Class 9 || জীবনের উৎপত্তি || অধ্যায় ১ || origin of life || নবম শ্রেণী জীবনের উৎপত্তি প্রশ্ন উত্তর || গরম তরল স্যুপ || কোয়াসারভেট || মাইক্রোস্ফিয়ার

পশ্চিমবঙ্গের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য জীবনের উৎপত্তি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। Class 9 || জীবনের উৎপত্তি || অধ্যায় ১ || origin of life || নবম শ্রেণী জীবনের উৎপত্তি প্রশ্ন উত্তর পৃথিবীর সৃষ্টির আদিকাল বায়ুমন্ডলে অক্সিজেন ছিল। সত্য না মিথ্যা গরম তরল স্যুপ কি আদিম পৃথিবীতে সমুদ্রের জল ছিল উষ্ণ। এতে বিভিন্ন প্রকার মনোমার ও পলিমার সমূহ (অ্যামাইনো এসিড,খনিজ লবণ ) মিশ্রিত হয়। বিজ্ঞানী হ্যালডেন একে গরম তরল স্যুপ (hot dilute soup) নাম দেন। কোয়াসারভেট কি? আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো এসিড ও প্রোটিন যথেষ্ট পরিমাণে ছিল। প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে এক ধরনের কলয়েড জাতীয় পদার্থ তৈরি করেছিল। বিজ্ঞানী ওপারিন এর নাম দেন কোয়াসারভেট। কোয়াসারভেট লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এবং এটি দ্বিস্তরী আবরণ দ্বারা বেষ্টিত। ওপারিনের মতে --------- হলো প্রথম কোষীয় জীব। কোয়াসারভেট। আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দাবৃত প্রোটিন ডিএনএ আরএনএ প্রভৃতি একত্রিত হয়ে বৃহৎ করিও গঠন তৈরি হয়। একে মাইক্রোস্ফিয়ার বলে। বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো এসিড শৃংখল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খলা গঠন প্রভৃতি উপচিতিমূলক বিক্রিয়া দেখাতে পারত। মাইক্রোস্ফিয়ার এর বৈশিষ্ট্য লেখ মাইক্রোস্ফিয়ার প্রোটিন দ্বারা নির্মিত হয়। এটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে। অভিস্রবণ এর মাধ্যমে ফুলে ওঠে ও সংকুচিত হয়। অঙ্কুরোদগম পদ্ধতিতে বংশ বৃদ্ধি করতে সক্ষম। বিজ্ঞানী ফক্সের মতে ------ হল প্রথম কোষীয় জীব। মাইক্রোস্ফিয়ার। প্রতিনিয়ত নতুন নতুন এই অধ্যায়ের প্রশ্ন এখানে যোগ করা হবে। কোন বিষয়ে প্রশ্ন উত্তরঃ প্রয়োজন তা কমেন্ট করে জানান। পশ্চিমবঙ্গের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য জীবনের উৎপত্তি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন ও উত্তর দেওয়া হল। Class 9 || জীবনের উৎপত্তি || অধ্যায় ১ || origin of life || নবম শ্রেণী জীবনের উৎপত্তি প্রশ্ন উত্তর || গরম তরল স্যুপ || কোয়াসারভেট || মাইক্রোস্ফিয়ার class 9 biology origin of life
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য জীবনের উৎপত্তি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ।

ABVRP EDUCATION
1. পৃথিবীর সৃষ্টির আদিকাল বায়ুমন্ডলে অক্সিজেন ছিল- সত্য না মিথ্যা ?
Ans. মিথ্যা   ।
2. গরম তরল স্যুপ কি ?
Ans. আদিম পৃথিবীতে সমুদ্রের জল ছিল উষ্ণ। এতে বিভিন্ন প্রকার মনোমার ও পলিমার সমূহ (অ্যামাইনো এসিড,খনিজ লবণ ) মিশ্রিত হয়। বিজ্ঞানী হ্যালডেন একে গরম তরল স্যুপ (hot dilute soup) নাম দেন।

3. কোয়াসারভেট কি? অথবা, কোয়াসারভেট কাকে বলে?


Ans. আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো এসিড ও প্রোটিন যথেষ্ট পরিমাণে ছিল। প্রোটিনগুলো গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে এক ধরনের কলয়েড জাতীয় পদার্থ তৈরি করেছিল। বিজ্ঞানী ওপারিন এর নাম দেন কোয়াসারভেট। কোয়াসারভেট লিপিড প্রোটিন কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এবং এটি দ্বিস্তরী আবরণ দ্বারা বেষ্টিত।

4. ওপারিনের মতে --------- হলো প্রথম কোষীয় জীব।
Ans. কোয়াসারভেট।

5.মাইক্রোস্ফিয়ার কাকে বলে ?

 অথবা, মাইক্রোস্ফিয়ার কি ?
Ans.  আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অর্ধভেদ্য পর্দাবৃত প্রোটিন ডিএনএ আরএনএ প্রভৃতি একত্রিত হয়ে বৃহৎ ক তৈরি হয়। একে মাইক্রোস্ফিয়ার বলে।বিজ্ঞানী ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো এসিড শৃংখল গঠন ও নিউক্লিওটাইড শৃঙ্খলা গঠন প্রভৃতি উপচিতিমূলক বিক্রিয়া দেখাতে পারত।
6. মাইক্রোস্ফিয়ার এর বৈশিষ্ট্য লেখ ।
Ans. মাইক্রোস্ফিয়ার প্রোটিন দ্বারা নির্মিত হয়।
এটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত থাকে।
অভিস্রবণ এর মাধ্যমে ফুলে ওঠে ও সংকুচিত হয়।
অঙ্কুরোদগম পদ্ধতিতে বংশ বৃদ্ধি করতে সক্ষম।
7. বিজ্ঞানী ফক্সের মতে ------ হল প্রথম কোষীয় জীব।
Ans. মাইক্রোস্ফিয়ার।
প্রতিনিয়ত নতুন নতুন এই অধ্যায়ের প্রশ্ন এখানে যোগ করা হবে। কোন বিষয়ে প্রশ্ন উত্তরঃ প্রয়োজন তা কমেন্ট করে জানান।

আরও দেখ - নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায়ঃ জীবন ও তার বৈচিত্র্য - মক টেস্ট (পর্ব ১/৩ (ABVRP.COM)