকে বায়োফুয়েল বলা হয়।
আখ বাবুর্চি ব্রা থেকে সন্ধান প্রক্রিয়ায় উৎপন্ন বায়োইথানল একটি বায়ু ফুয়েল যাকে গ্যাসোলিনের সাথে মিশিয়ে যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়।


3. মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে কেন?
উত্তরঃ- মিথেন হাইড্রেট এক প্রকারের কঠিন কেলাসাকার পদার্থ ।জলের অনুর সমন্বয়ে গঠিত বরফের নাই এই ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণে মৃতের আবদ্ধ অবস্থায় থাকে। মিথেন গ্যাস রাজ্য প্রকৃতির হওয়াই এবং বরফের মতো দেখতে বলে মিথেন হাইড্রেট কে ফায়ার আইস বলে।

4. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো
উত্তরঃ- সেলসিয়াস স্কেলে পরমশূন্য উষ্ণতা = -273°C
ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার পাট মনে করি F

5. পরমশূন্য উষ্ণতায় পরম বলা হয় কেন?
উত্তরঃ- চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার যে ধারণা পাওয়া যায় তা গ্যাসের প্রকৃতি, ভর ,আয়তন ,চাপ বা অন্য ভৌত অবস্থার ওপর নির্ভরশীল নয়। যে কোন গ্যাসের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এর চেয়ে কম উষ্ণতা বাস্তবের পাওয়া সম্ভব নয়।ধারণা অনেক বেশি বিজ্ঞানসম্মত ও সার্বজনীন। এইজন্য পরমশূন্য উষ্ণতায় পরম বলা হয়।

6. আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখ

আদর্শ গ্যাস বাস্তব গ্যাস
1. আদর্শ গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতা pV=nRT সমীকরণ মেনে চলে 1. বাস্তব গ্যাস নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় ছাড়া pV=nT সমীকরণ মেনে চলে না
2. আদর্শ গ্যাসের অনুগুলির আয়তন কে অগ্রাহ্য করা হয় 2. বাস্তব গ্যাসের অনুগুলির আয়তন ক্ষুদ্র হলেও তা গ্রাহ্য করা হয়
3. আদর্শ গ্যাসের অনুগুলির মধ্যে কোন আকর্ষণ বল নেই 3. বাস্তব গ্যাসের অনুগুলির মধ্যে আকর্ষণ বল আছে
4. আদর্শ গ্যাসের অনুগুলির শক্তি বলতে শুধুমাত্র গতিশক্তি কে বোঝায় 4. বাস্তব গ্যাসের অনুগুলির শক্তি বলতে গতিশক্তি ও স্থিতি শক্তির সমষ্টিকে বোঝায়

 

7. C12 স্কেলে  কোন মৌলের পারমাণবিক ভর এর সংজ্ঞা দাও।
উত্তরঃ- কোন মৌলের একটি পরমাণু একটি C12 পরমাণুর ভর এর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাই হলো C12 স্কেলে ওই মৌলের পারমাণবিক ভর।


8. গ্যাসের প্রকৃত ও আপাতন দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন?
উত্তরঃ- তরল বা গ্যাস, উভয় পদার্থকে কোন পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়, ফলে তরল বা গ্যাসের প্রসারণ এর সঙ্গে পাত্রের ও প্রসারণ হয়।তরলের প্রসারণ এর তুলনায় কঠিনের প্রসারণ কম হলেও উপেক্ষা করা যায় না ।কিন্তু গ্যাসের প্রসারণ এর তুলনায় কঠিনের প্রসারণ নগণ্য, এক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় না। তাই গ্যাসের ক্ষেত্রে আপাত প্রসারণ গুণাঙ্ক ধরা হয় না। এই কারণে গ্যাসের প্রকৃত ও আপাত দুই ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে না।


9. তোমাকে তিনটি দর্পণ দেওয়া হল- একটি সমতল, একটি উত্তল ও একটি অবতল। স্পর্শ না করে কিভাবে দর্পণ গুলিকে শনাক্ত করবে?

উত্তরঃ- সমতল দর্পণে কোন বস্তুর সমান আকৃতির অসদ বিম্ব গঠন করে। উত্তল দর্পণ সর্বদা বস্তুর খর্বকায় অসদ বিম্ব গঠন করে এবং অবতল দর্পণের ফোকাস দূরত্বের কম দূরত্বে একটি বস্তু রাখলে বস্তুর

বস্তুর বিবর্ধিত অসদবিম্ব তৈরি হয়।আকারের অসদ বিম্ব ও তৈরি হয় তাহলে দর্পণ সমতল। যদি খর্বকায় অসদ বিম্ব গঠিত হয় তাহলে দর্পণ টি উত্তর। যদি বিবর্ধিত অসদ বিম্ব গঠিত হয় তাহলে দর্পণ টি অবতল।

10. কোন তড়িৎ কোষের EMF 10V বলতে কী বোঝায়?
উত্তরঃ- 1 কূলম্ব তড়িৎ আধান কে তড়িৎ কোষের মধ্যে নিম্ন বিভাগ বিন্দু থেকে উচ্চ বিন্দুতে নিয়ে যেতে 10 জুল কার্য সম্পাদন করতে হয়।

11. একই উপাদানে তৈরি একটি সরু তার একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। তার দুটিকে একই বিভব প্রভেদের আসলে মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হয় কেন?
উত্তরঃ- একই উপাদানে তৈরি, একই দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধ কম হয়।সাগর ভাই আবার বিভব-প্রভেদ অপরিবর্তিত থাকলে তড়িৎ প্রবাহ রোধের সমানুপাতিক মোটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে।


12. গৃহস্থালীতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন?

উত্তরঃ- গৃহস্থালীতে ব্যবহৃত তড়িৎ সরঞ্জামগুলি সব সমান তরাল সমবায় যুক্ত থাকে, দুই প্রান্তের বিভব প্রভেদ যাতে স্থির থাকে।

 

13. নিউক্লিয় বন্ধন শক্তি বলতে কী বোঝো? M ভর বিশিষ্ট zXA নিউক্লিয়াস এর বন্ধন শক্তি নির্ণয় করো। দেওয়া আছে একটি প্রোটনের ভর mp ও একটি নিউট্রনের ভর mn

উত্তরঃ- কোন নিউক্লিয়াসকে ভেঙে ওর মধ্যে থাকা নিউট্রন গুলিকে সম্পূর্ণ স্বাধীন কণায় পরিণত করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে নিউক্লিয় বন্ধন শক্তি বলা হয়।

পরমাণু টির পরমাণু ক্রমাঙ্ক Z ও ভর সংখ্যা A
নিউক্লিয়ন গুলির মোট ভর Zmp + (A-Z)mn
ভর ত্রুটি= Zmp + (A-Z)mn - M
= {Zmp + (A-Z) mn -M} c²

[ c= শূন্য মাধ্যমে আলোর দ্রুতি ]

14.নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন এর মধ্যে পার্থক্য লেখ

নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন
এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে।
এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির তুলনায় কম এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির নিউক্লিয় সংযোজনের উৎপন্ন শক্তির তুলনায় বেশি
এই প্রক্রিয়ায় টার্গেট নিউক্লিয়াসকে আঘাত করার জন্য তাপীয় নিউট্রন এর প্রয়োজন হয় এই প্রক্রিয়ায় কোন আঘাতকারী কনার প্রয়োজন নেই
এই প্রক্রিয়া সাধারণ উষ্ণতায় ঘটে এই প্রক্রিয়া প্রায় 10^7 °C উষ্ণতা থেকে 10^8 °C উষ্ণতার মধ্যে ঘটে
এই প্রক্রিয়ায় তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এই প্রক্রিয়ায় কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় না

15. নিউক্লিয় সংযোজন এর দুটি প্রয়োজনীয় শর্ত লেখ।

উত্তরঃ- নিউক্লিয় সংযোজন এর দুটি প্রয়োজনীয় শর্ত হলো-

  • যে নিউক্লিয়াস গুলির মধ্যে সংযোজন বিক্রিয়া ঘটবে তারা হালকা হয়, তা না হলে সংযোজনের মুহূর্তে প্রোটন - প্রোটন স্থির বিকর্ষণ তড়িৎ বলের মান অস্বাভাবিক ভাবে বেশি হবে।
  • নিউক্লিয় সংযোজনের জন্য প্রায় 107 °C উষ্ণতা থেকে 108 °C উষ্ণতার প্রয়োজন এর জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটিয়ে ওই তাপমাত্রা উৎপন্ন করতে হবে।

16. নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে কোন ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি এবং কেন?
উত্তরঃ- নিউক্লিয় বিভাজনের তুলনায় নিউক্লিয় সংযোজন বেশি ভর শক্তিতে রূপান্তরিত হয় বলে নিও সংযোজনে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি। উদাহরণ হিসেবে বলা যায় 1 গ্রাম হাইড্রোজেন এর সংযোজনে নির্গত শক্তি 1 গ্রাম ইউরেনিয়ামের বিভাজনের শক্তির তুলনায় প্রায় 7.3 গুন।

17. সন্ধিগত মৌল কাদের বলা হয়? সন্ধিগত মৌল নামকরণের কারণ এর কারণ কি? সকল সন্ধিগত মৌল ধাতু উক্তিটি ঠিক না ভুল?
উত্তরঃ- দীর্ঘ পর্যায় সারণির তিন থেকে 12 পর্যন্ত শ্রেণীতে উপস্থিত মৌল গুলি কে সন্ধিগত মৌল বলে।
উক্তিটি ঠিক।

এই মৌল গুলি 1 ও 2 নম্বর শ্রেণীর তীব্র তড়িৎ ধনাত্মক মৌল এবং 13 থেকে 17 নম্বর শ্রেণীর তড়িৎ ঋণাত্মক মৌলের মাঝে অবস্থান করে। এই এই মৌল গুলির মাধ্যমে তড়িৎ ঋণাত্মক মৌল ও তড়িৎ ধনাত্মক মৌল এর মধ্যে মিলন বা সন্ধি ঘটে। তাই মৌল গুলি কে সন্ধিগত মৌল বলা হয়।

18. দীর্ঘ পর্যায় সারণির কয়েকটি ত্রুটি লেখ।
উত্তরঃ- দীর্ঘ পর্যায় সারণির কতগুলি ত্রুটি হল
এই সারণিতে হাইড্রোজেনের অবস্থান এখনো সুনির্দিষ্ট করা যায়নি।
ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে হিলিয়াম এর অবস্থান দুই নম্বর শ্রেণীতে হওয়ার কথা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস এর সঙ্গে ধর্মের সাদৃশ্য জন্য 18 নম্বর শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে।
পৃথকভাবে উপযুক্ত স্থানে বসানো সম্ভব হয়নি।

19. পর্যায় সারণিতে আদর্শ মৌলের অবস্থান কোথায়?
উত্তরঃ- দীর্ঘ পর্যায় সারণির এক থেকে দুই নম্বর শ্রেণী ও 13 থেকে 17 নম্বর শ্রেণীর মৌল গুলি হল আদর্শ মৌল।

20. হাইড্রোজেনের সাথে হ্যালোজেন মৌলের কয়েকটি সাদৃশ্য লেখ

  1. হাইড্রোজেন এর মত হ্যালোজেন মৌল গুলির যোজ্যতা মূলত এক।
  2. হ্যালোজেন মৌলের অনুর মত হাইড্রোজেন ও দ্বিপরমাণুক
  3. হাইড্রোজেন ও হ্যালোজেন উভয়ই অধাতব মৌল
  4. ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হ্যালোজেন গুলো ধাতব হ্যালাইড গঠন করে ঠিক তেমনি হাইড্রোজেন হাইড্রাইড গঠন করে।
  5. গলিত অবস্থায় ধাতব হ্যালাইড এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়। অনুরূপভাবে হাইড্রাইড এর এর তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন মুক্ত হয়।

21. পর্যায় ও শ্রেণী বরাবর মৌলের ব্যাসার্ধ, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, তড়িৎ ধনাত্মক কথা, আয়নন শক্তি ইত্যাদির কিরূপ পরিবর্তন হয়।

উত্তরঃ- নিচের চিত্র তে উল্লেখিত ধর্ম গুলি কিভাবে বারে তা চিত্রের মাধ্যমে বোঝানো হলো। তীর চিহ্ন দিয়ে দেখানো হলো যে উল্লেখিত ধর্মগুলি ঐদিকে গেলে বারে। অনুরূপভাবে বিপরীত দিকে গেলে কমে বোঝানো হয়েছে।

পর্যায় ও শ্রেণী বরাবর পর্যাবৃত্ত ধর্মের পরিবর্তন


22. মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? পর্যাবৃত্ত ধর্ম নয় এরূপ একটি ধর্মের উল্লেখ করো।
উত্তরঃ- ক্রমবর্ধমান পারমাণবিক ভর কিংবা পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে মৌলের ধর্মের যে পর্যায়ক্রমিক আবর্তন বা পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্তি বলে।মৌলের যে সমস্ত ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায় এবং শ্রেণি পরিবর্তিত ও পুনরাবৃত্ত হয় তাদের পর্দাবৃত বা পর্যায়গত ধর্ম বলে।

তেজস্ক্রিয় তা চৌম্বক ধর্ম দ্রাব্যতা প্রভৃতি পর্যায়বৃত্ত ধর্ম নয়।

23. মৌলের আয়নন শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে।
উত্তরঃ- মৌলের আয়নন শক্তি প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে
নিউক্লিয়াসে ধনাত্মক আধান বৃদ্ধি পেলে আয়নন শক্তির মান বৃদ্ধি পায়
পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়নন শক্তির মান কমে যায়
পরমাণুর ইলেকট্রন বিন্যাস যত সুস্থিত হয় আয়নন শক্তির মান তত বৃদ্ধি পায়

24. পর্যায় সারণিতে কোন মৌলের অবস্থান নির্ণয় করা হয় কিভাবে?
উত্তরঃ- কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণির মৌলের অবস্থান নির্ণয় করা হয়।

25. অ্যানোড মাড কি? এর গুরুত্ব লেখ।
উত্তরঃ- তামার তড়িৎ পরিবহনের সময় অবিশুদ্ধ তামার সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু অ্যানোড এর নিচে কাঁদার আকারে জমা হয়। একে অ্যানোড মাড বা অ্যানোড কাদা বলে।
অ্যানোড মাড থেকে সোনা , সিলভার, প্লাটিনাম ইত্যাদি মূল্যবান ধাতু গুলি পাওয়া যায়।

26. অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন এর সময় ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন?
উত্তরঃ- বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় 2000 ডিগ্রী সেলসিয়াস।এই উচ্চ তাপমাত্রায় গলিত অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন অ্যালুমিনিয়াম এর বেশিরভাগই বাষ্পীভূত হয়ে নষ্ট হয়। তাছাড়া এতে প্রচুর বিদ্যুৎ খরচ হয়।অ্যালুমিনার সংকেত ক্রয়োলাইট ফ্লুওস্পার যোগ করায় মিশ্রণটির গলনাঙ্ক 900 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এক্ষেত্রে বিদ্যুৎ খরচও বাঁচে আবার ফ্লুওস্পার গলিত মিশ্রণের সান্দ্রতা কমিয়ে দেয় ফলে মিশ্রণটির তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।

27. চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ পারে কেন?
উত্তরঃ- চিনি হল সমযোজী যৌগ তাই আয়নিত হয় না।দ্রবণে আয়নের অনুপস্থিতির জন্য চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না।
কিন্তু সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ হওয়ায় এর জলীয় দ্রবণ সম্পূর্ণ আয়নে পরিণত হয়। এই আয়ন ই সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে।

28. মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ হতে পারে কি ? ব্যাখ্যা করো।
উত্তরঃ- তড়িৎ বিশ্লেষণের জন্য বিপরীতধর্মী আয়নের উপস্থিতি আবশ্যক। মৌলিক পদার্থ গুলি বিপরীতধর্মী আয়নে বিভাজিত হয় না। তাই মৌলিক পদার্থের তড়িৎ বিশ্লেষণ সম্ভব নয়।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

1 comment

  1. Kya ye jo bhi suggestions diye hua h isme se kya madhyamik mai aayega
Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.