Hierarchy | Linear Hierarchy | What is taxonomy | হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি। ট্যাক্সোনমি কি বা কাকে বলে | ট্যাক্সোনমির জনক কে | ক্যারোলাস লিনিয়াস | নবম শ্রেণীর প্রশ্ন উত্তর

Hierarchy | Linear Hierarchy | হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি। ট্যাক্সোনমি কি | ট্যাক্সোনমির জনক কে | ক্যারোলাস লিনিয়াস | Class 9 Life science

হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি। ট্যাক্সোনমি কি

Hierarchy | Linear Hierarchy  | What is taxonomy 

হায়ারার্কি | লিনিয়ান হায়ারার্কি। ট্যাক্সোনমি কি বা কাকে বলে  | ট্যাক্সোনমির জনক কে

প্রঃ- কে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন ?
উঃ- ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্টিন পি দ্য কনডোল ।

প্রঃ- ট্যাক্সোনমি শব্দের অর্থ কি?
উঃ- ট্যাক্সোনমি শব্দের অর্থ হল বিন্যাসবিধি।

প্রঃ- ট্যাক্সোনমি কি ? অথবা , ট্যাক্সোনমি কাকে বলে ? অথবা , ট্যাক্সোনমির বা বিন্যাসবিধির সংজ্ঞা দাও ।
উঃ- জীববিজ্ঞানের যে শাখায় জীবেদের নামকরণ , সনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে।

প্রঃ- কাকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়?
উঃ- হিপোক্রেটিস কে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়।

প্রঃ-কাকে প্রাণিবিদ্যার জনক বলে?
উঃ- এরিস্টটলকে প্রাণিবিদ্যার জনক বলা হয় ।

প্রঃ- কাকে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয়?
উঃ- থিওফ্রাসটাস কে উদ্ভিদ বিদ্যার জনক বলা হয়।

প্রঃ- ন্যাচারালিস হিস্টোরিয়া বইটি কার লেখা?
উঃ- ন্যাচারালিস হিস্টোরিয়া বইটি প্লিনির লেখা।

প্রঃ- কাকে ট্যাক্সোনমির জনক বা বিন্যাসবিধির জনক বলা হয়? অথবা , ট্যাক্সোনমির জনক কে ?
উঃ- ক্যারোলাস লিনিয়াস কে ট্যাক্সোনমির জনক বলা হয়।

প্রঃ- কে প্রথম উদ্ভিদ ও প্রাণী দের দ্বিপদ নামকরণ এর প্রচলন করেন?
উঃ- ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ এর প্রচলন করেন।

প্রঃ- ট্যাক্সোনমির মূল উপাদান গুলি কি কি?
উঃ- ট্যাক্সোনমির মূল উপাদান গুলি হল : ১. সনাক্তকরণ
২. নামকরণ
৩. শ্রেণীবিন্যাস।

প্রঃ- ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য গুলি কি কি?
উঃ- ১. পৃথিবীর অগণিত জীব থেকে একটি জীবকে পৃথকীকরণ এবং সনাক্তকরণ।
২. জিবেদের গোষ্ঠীভুক্তকরণ।
৩. জীবেদের দ্বিপদ নামকরণ।
৪. জীব গুলিকে নির্দিষ্ট রীতি মেনে সজ্জিত করা।

প্রঃ- হায়ারার্কি কি বা হায়ারার্কি কাকে বলে ?
উঃ- বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর এর অন্তর্ভুক্ত করাকে হায়ারার্কি বলে।

প্র:- লিনিয়ান হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি কাকে বলে ?
উঃ- শ্রেনীবিন্যাস করার সময় জীবদেরকে বিভিন্ন স্তরে স্থাপন করতে হয়।ক্যারোলাস লিনিয়াসের হায়ারার্কি তে প্রধান স্তর ৭ টি ধাপ ছিল।ক্যারোলাস লিনিয়াস প্রবর্তিত এই সাত স্তর বিশিষ্ট অনুক্রমিক শ্রেনিবিন্যাস স্তর কাঠামোকে লিনিয়ান হায়ারার্কি (Linnean hierarchy) বা ট্যাক্সোনমিক হায়ারার্কি (Taxonomic hierarchy)  বলে।

প্র:- কাকে হায়ারার্কি পদ্ধতির জনক বলে?
উঃ- উঃ- ক্যারোলাস লিনিয়াস কে হায়ারার্কি জনক বলে।

প্রঃ- ক্যারোলাস লিনিয়াস এর হায়ারার্কি তে কয়টি ধাপ ছিল?
উঃ- উঃ- ক্যারোলাস লিনিয়াস এর হায়ারার্কি তে সাতটি ধাপ ছিল।

প্রঃ- ক্যারোলাস লিনিয়াস এর হায়ারার্কি তে যে ধাপগুলো ছিল সে গুলি কি কি ?
উঃ-১. রাজ্য (Kingdom)
২. পর্ব (phylum)
৩. শ্রেণি (class)
৪. বর্গ (order)
৫. গোত্র (family)
৬. গণ (genus)
৭. প্রজাতি (species)

প্রঃ- দ্বিপদ নামকরণ কাকে বলে ?
উঃ- গণ ও প্রজাতি এই দুটি পদ নিয়ে যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে।
 
আরো পড়ুন: দ্বিপদ নামকরণ সম্পর্কে বিস্তারিত | একশোটা প্রয়োজনীয় উদ্ভিদ ও প্রাণীর বিজ্ঞানসম্মত নাম সহ । দ্বিপদ নামকরণ এর উদ্দেশ্য ও পদ্ধতি

প্রঃ- দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন?
উঃ- ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন।

প্রঃ- দ্বিপদ নামকরণের চারটি নিয়ম লেখ।
উঃ- কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে গনের নামের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে।

প্রঃ- কে জিবেদের পাঁচ রাজ্যে শ্রেণীবিন্যাস করেন।
উঃ- জীব এদের পাচ রাজ্য শ্রেণীবিন্যাস করেন বিজ্ঞানী হুইটেকার।

কিসের জনক নাম
জীব বিজ্ঞানের জনক এরিস্টটল
উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাসটাস
রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়্যান
পদার্থ বিজ্ঞানের জনক আইজ্যাক নিউটন
সমাজ বিজ্ঞানের জনক অগাষ্ট কোৎ
হিসাব বিজ্ঞানের জনক লুকাপ্যাসিওলি
চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা
দর্শন শাস্ত্রের জনক সক্রেটিস
ইতিহাসের জনক হেরোডোটাস
ভূগোলের জনক ইরাটস থেনিস
রাষ্ট্রবিজ্ঞানে র জনক এরিস্টটল
অর্থনীতির জনক এডাম স্মিথ
অংকের জনক আর্কিমিডিস
বিজ্ঞানের জনক থ্যালিস
মেডিসিনের জনক হিপোক্রটিস
জ্যামিতির জনক ইউক্লিড
বীজ গণিতের জনক আল-খাওয়াজমী
জীবাণু বিদ্যার জনক লুই পাস্তুর
বিবর্তনবাদ তত্ত্বের জনক চার্লস ডারউইন
সনেটের জনক পের্ত্রাক
সামাজিক বিবর্তনবাদের জনক হার্বাট স্পেন্সর
বংশগতি বিদ্যার জনক গ্রেডার জোহান মেনডেন
ট্যাক্সোনমি বিদ্যার জনক করোলাস লিনিয়াস
শরীর বিদ্যার জনক উইলিয়াম হার্ভে
ক্যালকুলাসের জনক আইজ্যাক নিউটন
বাংলা গদ্যের জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
বাংলা উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা নাটকের জনক দীন বন্ধু মিত্র
বাংলা সনেটের জনক মাইকেল মধু সুদন দত্ত
ইংরেজী কবিতার জনক খিউ ফ্রে চসার
মনোবিজ্ঞানের জনক উইলহেম উন্ড
বাংলা মুক্তক ছন্দের জনক কাজী নজরুল ইসলাম
বাংলা চলচিত্রের জনক হীরালাল সেন
বাংলা গদ্য ছন্দের জনক রবীন্দ্রনাথ ঠাকুর
আধুনিক রসায়নের জনক জন ডাল্টন
আধুনিক গণতন্ত্রের জনক জন লক
আধুনিক অর্থনীতির জনক পাল স্যমুয়েলসন
আধুনিক বিজ্ঞানের জনক রাজার বেকন
ইংরেজি নাটকের জনক উইলিয়াম শেক্সপিয়র

শিক্ষা মুক্ত । শিক্ষা ও জ্ঞান যেভাবে খুশি সংগ্রহ করা যায়। আমাদের ওয়েবসাইটের মূল লক্ষ্য শিক্ষা ও জ্ঞান কে আরো বেশি পরিমাণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা বিশেষ অনুরোধ "পড়াশোনাকে আনন্দের সাথে করতে হবে তাহলে অবশ্যই তা বিরক্তিকর মনে হবে না"কোন টপিক এর উপরে পোস্ট লিখব তার জন্য কমেন্ট করতে পারো নিচে Contact us পেজে ।


ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি | ট্যাক্সোনমির জনক | ট্যাক্সোনমির শব্দটি প্রথম ব্যবহার | দ্বিপদ নামকরণ | লিনিয়ান হায়ারার্কি বা ট্যাক্সোনমিক হায়ারার্কি

জীবন বিজ্ঞানের প্রাচীনতম শাখা হলো ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এই শাখার মূল আলোচ্য বিষয় হলো জীব এদের নামকরণ শনাক্তকরণ ও নির্দিষ্ট গোষ্ঠী ভূক্তকরণ