কাঁচের স্লাব বর্ণালী তৈরি করতে পারে না কেন ?
আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ ও নির্গত কোণ সর্বদা সমান। তাই যেহেতু নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না তাই কাচের স্ল্যাবে আলো আপাতিত হলে বর্নালিতে বিভক্ত হয় না।
আরও পড়ুন | আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন ?
কাঁচের স্লাবে প্রতিসরণ ও প্রিজমে প্রতিসরণের মধ্যে পার্থক্য
কাঁচের স্লাবে প্রতিসরণ | প্রিজমে প্রতিসরণ |
---|---|
আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ ও নির্গত কোণ সর্বদা সমান। | ন্যূনতম বিচ্যুতি ছাড়া আপতন কোণ ও নির্গত কোণ সমান হয় না। |
নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না। | নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় । |