নবম শ্রেণী জীবনবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর । প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র প্রশ্ন উত্তর । Class 9 mcq question answer

Class 9 mcq question answer । নবম শ্রেণী জীবনবিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর । প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র প্রশ্ন উত্তর । প্রাণের প্রথম আবির্ভাব

নবম শ্রেণী জীবনবিজ্ঞান এর প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র এর MCQ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আজকের পর্বে । 

অধ্যায় জীবন ও তার বৈচিত্র প্রশ্ন উত্তর


নবম শ্রেণি জীবন ও তার বৈচিত্র প্রশ্ন উত্তর । Class 9 MCQ question anser

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো :

1. জীবের কোন বৈশিষ্ট্যটি শুষ্ক ওজন হ্রাস করে -
(A) উত্তেজিতা (B) শ্বসন (C) বিপাক (D) গমন
উত্তর - (B) শ্বসন

2. প্রাণের প্রথম আবির্ভাব ঘটে-
(A) বায়ুতে (B) মাটিতে (C) জলে (D) শিলায়
উত্তর - (C) জলে

3. প্রাণীবিদ্যার একটি ফলিত শাখা হল-
(A) অরনিথোলজি (B) এন্টোমোলজি (C) সেরিকালচার (D) হারপেটোলজি
উত্তর - (C) সেরিকালচার

4. বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল-
(A) সাইবারনেটিক্স (B) বায়োনিক্স (C) বায়োমেট্রি (D) বায়োফিজিক্স
উত্তর - (B) বায়োনিক্স

5. মোনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হল-
(A) ব্যাকটেরিয়া (B) সায়ানোব্যাকটেরিয়া (C) প্রাটিস্টা (D) ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া
উত্তর -

6. উভচর উদ্ভিদ বলা যায়-
(A) ফার্ন গোষ্ঠীকে (B) মস গোষ্ঠীকে (C) শ্যাওলাকে (D) ছত্রাককে
উত্তর - (B) মস গোষ্ঠীকে

7. বায়োলজি (Biology) শব্দটি প্রথম প্রণয়ন করেন -
(A) ডারউইন (B) লিনিয়াস (C) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক (D) হুইটেকার
উত্তর - (C) জ্যা ব্যাপটিস্ট ল্যামার্ক

8. ডায়াটম, ডাইনোফ্ল্যাজেলেট ও প্রোটোজোয়া যে পর্বের অন্তর্গত সেটি হল-
(A) মোনেরা (B) প্রোটিস্টা (C) ছত্রাক (D) প্ল্যান্টি
উত্তর - (B) প্রোটিস্টা

9. হিমোসিল (রক্তপুর্ণ দেহগহবর) দেখা যায় যে পর্বে সেটি হল-
( A ) আর্থোপোডা (B) পরিফেরা (C) প্ল্যাটিহেলমিনথেস (D) নিডেরিয়া
উত্তর - ( A ) আর্থোপোডা

10. 'গরম তরল সুপ' (Hot dilute Soup) কথাটির প্রবর্তক হলেন-
(A) সিডনি ফক্স (B) হ্যালডেন (C) ওপারিন (D) ওপারিন ও হ্যালডেন
উত্তর - (B) হ্যালডেন

11. আমগাছের বর্গ (Order) হল-
(A) অ্যানাকার্ডিয়েসি (B) স্যাপিনডেলিস (C) ল্যামিয়েসি - (D) প্ল্যান্টি
উত্তর - (B) স্যাপিনডেলিস

12. কম্বপ্লেট বা চিরুনিপাত দেখা যায় যে পর্বে সেটি হল-
(A) নিডেরিয়া (B) টিনোফোরা (C) মোলাঙ্কা (D) আর্থোপোডা
উত্তর -

13. উদ্ভিদবিদ্যার জনক হলেন-
(A) লিনিয়াস (B) অ্যারিস্টটল (C) থিওফ্রাসটাস (D) ল্যামার্ক
উত্তর - (C) থিওফ্রাসটাস

14. চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিঃশ্রেণিটি হল-
(A) অ্যাগনাথা (B) ন্যাথোস্টোমাটা (C) অসটিকথিস (D) কনড্রিকথিস
উত্তর - (A) অ্যাগনাথা

15) জীববৈচিত্র্য বা Biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন-
(A) লিনিয়াস (B) হ্যালডেন (C) ওয়ালটার রোজেন (D) ওপারিন
উত্তর -

16. তারামাছের গমন ও খাদ্যগ্রহণে সাহায্য করে-
(A) টিউবফিট (B) অ্যাম্বুল্যাক্রা (C) ম্যাডিপোরাইট (D) প্যালিয়াম
উত্তর - (A) টিউবফিট

17. ট্যাক্সোনমি বা শ্রেণিবদ্ধবিদ্যার জনক হলেন-
(A) কারোলাস লিনিয়াস (B) বেনথাম ও হুকার (C) হাচিনসন (D) ক্যানডোল
উত্তর - (A) কারোলাস লিনিয়াস

18. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল-
(A) বর্গ (B) গোত্র (C) পর্ব (D) প্রজাতি
উত্তর - (D) প্রজাতি

19. কোন্ প্রাণী পর্বে অসটিয়া ও অসকিউলাম দেখা যায়?
(A) পরিফেরা (B) নিডেরিয়া (C) টিনোফোরা (D) মোলাঙ্কা
উত্তর - (A) পরিফেরা

20. কোন্ শ্রেণির প্রাণীতে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম দেখা যায়?
(A) রেপ্টিলিয়া (B) ম্যামেলিয়া (C) অ্যানেলিডা (D) অ্যাম্ফিবিয়া
উত্তর - (B) ম্যামেলিয়া

বিঃ দ্রঃ - নবম শ্রেণীর অন্যান্য পোস্ট এর জন্য এখানে ও নবম শ্রেণীর মক টেস্ট এর জন্য এখানে ক্লিক কর।

1 comment

  1. Please post heat chapter of class 9 as soon as possible
Please Comment , Your Comment is Very Important to Us.