সাইফন এর সংজ্ঞা, ক্রিয়ার শর্ত ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে আজকের এই পোস্ট। নবম শ্রেণীর "পদার্থ : গঠন ও ধর্ম" অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা।
সাধারণভাবে আমরা প্রাত্যহিক জীবনে অনেক এমন ধরনের নল ব্যবহার করি যেটা দিয়ে আমরা উঁচুতে রাখা এক পাত্রের তরল আরেকটি লিচুতে রাখা পাত্রে নিয়ে যায়। এগুলি সাইফন এর উদাহরণ।
![]() |
চিত্র: সাইফন |
সাইফন কি? অথবা, সাইফন কাকে বলে ?
সাইফন এমন একটা যন্ত্র যার সাহায্যে স্থির অবস্থায় থাকা একটা পাত্রের তরলকে বায়ুমন্ডলের চাপ এর সাহায্যে অন্য একটি অপেক্ষাকৃত নিচু জায়গায় রাখা পাত্রে স্থানান্তর করা যায়।সাধারণভাবে আমরা প্রাত্যহিক জীবনে অনেক এমন ধরনের নল ব্যবহার করি যেটা দিয়ে আমরা উঁচুতে রাখা এক পাত্রের তরল আরেকটি লিচুতে রাখা পাত্রে নিয়ে যায়। এগুলি সাইফন এর উদাহরণ।
সাইফন এর ক্রিয়ার শর্ত লেখ।
সাইফন তখনই কাজ করবে যখন নিচের শর্ত তিনটি মেনে চলবে:- প্রথমত সাইফন ক্রিয়া শুধুমাত্র বায়ুশূন্য স্থানে করা যায় কারণ এই ক্রিয়ার জন্য বায়ুমন্ডলীয় চাপ প্রয়োজন।
- দ্বিতীয়তঃ যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরল তলের থেকে বড় বাহুর প্রান্তটি নিচের দিকে থাকবে।
- তৃতীয়তঃ যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেখান থেকে ছোট বাহুর উচ্চতা h1 ,তরলকে বায়ুমন্ডলীয় চাপ যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার থেকে কম হওয়া উচিত।
সাইফনের ব্যবহার লেখ।
- সাধারণভাবে বড় পাত্র কেনা নোরিয়ে তরল স্থানান্তরের জন্য ব্যাংক থেকে ডিজেল-পেট্রোল ইত্যাদি স্থানান্তরের সাইফন জন্য ব্যবহৃত হয়।
- শৌচাগারের ফ্লাসে সাইফোন ব্যবহৃত হয়।
বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে না কেন ?
সাইফন ক্রিয়ার মূল শর্ত হচ্ছে বায়ুমন্ডলের চাপ। তাই যে স্থানে বায়ুমন্ডলের অস্তিত্ব নেই সেখানে বায়ুর চাপ অকল্পনীয়। তাই বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া করে না।