Class 8 Model Activity Task Poribesh and Science 2021 New বা অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পর্ব 4 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। এর আগেও আমরা 2020 সালের অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর প্রকাশ করেছিলাম, যা তোমাদের খুবই পছন্দ হয়েছিল। তাই এবারও আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Paer-4 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এবারও পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক:
Class 8 model activity task Part 4 Poribesh and Science 2021 new
অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
পরিবেশ ও বিজ্ঞান
অষ্টম শ্রেণি
১.ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ চাপের SI একক হলো- (ক) নিউটন (খ)নিউটন বর্গমিটার (গ) নিউটন/বর্গমিটার (ঘ) নিউটন/ বর্গমিটার।
উত্তর: চাপের SI একক হলো (গ) নিউটন/বর্গমিটার ।
১.২ আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের- (ক) ভর সমান (খ) প্রোটন সংখ্যা সমান (গ) নিউট্রনসংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান ।
উত্তর : আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের- (ঘ) ভরসংখ্যা সমান ।
১.৩ যে কোষীয় অঙ্গানুর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো -(ক) মাইটোকনড্রিয়া (খ)রাইবোজোম (গ) নিউক্লিয়াস (ঘ) লাইসোজম ।
উত্তর : (ঘ) লাইসোজম এর মধ্যে পুরোনো জীর্ণ কোশকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে ।
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ এক কিলোগ্রাম ভরের বস্তূকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষন করে?
উত্তর: এক কিলোগ্রাম ভরের বস্তূকে পৃথিবী (1×9.8) নিউটন = 9.8 নিউটন বল দিয়ে আকর্ষণ করে।
২.২ লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রমহ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দাওয়া হলো: Na, Fe,(H), CA, Au। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাতমক ধাতুটিকে চিহ্নিত করো।
উত্তর: সবচেয়ে তড়িৎ ধনাত্বক ধাতু হল Na ( সোডিয়াম) ।
ক্লাস এইট লাইফ সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিউ ২০২১
২.৩ চোখের রেটিনার উপস্থিত কোন কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে?
উত্তর: চোখের রেটিনার উপস্থিত রড কোশ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে।
৩.১.কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং k রাশিটির SI একক উল্লেখ করো।
উত্তর: কুলম্ব সূত্রের গাণিতিক রূপটি হল -
◾ k এর SI একক
নিউটন. (মিটার)2 / কূলম্ব2
।
৩.২ খুব শুকনো ও ঠান্ডা পরিবেশ বসবাসকারী প্রাণীদের দেহে কী কী বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়?
উত্তর: খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাস কারী প্রাণীদের দেহে নিম্নলিখিত বৈশিষ্ট্য দেখা যায় -খুব সুন্দর ঠাণ্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কৌশিক অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে । এই প্রোটিন কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় ।
- (ii) এছাড়াও তাপ সংরক্ষণ এর প্রয়োজনে এদের ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে।
- (i) অনেক প্রাণীর ত্বক চর্বি জমার কারণে অপেক্ষাকৃত পুরু হয়।
- (iv) প্রাণীর পিঠে কুঁজে চর্বি সঞ্চিত থাকে।
- (v) অনেক প্রাণীর চোখের পাতা স্বচ্ছ হয় ।
- (vi) অনেক সময় এই সব পরিবেশের প্রাণীরা প্রয়োজন মত নাকের ফুটো বন্ধ করতে ও খুলতে পারে।
৪.১ সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল, মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কিরকম তা এঁকে দেখাও।
▣ উত্তর: জল -এর অণুর প্রাথমিক গঠন -
▣ মিথেন-এর অণুর প্রাথমিক গঠন -
▣ অ্যামোনিয়া-এর অণুর প্রাথমিক গঠন-
৪.২ এন্ডোপ্লাজমমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো।
উত্তর: এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন: গঠনগত দিক থেকে তিন ধরনের এন্ডোপ্লাজমীয় জালিকার আছে। যথা:
(i) সিস্টারনি (Cisternae) : এই প্রকার ER সাধারনত চ্যাপ্টা,শাখাহীন থলির মতো হয় । সিস্টারনি গুলো কোষের সাইটোপ্লাজমের ভিতর সমান্তরাল ভাবে বিন্যাস্ত থাকে । এই প্রকার ER এর গায়ে রাইবোজোম দানা থাকতেই পারে।
(ii) ভেসিকল ( Vesicles): এরা গহ্বরের ন্যায় পর্দাবেষ্টিত অঙ্গানু।
(iii) টিউবিউল (Tubules) : এগুলি শাখাবিসিস্ট নালিকাসদৃশ কোষ। এগুলো মসৃণ হয় কারণ এদের গাত্রে রাইবোজম থাকে না।
◾ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর কাজ (Function of Endoplasmic Reticulum) :
এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এর প্রধান কাজ গুলি হল-
- (i) কোশের সাইটোপ্লাজমের মাঝে প্রাচীর স্বরূপ সাইটোপ্লাজমকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে।
- (ii) প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে ।
- (iii) অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা (rER) প্রোটিন সংশ্লেষ করে
- (iv) মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা (sER) ফ্যাট সংশ্লেষ করে।
- (v) এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোষ প্রাচীর নির্মাণে সহায়তা করে।
- (vi) এটি কোষের মধ্যেকার বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে।
Mocktest | অষ্টম শ্রেণীঃ মেসোজোম কী ও এর কাজ কী | পরিবেশ ও বিজ্ঞান | Class 8 Poribesh and Science Mesosome
আশা করি আজকের
অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট
4
পর্বের উত্তর তোমাদের পছন্দো হয়েছে। ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের
সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আর আরো বেশি
পড়াশোনা বিষয়ক সামগ্রী পাও। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক
খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।
কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।