সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় তাপ প্রশ্ন উত্তর | জীবের আকৃতি , প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে তার দুটি উদাহরণ দাও

সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় তাপ প্রশ্ন উত্তর জীবের আকৃতি , প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে তার দুটি উদাহরণ

আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর তাপ অধ্যায়ের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান 2 ।আমাদের ওয়েবসাইটে আমরা এইভাবে পঞ্চম থেকে দশম শ্রেণির সাজেশন, মক টেস্ট ও বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো চলো শুরু করা যাক আজকের পর্ব:


সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের তাপ অধ্যায়ের প্রশ্ন উত্তর


সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় তাপ প্রশ্ন উত্তর

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।

1. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে নির্ণয় করো

উত্তর: -40° উষ্ণতায়। 

[ বিস্তারিত উত্তর আসছে শীঘ্রই ]

2. জীবের আকৃতি , প্রকৃতি ও জীবনযাত্রার তারতম্যের পেছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে তার দুটি উদাহরণ দাও।

উত্তর: জীবের আকৃতি  প্রকৃতি ও জীবন যাত্রার তারতম্যের পিছনে তাপ ও উষ্ণতার প্রভাব আছে। শীতপ্রধান অঞ্চলের প্রাণী , গ্রীষ্মপ্রধান এলাকার ওইসব প্রাণীর তুলনায় বেশি লোম যুক্ত। যেমন শীতপ্রধান অঞ্চলের  কুকুর উষ্ণ প্রধান অঞ্চলের কুকুরের চেয়ে অধিক লোম বিশিষ্ট হয়। গরমের দিনে মানুষের গা থেকে ঘাম বের হয় কিন্তু কুকুরের জিভ থেকে লালা পড়ে। সবই দেহকে ঠান্ডা রাখার জন্য।আবার মেরু ভালুকের দেহে ঘন লম্বা লোম বা পেঙ্গুইনের জড়াজড়ি করে থাকা সবই শরীরকে গরম রাখার জন্য।আবার গরম বালিতে গিরগিটি ,সাপের মত ঠান্ডা রক্তের প্রাণীরা রোদ পোহায়। এইসব ঘটনা তাপের প্রভাবেই ঘটে।

( উত্তরটি বিস্তারিত লেখা হলো , তোমরা এর মধ্যে থেকে যেকোনো দুটি উদাহরণ লিখে নেবে)

3. মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন?

উত্তর: মাটির কলসিতে খুব সুক্ষ সুক্ষ অণুবীক্ষণিক ছিদ্র থাকে।কলসিতে জল রাখলে সেই জল ওই ছিদ্র দিয়ে চুঁইয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। বেরিয়ে আসা সূক্ষ্ম জলকনা কলসির দেওয়াল থেকে 537 ক্যালোরি প্রতি গ্রাম হিসাবে লীন তাপ সংগ্রহ করে ও বাষ্পীভূত হয়। এইভাবে কলসির তাপমাত্রা কমতে থাকে এবং কলসি ঠান্ডা হতে থাকে। ঠান্ডা কলসিতে থাকা জলের তাপমাত্রাও কমতে থাকে। তাই মাটির কলসির জল ঠান্ডা থাকে।

4. কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা  কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

উত্তর: কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কত টাকা নেবে বা হারাবে তার তিনটি বিষয়ের উপর নির্ভর করে যথা:

বস্তুর ভর: বস্তুর ভর যত বেশি গৃহীত বা বর্জিত তাপ তত বেশি।

উষ্ণতার পরিবর্তন: যত বেশি উষ্ণতার পরিবর্তন করতে হবে ততো বেশি তাপ গ্রহণ বা বর্জন করতে হবে।

আপেক্ষিকতা তাপ: আপেক্ষিক তাপ যত বেশি গৃহীত বা বর্জিত  তাপের পরিমাণ তত বেশি।ভিন্ন উপাদানের আপেক্ষিক তাপ ভিন্ন। তাই উপাদানের উপর নির্ভর করে বললেও ভুল হবে না।

5. 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের চেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ বেশি ঠান্ডা বোধ হয় কেন?

উত্তর: 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলের চেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফের মধ্যে তাপ 80 ক্যালোরি হারে কম থাকে। তাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের চেয়ে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফ বেশি ঠান্ডা বোধ হয়।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.