কাচের স্লাবে আলো আপতিত হলে নির্গমনের সময় বর্ণালীতে বিভক্ত হয় না কেন | সমান্তরাল কাচ ফলকের প্রতিসরণের ও প্রিজমে প্রতিসরণের মধ্যে দুটি পার্থক্য

কাচের স্লাবে আলো ফেললে বর্ণালী তৈরি হয় না । কিন্তু প্রিজমের ক্ষেত্রে পুরো ঊল্টো ঘটে । আজকে আমরা সেটার ই কারণ নিয়ে আলোচনা করব। কাঁচের স্লাব বর্ণালী তৈরি করতে পারে না কেন ? ABCD হল একটি আয়তাকার কাচের স্ল্যাব এবং PQRS হল আলোকরশ্মির গতিপথ (নিচের চিত্র দেখ)। আয়তাকার কাঁচের স্ল্যাব | একপার্শ্বে কোনাে রশ্মি আপতিত হয়ে স্ল্যাবের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হবে তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তাই কৌণিক চ্যুতি শূন্য হয়। এক্ষেত্রে আলোকরশ্মির পার্শ্ব সরণ হয়। কাঁচের স্লাবে আলোর প্রতিসরণ আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ ও নির্গত কোণ সর্বদা সমান। তাই যেহেতু নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না তাই কাচের স্ল্যাবে আলো আপাতিত হলে বর্নালিতে বিভক্ত হয় না।

কাচের স্লাবে আলো ফেললে বর্ণালী তৈরি হয় না । কিন্তু প্রিজমের ক্ষেত্রে পুরো ঊল্টো ঘটে । আজকে আমরা সেটার ই কারণ নিয়ে আলোচনা করব।


কাঁচের স্লাব বর্ণালী তৈরি করতে পারে না কেন ? 

ABCD হল একটি আয়তাকার কাচের স্ল্যাব এবং PQRS হল আলোকরশ্মির গতিপথ (নিচের চিত্র দেখ)। আয়তাকার কাঁচের স্ল্যাব | একপার্শ্বে কোনাে রশ্মি আপতিত হয়ে স্ল্যাবের মধ্য দিয়ে গিয়ে যখন অপর পৃষ্ঠ থেকে নির্গত হবে তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তাই কৌণিক চ্যুতি শূন্য হয়। এক্ষেত্রে আলোকরশ্মির পার্শ্ব সরণ হয়। 



আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ ও নির্গত কোণ সর্বদা সমান। তাই যেহেতু নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না তাই কাচের স্ল্যাবে আলো আপাতিত হলে বর্নালিতে বিভক্ত হয় না।

আরও পড়ুন | আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির চেয়ে সংকেত ওজন কথাটির ব্যবহার যুক্তিযুক্ত কেন ? 


 কাঁচের স্লাবে প্রতিসরণ ও প্রিজমে প্রতিসরণের মধ্যে পার্থক্য


কাঁচের স্লাবে প্রতিসরণ প্রিজমে প্রতিসরণ
আলোকরশ্মির প্রতিসরণে আপতন কোণ ও নির্গত কোণ সর্বদা সমান। ন্যূনতম বিচ্যুতি ছাড়া আপতন কোণ ও নির্গত কোণ সমান হয় না।
নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় না। নির্গত রশ্মির কৌণিক চ্যুতি হয় ।