মেসােজোম (Mesosome) কি | মেসােজোমের কাজ কি | মেসোজোম কোথায় দেখতে পাওয়া যায় | মেসোজোমের গঠন | মেসোজোম এর কাজ

মেসােজোম (Mesosome) কি | মেসােজোমের কাজ কি | মেসোজোম কোথায় দেখতে পাওয়া যায় | মেসোজোমের গঠন আদি কোষের যেমন ব্যাকটেরিয়ার কোশপর্দা কোথাও কোথাও কোশের ...

আজকে আমরা আলচনা করব জিবন বিজ্ঞানের খুবই একটা আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় মেসোজোম এর বিষয়ে । মেসোজোমের সংজ্ঞা ও কাজ ছাড়াও আমরা মেসজমের সম্পরকে কিছু খুঁটিনাটি বিষয়েও আলোচনা করব।

মেসােজোম (Mesosome) কি ? মেসােজোমের কাজ কি ?

▣  মেসােজোম (Mesosome) কাকে বলে :

আদি কোষের যেমন ব্যাকটেরিয়ার কোশপর্দা কোথাও কোথাও কোশের ভিতরের নলাকারে বর্ধিত ও কুণ্ডলীকৃত হয়ে যে অঙ্গাপুর ন্যায় গঠন তৈরি করে, তাকে মেসােজোম বলে


মেসােজোম
চিত্র : ব্যাকটেরিয়া কোষের মেসোজোম

মেসােজমের মধ্যে অনেকগুলি ভেসিকলস্ (vesicles), টিউবিউলস্ (tubules) এবং এক বা একাধিক আবর্তে সজ্জিত ল্যামেলা (larnellar whorls) থাকে।মেসােজোমের লিপিড উপাদান কোশপর্দার অনুরূপ হলেও, পৃথক প্রকৃতির প্রাটিন থাকে।


মেসোজোম কোথায় দেখতে পাওয়া যায়?

সাধারণত গ্রাম-পজিটিভ (Gram positive) দন্ডাকার ব্যাসিলাস ব্যাকটেরিয়াতে মেসােজোম সচরাচর দেখা গেলেও, গ্রাম-নেগেটিভ (Gram negative) ব্যাকটেরিয়াতেও মেসােজোম দেখা যায়, যদিও কোন কোন বিজ্ঞানী মনে করেন, প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার আণুবীক্ষণিক পর্যবেক্ষণের সময় ফিক্সেশন (fixation), সেন্ট্রিফিউগেশন (centrifugation) বা ফিলট্রেশন (filtration) এর সময় ব্যাকটেরিয়ার কোশপর্দা থেকে মেসােজোমের সৃষ্টি হয় (Higgins et al. 1974)।


আদি কোষ এ মেসোজোম বলতে কী বোঝায়? মেসোজোম এর কার্যকারিতা লেখ।


মেসোসোম হল একটি বিশেষ কাঠামো কোষের প্রাচীরের মধ্যে প্লাজমা ঝিল্লির প্রসারিত দ্বারা গঠিত হয়। এই বর্তাংধিতাংশ গুলি সাধারণত ভাসিকেল, নলিকা এবং লেমেলির আকারে থাকে।


মেসােজোমের কাজ সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও বিজ্ঞানীরা মনে করেন, মেসোজোমের দ্বারা নিম্নলিখিত কাজগুলি সম্পাদিত হয়—

▣  মেসােজোমের কাজ

  • 1. ব্যাটেরিয়া কোশের মাঝামাঝি অবস্থিত মেসােজোম বা সেপ্টাল মেসোজোম নিউক্লিওয়েডের সঙ্গে যুক্ত থাকে এবং DNA-র প্রতিলিপিকরণে সাহায্য করে।
  • 2. সেইসঙ্গে দ্বি-বিভাজনের (binary fission) সময় বিভেদ প্রাচীর (septum)গঠনে সাহায্য করে।
  • 3. ব্যাকটেরিয়া কোশের অন্যান্য স্থানে অবস্থিত মেসােজোম বা প্রান্তীয় মেসোজোম (Lateral or Peripheral Mesosome) শ্বসন উৎসেচকযুক্ত হওয়ায় শ্বসনে সাহায্য করে। সেজন্য এইরূপ মেসােজোমকে ইউক্যারিওটিক কোশের মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তুলনা করা হয় এবং অনেকে একে কনিড্রয়েড (Chondroid) নামে অভিহিত করেন। 
  • 4.যেহেতু মেসােজোমের বহিঃপর্দা থাকে না এবং মেসােজোমের ভেসিকলে শ্বসন উৎসেচক  ইলেক্ট্রন বাহক থাকে না বা থাকলে অতি সামান্য পরিমাণে থাকে, সেজন্য অনেকে মেসােজোমকে শ্বসনের সঙ্গে সম্পর্কহীন বলে মনে করেন ।
  • 5.ল্যামেলি এবং ভেসিকল (Lamellae and Vehicle) সালােকসংশ্লেষীয় ব্যাটেরিয়ার কোশে ঢ্যাপ্টা থলির বা নালির মতাে একক-পর্দা বেষ্টিত ল্যামেলি এবং গােলাকার ভেসিকল বা ক্রোমােটোফোর থাকে। এগুলির মধ্যে উৎসেচক ও বর্জ্য পদার্থ থাকে। সালোকসংশ্লেষে সহায়তা করাই এদের প্রধান কাজ।
Q: মেসোজোম এর কাজ কোন কোষীয় অঙ্গানুর ন্যায়?
উত্তর: মেসোজোম এর কাজ কোষ গহ্বরের ও মাইটোকনড্রিয়ার ন্যায়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.