বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

আয়নীয় যৌগ কাকে বলে | সংকেত ভর কাকে বলে | আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার না করে সংকেত ভর ব্যবহার করা উচিত কেন

আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর এর পরিবর্তে সংকেত ভর কথাটি কেন বেশি প্রযোজ্য তা আমরা আলোচনা করছি। সাথে আয়নীয় যৌগ কাকে বলে এবং সংকেত ভর কাকে বলে সেটাও জানব।
আয়নীয় যৌগ কি এবং আয়নীয় যৌগের ক্ষেত্রে কেন সংকেত ভর কথাটি ব্যবহার করা হয়- এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। বিগত কয়েক বছরের মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছে ছাত্রছাত্রীরা। সাথে সংকেত ভর কি সেটাও আমরা আলোচনা করব।

আয়নীয় যৌগ ও সংকেত ভর


তড়িৎযোজী যৌগ বা আয়নীও যৌগ কাকে বলে ?

রাসায়নিক বিক্রিয়ার সময় একাধিক মৌলের পরমাণু ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে বিপরীত তড়িৎধর্মী আয়নে পরিণত হয়ে স্থির তড়িদাকর্ষণ বল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে তড়িৎযােজী যৌগ বা আয়নীয় যৌগ বলে।
ধাতু ও অধাতুর পরমাণু যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ গঠিত হয়। যেমন—সোডিয়াম ক্লোরাইড (NaCl), ক্যালশিয়াম অক্সাইড (CaO), ম্যাগনেশিয়াম ক্লোরাইড (MgCl), পটাশিয়াম সালফাইড (K9S), অ্যালুমিনিয়াম অক্সাইড (AlO3) ইত্যাদি।

আরোও পড়ুন | কাচের স্লাবে আলো আপতিত হলে নির্গমনের সময় বর্ণালীতে বিভক্ত হয় না কেন | সমান্তরাল কাচ ফলকের প্রতিসরণের ও প্রিজমে প্রতিসরণের মধ্যে দুটি পার্থক্য

সংকেত ভর (formula mass) কাকে বলে? 

উত্তর » আয়নীয় যৌগের যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, সেই সংকেতে উপস্থিত পরমাণু গুলির পারমাণবিক ভরের সমষ্টি হল ওই যৌগের সংকেত ভর।

আরো পড়ো: PV=(W/M)RT সমীকরণে ( চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে ) একক কি হবে মাত্রীয় বিশেষণ করে দেখাও | দশম শ্রেণী ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন

তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার না করে সংকেত ভর ব্যবহার করা উচিত কেন?


প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে গঠিত হয়। আয়নীয় যৌগ সুস্থিত ত্রিমাত্রিক আকারবিশিষ্ট কেলাস হওয়ায় আয়নীয় যৌগের ক্ষেত্রে বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য

 যেমন :  সােডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5 না বলে সংকেত ভর 58.5 বলা হয়।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.