বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 | Class 8 Science Model activity task Part 1 answe

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ ১. পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি হলে 5 লিটার পারদ এর ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো। প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো ৩. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? ৪. উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিড এর ভূমিকা উল্লেখ করো।
আজকে আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে পঞ্চম থেকে দশম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি, সমস্ত বিষয়ের বিষয়ভিত্তিক সাজেশন ও মক টেস্ট প্রকাশ করা হয়ে থাকে। কোন রকমের প্রশ্ন-উত্তর বা অন্য কোনো সাহায্যের জন্য আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও।

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1


নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ
১. পারদ এর ঘনত্ব 13.6 গ্রাম / ঘন সেমি হলে 5 লিটার পারদ এর ভর কত কিলোগ্রাম হবে তা নির্ণয় করো।
উত্তর: আমরা জানি 1 লিটার = 1000 ঘন সেমি।
অর্থাৎ 5 লিটার = 5000 ঘন সেমি।
এক্ষেত্রে, 1 ঘন সেমি পারদ এর ভর 13.6 গ্রাম বা 0.0136 কিলোগ্রাম।
অতএব, 5000 ঘন সেমি পারদ এর ভর =(0.0136 × 5000) কিলোগ্রাম = 68 কিলোগ্রাম।

২. প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো

প্রাণী কোষের একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত
চিত্রঃ প্রাণী কোষ


৩. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন?
উত্তর: বিশেষ পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন:

  •  (i) পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গাই ফাঁকা।
  •  (ii) পরমাণুর প্রায় সমস্ত ভর  তার মাঝখানে অতি অল্প স্থানে কেন্দ্রীভূত হয়ে আছে। তিনি এই ভারী অংশের নাম দিলেন নিক্লিয়াস (Nucleus)।
  •  (iii) পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক চার্জ সীমাবদ্ধ থাকে।
  •  (iv) নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলাে নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরছে।
  •  পরমাণু সম্বন্ধে রাদারফোর্ডের এই পরীক্ষালব্ধ ধারণাকেই 'রাদারফোর্ডের পরমাণু মডেল বলা হয়।


৪. উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের প্লাস্টিড এর ভূমিকা উল্লেখ করো।
উত্তর: উদ্ভিদ দেহে তিন ধরনের ক্লোরোফিল থাকে। যথা: ক্লোরোপ্লাস্ট ,ক্রোমোপ্লাস্ট ও লিউকোপ্লাস্ট। নিচের এই তিন ধরনের প্লাস্টিড এর ভূমিকা উল্লেখ করা হলো:
🔸 ক্লোরোপ্লাস্ট: উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা ক্লোরোফিল এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা গ্রহণ করে।
🔸  ক্রোমোপ্লাস্ট: এই ধরনের প্লাসটিড কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের (সুজ বাতীত) রঞ্ক থাকে। এরা ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ফুলের বর্ণ দ্বারা পতঙ্গদের আকৃষ্ট করার কাজ টি এই প্লাস্টিড পরোক্ষভাবে করে থাকে।
🔸  লিউকোপ্লাস্ট: এই ধরনের প্লাসটিড বর্ণহীন হয়। নানা ধরনের খাদ্য সঞ্চয় করা এই প্লাস্টিডের কাজ।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.