CLASS 10 || মাধ্যমিক সাজেশন || ভৌত বিজ্ঞান || গ্যাসের আচরণ || বয়েল | চার্লস | কেলভিন

১. বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম P লেখচিত্র আঁকো । ২. কখন বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে? উত্তর: অতি নিম্ন চাপ ও উচ্চতায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে। ৩. গ্যাসের একটি ধর্ম লেখ। সংকোচনশীলতা হলো গ্যাসের একটি ধর্ম ৪. পরমশূন্য উষ্ণতার মান কত? পরমশূন্য উষ্ণতার মান 0 কেলভিন (0K) বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস। ৫. শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বায়ু হালকা না ভারী হয়? উত্তর: শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয় ৬. একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন এর কি পরিবর্তন হয়? উত্তর: বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন বৃদ্ধি পায়। ৭. R এর একক লেখ উত্তর: J mol-1K-1 ৮. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয়না? উত্তর: চাপ বনাম আয়তনের লেখচিত্র রৈখিক হয়না। ৯. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় ? উত্তর: -273 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়। ১০. STP তে কোন গ্যাসের মোলার আয়তন কত? উত্তর: STP তে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার ১১. এস আই পদ্ধতিতে R এর মান কত ? উত্তর: ৮.৩১৪ ১২. গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি ও পরম উষ্ণতার সাথে সম্পর্ক কি? উত্তর: গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতা সমানুপাতিক ১৩. চার্লস ও বয়েলের সূত্রের সাধারন ধ্রুবক রাশি কি ? উত্তর: চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক হলো ভর ১৪. এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ উত্তর: PV=RT ১৫. কোন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ? উত্তর: উষ্ণতার পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না । ১৬. চার্লসের সূত্রের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র কেমন ? উত্তর: চার্লসের সূত্রে উষ্ণতা বনাম আয়তনের লেখচিত্র টি সরলরৈখিক। ১৭. 18ml জলের অনুর সংখ্যা কত ? উত্তর: 18ml জলে অনুর সংখ্যা 6.0 22 ×10^23 । ১৮. গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি ? উত্তর: গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক হল সমানুপাতিক । ১৯. 30 ডিগ্রী সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি বড় ? উত্তর: 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে 300 কেলভিন বড়। ২০. কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ কত ? উত্তর: কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ২১. কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ এক কেলভিন উত্তর: ১ মোল অক্সিজেন ও ১ মোল নাইট্রোজেন এর মধ্যে কোনটির ভর বেশি ? যুক্তি দাও। এক মোল অক্সিজেনের ভর 32 গ্রাম এবং এক মোল নাইট্রোজেনের ভর 28 গ্রাম অর্থাৎ 1 মোল অক্সিজেন এর ভর বেশি। ২২. একটি গ্যাসীয় মৌলের নাম লেখ যার অণু ও পরমাণু সমার্থক । উত্তর: হিলিয়াম এর অণু ও পরমাণু সমার্থক । ২৩. সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে t ডিগ্রি সেলসিয়াস ও Tকেলভিন হলে তাদের মধ্যে সম্পর্ক কি উত্তর: T=২৭৩+t ২৪. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন এর মধ্যে সম্পর্ক কি ? উত্তর: বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন পরস্পরের সঙ্গে ব্যাস্ত সম্পর্কযুক্ত। ২৫. আদর্শ গ্যাস কাকে বলে উত্তর: যে সমস্ত গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। ২৬. কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ? উত্তর: ন্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় । ২৭. কোন দ্বিপরমাণুক গ্যাসের পারমাণবিক ভর 16 হলে ওই গ্যাসের 64 গ্রাম ভরের মধ্যে ওই গ্যাসের কত সংখ্যক মোল বর্তমান ? উত্তর: গ্যাসের আণবিক ভর =১৬×২=৩২ অর্থাৎ 64 গ্যাসে মোল সংখ্যা ৬৪÷৩২=২ ২৮. পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত উত্তর: পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য । ২৯. চাপ ও তাপমাত্রার কিরূপ অবস্থায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মত আচরণ করে? উত্তর: খুব উচ্চ তাপমাত্রায় ও নিম্নচাপে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে । ৩০. STP তে 22.4 লিটার কোন গ্যাসের অনুর সংখ্যা কত উত্তর: ৬.০২৩×১০^২৩ ৩১. কাকে গ্যাসের সার্বজনীন ধ্রুবক বলে ? উত্তর: R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ৩২. 1 গ্রাম জলে অণুর সংখ্যা ৬.০২৩×১০^২৩ সত্য না মিথ্যা ? উত্তর: মিথ্যা । ৩৩. একই উষ্ণতা ও চাপে সময় অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে পরমাণু সংখ্যা সমান হয় উক্তিটি সত্য না মিথ্যা ? উত্তর: উক্তিটি সত্য ৩৪. একই উষ্ণতায় ও চাপে সম আয়তন কার্বন-ডাই-অক্সাইড নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান উক্তিটি সত্য না মিথ্যা ? উত্তর: উক্তিটি সত্য । ৩৫. পরম শূন্য তাপমাত্রার মান -২৭৩K উক্তিটি সত্য না মিথ্যা ? উত্তর: উক্তিটি মিথ্যা ৩৬. গ্যাসের গতীয় তত্ত্বের প্রবক্তা কে উত্তর: গ্যাসের গতীয় তত্ত্বের প্রবক্তা হলেন বোলজম্যান । ৩৭. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার সম্পর্ক লেখ। উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন , পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। ৩৮. সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? উত্তর: বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দ্বারা যে আদর্শ গ্যাস সমীকরণ টি পাওয়া যায় সেটি হল PV = nRT। এই সমীকরণে R হলো একটি ধ্রুবক। এই ধ্রুবক কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ৩৯. সার্বজনীন গ্যাস ধ্রুবক কথাতে সার্বজনীন বলা হয় কেন? উত্তর: R এর মান গ্যাসের প্রকৃতি ও ধর্মের উপর নির্ভর করে না। সকল গ্যাসের ক্ষেত্রে R এর মান একই হয় এইজন্য R ধ্রুবক টিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। ৪০. গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও । উত্তর: প্রথমতঃ , ব্যাপন ধর্ম: পরস্পর বিক্রিয়া করে না এরকম দুটি গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখলে তারা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এর দ্বারা গ্যাস অনুগুলির গতিশীলতার প্রমাণ পাওয়া যায়। দ্বিতীয়তঃ গ্যাসের চাপ : আবদ্ধ পাত্রে দেওয়ালের সঙ্গে গ্যাসের গতিশীল অনুগুলির অনবরত সংঘর্ষের ফলে গ্যাসের চাপ উদ্ভব হয়। ৪১. গ্যাসের গতীয় তত্ত্বের মাধ্যমে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব এবং স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব ব্যাখ্যা করো। উত্তর: উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গড় গতিবেগ বৃদ্ধি পায়। ফলে পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি পায়।পাত্রের দেওয়ালে গ্যাস অনুগুলির সংঘর্ষ জনিত কারণে গ্যাসের চাপ বৃদ্ধি পায় আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের চাপ হ্রাস পায়। ◽স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বৃদ্ধি করলে চাপ হ্রাস পায় কারণ দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের সংঘর্ষ সংখ্যা কমে। সুতরাং আয়তন রাস করলে চাপ বৃদ্ধি পায়। ৪২. R এরমান লিটার এটমোস্ফেয়ার ও SI এককে নির্ণয় করো । ৪৩. অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর আয়তন ও চাপ সমান হলে তাদের চরম উষ্ণতার অনুপাত কত হবে ? উত্তর: অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের তাপন ভর যথাক্রমে 32 গ্রাম/মোল ও 2 গ্রাম/মোল । ওহো গ্যাসের নির্দিষ্ট ভর এর জন্য মোল সংখ্যা এর অনুপাত হবে ১/৩২:১/২ অর্থাৎ এখন আয়তন ও চাপ স্থির থাকলে পরম উষ্ণতা তার মোল সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ১৬:১ ৪৪ .একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন ও 2 গ্রাম গ্রাম ডয়টেরিয়াম গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস এ প্রবেশ করিয়ে ছেলেটির মুখ বন্ধ করে দেওয়া হলো ওই পাত্রের আভ্যন্তরীণ চাপ কত হবে? উত্তর: এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা 1 এবং ডয়টেরিয়াম এর মূল সংখ্যা 0.5। উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন মোট গোল সংখ্যা 1.5 PV=nRT P=nRT/V = 1.5×0.0821×300/19 =3.69 নিম্নচাপ 3.69 বায়ুমণ্ডলীয় চাপ ৪৫. 0° থেকে কোন গ্যাস কে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন ও বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে ? উত্তর: সেলসিয়াস স্কেলে চূড়ান্ত উষ্ণতা 819 ডিগ্রি সেলসিয়াস ৪৬. 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750cc গ্যাস্টিকে সমান চাপে উত্যক্ত করার ফলে ওর আয়তন 1 লিটার হল গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ? উত্তর: 87 ডিগ্রি সেলসিয়াস।(নিজে করো) ৪৭. একটি সিলিন্ডারে 10 বায়ুমন্ডলীয় চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে ।উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমন্ডলীয় চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে? উত্তর: 45 টি বেলুন ভর্তি করা যাবে।(নিজে কর) ৪৮. 760 মিলিমিটার চাপে একটি বেলুনের ভেতর 1750 মিলিলিটার আয়তন গ্যাস আছে। বেলুনটি একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 700 মিলিমিটার ।পর্বত চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে? উত্তর: আয়তন বৃদ্ধি পাবে 150 মিলিমিটার। (নিজে কর) ৪৮. একটি ফ্লাক্স এর আয়তন 500 মিলিলিটার।জিৎ চাপে প্লাস্টিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? উত্তর: ঐ গ্যাস থেকে 16.9 মিলি লিটার গ্যাস বেরিয়ে যাবে।

পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে কমপক্ষে 5 টি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে।  নম্বর বিভাজন নিচে দেওয়া হল-



অধ্যায় MCQ (1 নম্বর) গ্রূপ-A VSA(2 নম্বর) গ্রূপ-B SA (2 নম্বর) গ্রূপ-C& SA (3 নম্বর) গ্রূপ-C মোট
পরিবেশের জন্য ভাবনা 1x1
=1
2x1
=2
1x2
=2
1x3
=3
8 নম্বর

১. বয়েলের সূত্র অনুযায়ী PV বনাম P লেখচিত্র আঁকো ।

২. কখন বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে?
উত্তর: অতি নিম্ন চাপ ও উচ্চতায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে।
৩. গ্যাসের একটি ধর্ম লেখ।
সংকোচনশীলতা হলো গ্যাসের একটি ধর্ম
৪. পরমশূন্য উষ্ণতার মান কত?
পরমশূন্য উষ্ণতার মান 0 কেলভিন (0K) বা -২৭৩ ডিগ্রি সেলসিয়াস।


৫. শুষ্ক বাতাসের চেয়ে আর্দ্র বায়ু হালকা না ভারী হয়?
উত্তর: শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়
৬. একটি বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন এর কি পরিবর্তন হয়?
উত্তর: বায়ুর বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে আয়তন বৃদ্ধি পায়।
৭. R এর একক লেখ
উত্তর:  J mol-1K-1
৮. কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয়না?
উত্তর: চাপ বনাম আয়তনের লেখচিত্র রৈখিক হয়না।
৯. কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায় ?
উত্তর: -273 ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের অনুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়।
১০. STP তে কোন গ্যাসের মোলার আয়তন কত?
উত্তর: STP তে গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার
১১. এস আই পদ্ধতিতে R এর মান কত ?
উত্তর: ৮.৩১৪
১২. গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি ও পরম উষ্ণতার সাথে সম্পর্ক কি?
উত্তর: গ্যাসের অনুগুলির গড় গতিশক্তি পরম উষ্ণতা সমানুপাতিক
১৩. চার্লস ও বয়েলের সূত্রের সাধারন ধ্রুবক রাশি কি ?
উত্তর: চার্লস ও বয়েলের সূত্রের সাধারণ ধ্রুবক হলো ভর
১৪. এক মোল আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ
উত্তর: PV=RT
১৫. কোন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ?
উত্তর: উষ্ণতার পরম স্কেলে অর্থাৎ কেলভিন স্কেলের তাপমাত্রার মান কখনোই ঋণাত্মক হয় না ।
১৬. চার্লসের সূত্রের আয়তন বনাম উষ্ণতার লেখচিত্র কেমন ?
উত্তর: চার্লসের সূত্রে উষ্ণতা বনাম আয়তনের লেখচিত্র টি সরলরৈখিক।
১৭. 18ml জলের অনুর সংখ্যা কত ?
উত্তর: 18ml জলে অনুর সংখ্যা 6.0 22 ×10^23 ।
১৮. গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি ?
উত্তর: গ্যাসের অনুর গতিশক্তি সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক হল সমানুপাতিক ।
১৯. 30 ডিগ্রী সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি বড় ?
উত্তর: 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে 300 কেলভিন বড়।
২০. কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ কত ?
উত্তর: কোন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ২১. কেলভিন স্কেলে ওই বৃদ্ধির পরিমাণ এক কেলভিন
উত্তর: ১ মোল অক্সিজেন ও ১ মোল নাইট্রোজেন এর মধ্যে কোনটির ভর বেশি ? যুক্তি দাও।
এক মোল অক্সিজেনের ভর 32 গ্রাম এবং এক মোল নাইট্রোজেনের ভর 28 গ্রাম অর্থাৎ 1 মোল অক্সিজেন এর ভর বেশি।
২২. একটি গ্যাসীয় মৌলের নাম লেখ যার অণু ও পরমাণু সমার্থক ।
উত্তর: হিলিয়াম এর অণু ও পরমাণু সমার্থক ।
২৩. সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই উষ্ণতার মান যথাক্রমে t ডিগ্রি সেলসিয়াস ও Tকেলভিন হলে তাদের মধ্যে সম্পর্ক কি
উত্তর: T=২৭৩+t
২৪. বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন এর মধ্যে সম্পর্ক কি ?
উত্তর: বয়েলের সূত্র অনুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ ও আয়তন পরস্পরের সঙ্গে ব্যাস্ত সম্পর্কযুক্ত।
২৫.  আদর্শ গ্যাস কাকে বলে
উত্তর: যে সমস্ত গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে।
২৬. কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ?
উত্তর: ন্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ।
২৭. কোন দ্বিপরমাণুক গ্যাসের পারমাণবিক ভর 16 হলে ওই গ্যাসের 64 গ্রাম ভরের মধ্যে ওই গ্যাসের কত সংখ্যক মোল বর্তমান ?
উত্তর: গ্যাসের আণবিক ভর =১৬×২=৩২
 অর্থাৎ 64 গ্যাসে মোল সংখ্যা  ৬৪÷৩২=২
২৮. পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত
 উত্তর: পরমশূন্য উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য ।
 ২৯. চাপ ও তাপমাত্রার কিরূপ অবস্থায় বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের মত আচরণ করে?
 উত্তর: খুব উচ্চ তাপমাত্রায় ও নিম্নচাপে বাস্তব গ্যাস গুলি আদর্শ গ্যাসের আচরণ করে ।
 ৩০. STP তে 22.4 লিটার কোন গ্যাসের অনুর সংখ্যা কত
 উত্তর: ৬.০২৩×১০^২৩
 ৩১. কাকে গ্যাসের সার্বজনীন ধ্রুবক বলে ?
 উত্তর: R কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
 ৩২. 1 গ্রাম জলে অণুর সংখ্যা  ৬.০২৩×১০^২৩ সত্য না মিথ্যা ?
 উত্তর: মিথ্যা ।
 ৩৩. একই উষ্ণতা ও চাপে সময় অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে পরমাণু সংখ্যা সমান হয় উক্তিটি সত্য না মিথ্যা ?
 উত্তর: উক্তিটি সত্য
 ৩৪. একই উষ্ণতায় ও চাপে সম আয়তন কার্বন-ডাই-অক্সাইড নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা সমান উক্তিটি সত্য না মিথ্যা ?
 উত্তর: উক্তিটি সত্য ।
 ৩৫. পরম শূন্য তাপমাত্রার মান -২৭৩K উক্তিটি সত্য না মিথ্যা ?
 উত্তর: উক্তিটি মিথ্যা
 ৩৬. গ্যাসের গতীয় তত্ত্বের প্রবক্তা কে
উত্তর: গ্যাসের গতীয় তত্ত্বের প্রবক্তা হলেন বোলজম্যান ।
৩৭. স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম উষ্ণতার সম্পর্ক লেখ।
উত্তর: স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন , পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক।
৩৮. সার্বজনীন গ্যাস ধ্রুবক কি?
উত্তর: বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় দ্বারা যে আদর্শ গ্যাস সমীকরণ টি পাওয়া যায় সেটি হল PV = nRT। এই সমীকরণে R হলো একটি ধ্রুবক। এই ধ্রুবক কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
৩৯. সার্বজনীন গ্যাস ধ্রুবক কথাতে সার্বজনীন বলা হয় কেন?
উত্তর: R এর মান গ্যাসের প্রকৃতি ও ধর্মের উপর নির্ভর করে না। সকল গ্যাসের ক্ষেত্রে R এর মান একই হয় এইজন্য R ধ্রুবক টিকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
৪০. গ্যাসের অনুগুলির গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও ।
উত্তর: প্রথমতঃ , ব্যাপন ধর্ম: পরস্পর বিক্রিয়া করে না এরকম দুটি গ্যাসকে আবদ্ধ পাত্রে রাখলে তারা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এর দ্বারা গ্যাস অনুগুলির গতিশীলতার প্রমাণ পাওয়া যায়।
দ্বিতীয়তঃ গ্যাসের চাপ : আবদ্ধ পাত্রে দেওয়ালের সঙ্গে গ্যাসের গতিশীল অনুগুলির অনবরত সংঘর্ষের ফলে গ্যাসের চাপ উদ্ভব হয়।
৪১. গ্যাসের গতীয় তত্ত্বের মাধ্যমে গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব এবং স্থির তাপমাত্রায় গ্যাসের চাপের উপর আয়তনের প্রভাব ব্যাখ্যা করো।
উত্তর: উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গড় গতিবেগ বৃদ্ধি পায়। ফলে পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি পায়।পাত্রের দেওয়ালে গ্যাস অনুগুলির সংঘর্ষ জনিত কারণে গ্যাসের চাপ বৃদ্ধি পায় আবার উষ্ণতা হ্রাস করলে গ্যাসের চাপ হ্রাস পায়।
◽স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বৃদ্ধি করলে চাপ হ্রাস পায় কারণ দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের সংঘর্ষ সংখ্যা কমে। সুতরাং আয়তন রাস করলে চাপ বৃদ্ধি পায়।
৪২. R এরমান লিটার এটমোস্ফেয়ার ও SI এককে নির্ণয় করো ।

৪৩. অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের দুটি নমুনার ভর আয়তন ও চাপ সমান হলে তাদের চরম উষ্ণতার অনুপাত কত হবে ?
উত্তর: অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাসের তাপন ভর যথাক্রমে 32 গ্রাম/মোল ও 2 গ্রাম/মোল । ওহো গ্যাসের নির্দিষ্ট ভর এর জন্য মোল সংখ্যা এর অনুপাত হবে ১/৩২:১/২ অর্থাৎ এখন আয়তন ও চাপ স্থির থাকলে পরম উষ্ণতা তার মোল সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক।
অর্থাৎ ১৬:১
৪৪ .একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন ও 2 গ্রাম গ্রাম ডয়টেরিয়াম গ্যাস 27 ডিগ্রি সেলসিয়াস এ প্রবেশ করিয়ে ছেলেটির মুখ বন্ধ করে দেওয়া হলো ওই পাত্রের আভ্যন্তরীণ চাপ কত হবে?
উত্তর: এখানে হাইড্রোজেনের মোল সংখ্যা 1 এবং ডয়টেরিয়াম এর মূল সংখ্যা 0.5।
উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন
মোট গোল সংখ্যা 1.5
PV=nRT
P=nRT/V
= 1.5×0.0821×300/10
=36.9
উত্তর: 36.9 বায়ুমণ্ডলীয় চাপ


৪৫. 0° থেকে কোন গ্যাস কে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন ও বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয় গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে ?
উত্তর: সেলসিয়াস স্কেলে চূড়ান্ত উষ্ণতা 819 ডিগ্রি সেলসিয়াস


৪৬. 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750cc গ্যাস্টিকে সমান চাপে উত্যক্ত করার ফলে ওর আয়তন 1 লিটার হল গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ?

উত্তর: 87 ডিগ্রি সেলসিয়াস।(নিজে করো)

৪৭. একটি সিলিন্ডারে 10 বায়ুমন্ডলীয় চাপে 9 লিটার হাইড্রোজেন গ্যাস আছে ।উষ্ণতা অপরিবর্তিত রেখে 2 বায়ুমন্ডলীয় চাপে 1 লিটার আয়তনের কতগুলি বেলুন গ্যাসের সাহায্যে ভর্তি করা যাবে?
উত্তর: 45 টি বেলুন ভর্তি করা যাবে।(নিজে কর)

৪৮. 760 মিলিমিটার চাপে একটি বেলুনের ভেতর 1750 মিলিলিটার আয়তন গ্যাস আছে। বেলুনটি একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো যেখানে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ 700 মিলিমিটার ।পর্বত চূড়ায় বেলুনের আয়তনের কি পরিবর্তন হবে?
উত্তর: আয়তন বৃদ্ধি পাবে 150 মিলিমিটার। (নিজে কর)

৪৮. একটি ফ্লাক্স এর আয়তন 500 মিলিলিটার।জিৎ চাপে প্লাস্টিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে?
উত্তর: ঐ গ্যাস থেকে 16.9 মিলি লিটার গ্যাস বেরিয়ে যাবে।
আরো পড়ুন:
CLASS 10 || ভৌত বিজ্ঞান || বায়ুমণ্ডলের স্তর || ওজোন স্তর || গ্রীনহাউস এফেক্ট|| বিশ্ব উষ্ণায়ন