আজকের আলোচিত বিষয় এর ট্যাগ যথাক্রমে - ক্লাস সেভেন এর পরিবেশ প্রশ্ন উত্তর ক্লাস। সেভেন এর বিজ্ঞান কোশ্চেন । ক্লাস সেভেন এর বিজ্ঞান এসাইনমেন্ট । ক্লাস সেভেন এর বিজ্ঞান সাজেশন । ক্লাস সেভেন এর বিজ্ঞান প্রশ্নের উত্তর । সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান তাপ প্রশ্ন উত্তর
পরিবেশ ও বিজ্ঞান
সপ্তম শ্রেণী
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । West Bengal board of secondary education
অধ্যায় : ভৌত পরিবেশ
- তাপ ( এই পোস্টে আলোচিত হয়েছে)
- আলো
- চুম্বক
- তড়িৎ
- পরিবেশ বান্ধব শক্তি
Q: ঠান্ডা ও গরম এর ধারণা:-
A: বিভিন্ন মাত্রার গরম জলের অনেকগুলো পাত্র নেওয়া হলে সে ক্ষেত্রে আলাদা আলাদা পাত্রে কতটা গরম জল রয়েছে তা বোঝানো শব্দের মাধ্যমে সম্ভব হয় না। তাই সে ক্ষেত্রে কোন তরল কতটা ঠান্ডা বা গরম তা প্রকাশ করার জন্য বিশেষ সংখ্যা ও একক ব্যবহার করা হয়। আর এটিকেই ওই তরলের উষ্ণতা বলে।
বস্তুর উষ্ণতা বা কতটা ঠান্ডা তার প্রকৃত মান জানার জন্য ব্যবহার করা হয় থার্মোমিটার নামক যন্ত্রের।
থার্মোমিটার এর ভিতরে তরল পারদ থাকে। এই তরল পারদ সূত্রের উচ্চতা দেখেই কোন বস্তু বা তরলের উষ্ণতা বোঝা যায়।
Q: থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা কি?
অথবা , থার্মোমিটারে পারদ ব্যবহারের কারণ কি?
A: আমরা সকলেই জানি যে বেশিরভাগ ধাতু তাপ, বিদ্যুতের ভাল পরিবাহক এবং ঘরের তাপমাত্রায় কঠিন। পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। এটি থার্মোমিটারগুলিতে ব্যবহৃত হয় কারণ এটির প্রসারন নিয়মিত যা তাপমাত্রা অনুসারে থার্মোমিটারগুলিতে পড়োশাড়োণ দ্বারা উষ্ণতা নির্ণয় সহজ করে তোলে। পারদের হিমাংক অনেক কম এবং স্ফুটনাঙ্ক অনেক বেশী তাই উষ্ণতা পরিমাপের পাল্লা দীর্ঘ । তাছাড়া পারদ অস্বচ্ছ ফোলে কাঁচের ভিতর দিয়ে দেখা যায় এবং পারদ কাঁচের গায়ে লেগে যায় না।
Q: উষ্ণতার SI একক উষ্ণতার CGS একক
উষ্ণতার SI একক ডিগ্রি সেলসিয়াস এবং উষ্ণতার CGS একক ডিগ্রি ফারেনহাইট।
Q: থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক
A: কোন থার্মোমিটার সর্বনিম্ন যে তাপমাত্রা মাপতে পারে সেটিকে ওই থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক বলে। আবার কোন থার্মোমিটার সর্বোচ্চ যে তাপমাত্রা মাপতে পারে সেটিকে ওই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে।
সাধারণত দুই ধরণের থার্মোমিটার এর প্রচলন সবথেকে বেশি। প্রথমত সেলসিয়াস থার্মোমিটার যার প্রত্যেকটি ঘর 1 ডিগ্রি সেলসিয়াস ধরা হয় এবং দ্বিতীয়তো ফারেনহাইট থার্মোমিটার যার প্রত্যেকটি ঘর 1 ডিগ্রি ফারেনহাইট ধরা হয়।
সেলসিয়াস থার্মোমিটার এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রী সেলসিয়াস এবং নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রী সেলসিয়াস। অপরপক্ষে ফারেনহাইট থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রী ফারেনহাইট।
Q: সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত?
উত্তর: 100° সেলসিয়াস।
Q: ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত?
উত্তর: 180 ° ফারেনহাইট।
Q: উষ্ণতার মাত্রা কি ?
A: উষ্ণতার মাত্রা M0 L0 T0 K1
পারদ থার্মোমিটারে, একটি গ্লাসের নলটি পারদ দ্বারা ভরা হয় এবং একটি মান তাপমাত্রার স্কেল চিহ্নিত করা হয়। তাপমাত্রা পরিবর্তনের সাথে পারদ প্রসারিত হয় এবং চুক্তিবদ্ধ হয়। পারদ থার্মোমিটারগুলি পরীক্ষাগার পরীক্ষা, গৃহস্থালি এবং শিল্প প্রয়োগে ব্যবহৃত হয়।
Q: থার্মোমিটারে পারদ ব্যবহারের অসুবিধা লেখ ।
A: থার্মোমিটারে পারদ ব্যবহারের অসুবিধা
- পারদ সহজলভ্য নয়।
- পারদ বিষাক্ত ধাতু ।
- পারদ থার্মোমিটারের ভেঙে যাওয়ার ভয় থাকে।
Q: থার্মোমিটারে জ্বর মাপার নিয়ম লেখ।ক
অথবা, থার্মোমিটারে জ্বর মাপার পদ্ধতি
সাধারণ থার্মোমিটারের ক্ষেত্রে পারদের অবস্থান দেখতে হবে। জ্বর মাপার আগে থার্মোমিটারের শেষ প্রান্ত ধরে জোরে ঝাঁকিয়ে পারদ নিচে নামিয়ে আনতে হবে। কাজটি সাবধানে করতে হবে, তা না–হলে কোনো কিছুর সঙ্গে লেগে কাচের থার্মোমিটার ভেঙে যেতে পারে। আর ডিজিটাল থার্মোমিটার হলে জ্বর মাপার আগে সুইচ চেপে চালু করে নিতে হবে।
Q: উষ্ণতার প্রসর কী?
A: দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে? উত্তর - কোন স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা পার্থক্য কে দৈনিক উষ্ণতার পার্থক্য বলে। ... উত্তর - কোন একটি নির্দিষ্ট স্থানের শীতলতম ও উষ্ণতম মাস এর উষ্ণতা পার্থক্য কে বার্ষিক উষ্ণতার প্রসর বলে ।
Q: উষ্ণতার বৈপরীত্য বা বৈপরীত্য উত্তাপ কাকে বলে?
A: কখনো কখনো দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা না কমে বরং বেড়ে যায় একে বৈপরীত্য উত্তাপ বলে।ক্ষুব্ধমণ্ডলে এই ব্যতিক্রম ঘটে প্রধানত পার্বত্য উপত্যকা অঞ্চলে । উপড়ের শীতল ভারী বায়ূ পর্বতের ঢাল বরাবর নীচে নেমে আসে বলে এই ঘোটনা ঘটে।দার্জিলিঙে ভোরবেলার দিকে বৈপরীত্য উত্তাপ এর জন্য উপত্যকা গুলি মেঘে ঢাকা থাকে।
Q: সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটার এর মধ্যে সম্পর্ক কি?
অথবা, ফারেনহাইট টু সেলসিয়াস এর সূত্র কী?
অথবা, ফারেনহাইট ও সেলসিয়াস থার্মোমিটার এর মধ্যে সম্পর্ক কি?
A: উত্তর: C/5 = F - 32 /9
Q: সেলসিয়াস ও ফারেনহাইট থার্মোমিটার এর মধ্যে সম্পর্ক স্থাপন কর।
A: ধরি কোন একটি বস্তুর তাপমাত্রা সেলসিয়াস স্কেলে C° সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে F° ফারেনহাইট।
সেলসিয়াস স্কেলে মোট 100 টি ঘর থেকে তাই সেলসিয়াস স্কেলে পারদ সূত্রের উচ্চতা C/100 অংশ। অপরপক্ষে ফারেনহাইট স্কেলে 180 নিম্ন স্থিরাঙ্ক 32 এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 হওয়ায় মোট 180 টি ঘর থাকে। তাই ফারেনহাইট স্কেলে পারদ সূত্রের উচ্চতা (F - 32 ) /100 অংশ।
শর্ত অনুসারে, C/100 = (F - 32 )/ 180
বা, C/10 = (F - 32 ) / 18 [উভয়পক্ষকে 10 দ্বারা গুণ]
বা, C/5 = (F - 32 ) / 9 [উভয়পক্ষকে 2 দ্বারা গুণ]
Q: 40°C কত ডিগ্রী ফারেনহাইট এর সমান তা বের করো।
আমরা জানি, C/5 = (F - 32) / 9
বা, 40/5 = (F - 32) / 9
বা, (F - 32) /9 = 8
বা, (F - 32) = 72
বা, F = 72 +32 = 104
অর্থাৎ , 40°C = 104°F ।
Q: ফারেনহাইট ও কেলভিন থার্মোমিটার এর মধ্যে সম্পর্ক কি?
অথবা, ফারেনহাইট টু কেলভিন এর সূত্র কী?
অথবা , কেলভিন ও ফারেনহাইট থার্মোমিটার এর মধ্যে সম্পর্ক কি?
অথবা, ফারেনহাইট থেকে কেলভিন নির্ণয় এর সমীকরণ
A: উত্তর : (°F − 32) × 5/9 + 273.15 = K
Q: সেলসিয়াস থেকে কেলভিন সূত্র
A: 0°C + 273.15 = 273.15K
Q: ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
A: 212 ডিগ্রী ফারেনহাইট
তাপ ও উষ্ণতার ধারণা
Q: তাপ কাকে বলে ? তাপের একক কি?
A: তাহলে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোন বস্তুর উষ্ণতা পূর্বের থেকে বেড়ে যায় এবং বর্জন করলে পূর্বের থেকে উষ্ণতা কমে যায় ( ব্যতিক্রম : লীন তাপ )।
▣ সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল।
Q: সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়?
A: তাপ শক্তিতে।
Q: তাপ কয় প্রকার ও কি কি?
A: তাপ দুই প্রকার যথা বোধগম্য তাপ ও লীন তাপ।
Q: তাপ কি রাশি?
A: স্কেলার রাশি।
Q: তাপ কিভাবে সঞ্চালিত হয়?
A: তিনটি পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় । যথা -
- পরিবহন
- পরিচলন
- বিকিরণ।
Q: তাপ কি পদার্থ?
A: না, তা হল আসলে এক ধরনের শক্তি।
Q: বোধগম্য তাপ কাকে বলে?
A: যে তাপ গ্রহণ করলে কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বোধগম্য তাপ বলে।
Q: বোধগম্য তাপের উদাহরণ দাও।
A: উনুনের শিখার কাছে গেলে বোধগম্য তাপের জন্যই উষ্ণ অনুভূত হয়।
Q: লীন তাপ কাকে বলে?
A: যে তাপ গ্রহণ করলে কোন বস্তুর উষ্ণতা আর কোনো পরিবর্তন হয় না কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয় তাকে লিনতাপ বলে।
Q: লীন তাপের উদাহরণ দাও।
A: সাধারণ উষ্ণতায় বরফ রাখলে প্রতি গ্রাম বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করার ফলে জলে পরিণত হয় , তা হল লীন তাপ।
Q: লীন তাপ এর একক লেখ।
A: লীন তাপের একক ক্যালোরি/গ্রাম।
Q: লীন তাপের মাত্রা সমীকরণ কি?
A: উত্তর: L2T-2
Q: লীন তাপ কয় প্রকার ও কী কী ?
A: লিনতাপ তিন প্রকার যথা কঠিনীভবন এর লীন তাপ। যথা-
- বাষ্পীভবনের লীন তাপ
- ঘনীভবনের লীন তাপ।
- কঠিণীভবনের লীন তাপ
Q: লীন তাপের সিএস একক কি?
A: ক্যালোরি প্রতি গ্রাম।
Q: লীন তাপের মাত্রা সমীকরণ
Ans: A: লীন তাপের মাত্রা সমীকরণ উত্তর: L2T-2
Q: লীন তাপের এস আই একক কি?
A: জুল প্রতি কেজি
Q: উষ্ণতা কাকে বলে? উষ্ণতার একক কি?
A: উষ্ণতা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা যা নির্দেশ করে ঐ বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। উষ্ণতা ও তাপমাত্রায় কি রাশি।
Q: উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি?
A: উত্তর: থার্মোমিটার।
Q: থার্মোমিটার কে আবিস্কার করেন?
A: স্যার টমাস ক্লিফোর্ড অলব্যাট নামে একজন ব্রিটিশ চিকিৎসক। তিনি ছোট ক্লিনিকাল থার্মোমিটার তৈরি করেছিলেন।
Q: থার্মোমিটার এর দাম কত?
থার্মোমিটার এর ধরন | অনলাইনে দাম |
---|---|
পারদ থার্মোমিটার | প্রায় 300 টাকা |
ডিজিটাল থার্মোমিটার | 200 থেকে প্রায় 300 টাকা |
ইনফ্রারেড থার্মোমিটার | 800 থেকে 3000 এর মধ্যে |
Q: উষ্ণতার এসআই একক কি?
A: উত্তর: কেলভিন।
Q: তাপমাত্রা কি রাশি?
A: স্কেলার রাশি।
Q: উষ্ণতার সিজিএস একক কি?
A: উত্তর: ডিগ্রি সেলসিয়াস।
Q: তাপ ও তাপমাত্রার পার্থক্য
তাপ | তাপমাত্রা |
---|---|
1. তাপ হলো এক প্রকার শক্তি | 1. তাপমাত্রা হলো কোন বস্তুর তাপীয় অবস্থা যা স্থির করে দেয় ঐ বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে। |
2. তাপ হল তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের এর কারণ। | 2. তাপমাত্রা হলো তাপের ফলাফল। |
3. তাপ বস্তুতে অবস্থিত অনুর শক্তির সমানুপাতিক | 3. তাপমাত্রা বস্তুতে অবস্থিত ঘর শক্তির সমানুপাতিক। |
4. তাপ মাপক যন্ত্রের নাম ক্যালরিমিটার | 4. তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার |
5. তাপের সিজিএস একক ক্যালোরি এবং এসআই একক জুল | 5. তাপমাত্রার সিজিএস একক ডিগ্রী সেলসিয়াস এবং এসআই একক কেলভিন। |
6. দুটি বস্তুর তাপমাত্রা 1 হলে ও তাদের তাপের পরিমাণ আলাদা হতে পারে। | 6. দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও তাদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। |
Q: বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয়
অথবা, কোন বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
A: কোন বস্তুর দ্বারা গৃহীত ও বর্জিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে....Read More
- বস্তুর ভর।
- বস্তুর উপাদান (আপেক্ষিক তাপ)।
- উষ্ণতার পরিবর্তন।
Q: আপেক্ষিক তাপ কি?
A: একক ভরের কোন পদার্থের তাপ মাত্রা প্রতি একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমান তাপ লাগে সেই পরিমান তাপ কে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
Q: আপেক্ষিক তাপ কি?
A: একক ভরের কোন পদার্থের তাপ মাত্রা প্রতি একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমান তাপ লাগে সেই পরিমান তাপ কে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
Q: কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশী?
A: জলের।
Q: কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? a. পারদ b. তামা c. বরফ d. জল
A: a. পারদ
Q: জলের আপেক্ষিক তাপ কত?
A: জলের আপেক্ষিক তাপ 1 ।
Q: বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি / গ্রাম বলতে কী বোঝো?
A: বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ কে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হবে।
Q: গলন কাকে বলে?
A: স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে গলন বলে। উষ্ণতা বাড়তে থাকলে পর্বতে জমে থাকা বরফ , জলে পরিণত হয় এটি গলন প্রক্রিয়ার উদাহরণ। এক্ষেত্রে উৎপন্ন হওয়া জল এর তাপমাত্রা বরফের তাপমাত্রা সমান।
Q: তাপ প্রয়োগে পদার্থের অবস্থার যে পরিবর্তন হয় তা কয় প্রকার ও কি কি?
A: তাপ প্রয়োগে পদার্থের চার ধরনের অবস্থার পরিবর্তন হয়। যথা:
- গলন - কঠিন থেকে তরল হওয়া।
- কঠিনীভবন- তরল থেকে কঠিন হওয়া।
- বাষ্পীভবন - তরল থেকে বাষ্প হওয়া।
- ঘনীভবন - বাষ্প থেকে তরলে হওয়া।
Q: 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফ ও সুন্দরী সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের তাপকি সমান?
A: না, উষ্ণতা সমান হলেও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের মধ্যে 80 ক্যালোরি তাপ বেশি রয়েছে।
Q: জলের বাষ্পীভবনের লীন তাপ কত?
A: জলের বাষ্পীভবনের লীন তাপ +537 ক্যালোরি প্রতি গ্রাম।
Q: 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় ফুটন্ত 1 গ্রাম জল ও 100 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পের তাপ কি একই?
A: উত্তর: না, এক্ষেত্রে বস্পে 537 ক্যালোরি তাপ বেশি আছে।
Q: হাতে স্পিরিট বা ঈথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন?
A: উত্তর: হাতে স্পিরিট বা ঈথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কারণ.... Read more
A: স্পিরিট বা ঈথার আসলে উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে । ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়। তাই হাতে স্পিরিট বা ঈথার ঢাললে ঠান্ডা অনুভূত হয়।
Q: মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন?
A: মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে .... Read more
Q: গরমকালে কুকুর জিব বের করে হাঁপায় কেন?
A: গরমের দিনে মানুষের গা থেকে ঘাম পড়ে কিন্তু কুকুরের জিভ থেকে লালা পড়ে। কারণ ... Read More
Q: দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় পাতা খুলে যায় এমন দুটি গাছের উদাহরণ দাও।
A: বাবলা, আমরুল, শুশনি ,রাধাচূড়া।