বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

পরিবেশ ও বনভূমি | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ | Class V Amader Poribesh Chapter Parivesh O banabhumi

পঞ্চম শ্রেণী অধ্যায় পরিবেশ ও বনভূমি | class 5 amader poribesh Chapter Parivesh O banavumi

এই পর্বে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বনভূমি অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।

পরিবেশ ও বনভূমি পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ


পরিবেশ ও বনভূমি 

১. কি কি নিয়ে বনভূমি তৈরি হয়? 

উত্তর: বনভূমি তৈরি হয় অনেক জিনিস মিলিয়ে। সহজ করে বললে—

  • গাছপালা – বড় গাছ, ছোট গাছ, লতাগুল্ম মিলিয়ে বনভূমির আসল সাজ।
  • ঝোপঝাড় ও ঘাস – গাছের নিচে ছোট ছোট গাছ, ঝোপঝাড় আর ঘাস জন্মায়।
  • বন্যপ্রাণী – হরিণ, বাঘ, হাতি, পাখি, সাপ—এরা বনভূমির বাসিন্দা।
  • মাটি – বনভূমির মাটি উর্বর হয়, যেখানে গাছপালা ভালোভাবে জন্মায়।
  • জলাশয় – নদী, ঝরনা বা ছোট পুকুর বনভূমিকে জীবন্ত রাখে।

6. হাওয়া ও সূর্যের আলো – গাছপালা বেড়ে উঠতে হাওয়া আর রোদ দরকার।

এগুলো মিলেই বনভূমি তৈরি হয়, ঠিক যেমন খেলায় অনেক খেলোয়াড় মিলে দল তৈরি করে।

২. বনে কি কি পশু দেখা যায়? 

উত্তর: বনে নানা ধরনের পশু দেখা যায়। যেমন—বাঘ, হাতি, হরিণ, ভালুক, বানর, শিয়াল, বন্য শুকর ও সাপ। এছাড়াও বনে অনেক ধরনের পাখি ও ছোট প্রাণীও বাস করে, যা বনকে আরও প্রাণবন্ত করে তোলে।

৩. বনে কোন কোন উদ্ভিদ থাকে? 

উত্তর: বনে নানা ধরনের উদ্ভিদ থাকে। যেমন—বড় বড় গাছ (সেগুন, শাল, মহুয়া), ছোট গাছ, ঝোপঝাড়, লতাগুল্ম, ঘাস এবং ওষধি গাছ। এগুলোই বনের সৌন্দর্য ও জীববৈচিত্র্য বজায় রাখে।

৪. বন থেকে আমরা কি কি পাই?

বন থেকে আমরা নানান জিনিস পাই। গাছের ছাল থেকে ওষুধ, দড়ি ইত্যাদি তৈরি হয়। লতা পাতা থেকেও ওষুধ তৈরি হয়। গাছ থেকেই কাগজ তৈরি হয়। গাছ থেকে আমরা ফুল ফল পাই। পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়। গাছের কাণ্ড থেকে কাঠ পাওয়া যায় যার নানান আসবাবপত্র তৈরীর কাজে লাগে। বন থেকে আমরা অক্সিজেন পাই যা বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়।

 

কুইজ: বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও

এই সমস্ত জিনিসপত্র গুলি গাছে কোন অংশ থেকে পাওয়া যায় তা মেলাও।


ক - স্তম্ভ খ - স্তম্ভ
ওষুধ ছাল, পাতা
দড়ি ছাল
কাগজ ও আসবাবপত্র কান্ড
মসলা ফল, ফুল ও ছাল


তোমার এলাকার এমন বিভিন্ন ধরনের কি কি গাছ পাওয়া যায়? বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও।


গাছের ধরণ উদাহরণ
লম্বা গাছ তাল, নারকেল
ছড়ানো বড় গাছ বট, আম
নরম কাণ্ডের গাছ কলা, পেঁপে
লতানো গাছ কুমড়ো, লাউ
স্যাঁতস্যাঁতে মাটির গাছ হেলেঞ্চা, কলমি শাক
জলাভূমির গাছ শালুক, পদ্ম


তোমার এলাকায় এমন বিভিন্ন ধরনের কি কি গাছ পাওয়া যায়? ছবি দেখে কোন ধরনের গাছ তা কুইজ খেলার মাধ্যমে বলো।


0
1 বন থেকে কোন প্রাণী বেরিয়ে এসে মানুষের ঘরবাড়ি, ফসল নষ্ট করে?
বাঘ
হাতি
ভালুক
শেয়াল
2 ঠিক জোড়াটি নির্বাচন করো
জলে ভাসমান গাছ- জবা
পাহাড়ি অঞ্চলের গাছ- পাইন
বালিতে জন্মানো গাছ- বট
স্যাঁতসেঁতে জায়গায় জন্মানো গাছ- ফণীমনসা
3 রডোডেনড্রন গাছ দেখা যায়-
দার্জিলিং-এ
বাঁকুড়ায়
দক্ষিণ ২৪ পরগনায়
মালদায়
4 সুন্দরবনে দেখা যায় না-
বাঘ
হরিণ
ভালুক
কুমির
5 সুন্দরবনের উদ্ভিদটি হল-
পলাশ
হেতাল
শাল
ফার
6 বন্যপশু হল-
বাঘ
কুকুর
বিড়াল
কোনোটিই নয়
7 জল ও স্থলের উভয় পরিবেশে বাস করে-
বুনোশুয়োর
কুমির
বনবিড়াল
লাল পান্ডা
8 Question
Option-1
Option-2
Option-3
Option-4
9 বন থেকে বাঘ বেরিয়ে ফসল নষ্ট করে।
ঠিক
ভুল
10 লাল পান্ডা সুন্দরবনে দেখা যায়।
ঠিক
ভুল
11 রডোডেনড্রন হল সমুদ্র পাড়ের গাছ।
ঠিক
ভুল
12 মাঝে মাঝে বাড়িঘরে বাঘ হানা দেয়।
ঠিক
ভুল
13 সুন্দরবনের নদীতে কামট থাকে।
ঠিক
ভুল
14 জলদাপাড়ার বনে একশৃঙ্গ গণ্ডার ও বাইসন দেখা যায়।
ঠিক
ভুল
15 সব বনেই একরকম গাছ ও জীবজন্তু আছে।
ঠিক
ভুল
16 কাগজ তৈরিতে ব্যবহৃত গাছটি হল-
কলা
বাঁশ
পেঁপে
পেয়ারা
17 আসবাবপত্র তৈরির উপযুক্ত গাছ হল-
শাল
সেগুন
মেহগনি
সবকটি
18 একটি পর্ণমোচী গাছ হল-
মেহগনি
গর্জন
শিশু
সেগুন
19 একটি চিরসবুজ গাছ হল-
শাল
রডোডেনড্রন
বট
অশ্বত্থ
20 কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয়?
শাল
পাট
মেহগনি
কলা
21 একটি লতানো গাছ হল-
শাল
আমলকী
জবা
শাকালু
22 কলাগাছ হল একটি নরম কাণ্ডের গাছ।
ঠিক
ভুল
23 শাকালু গুল্ম জাতীয় গাছ।
ঠিক
ভুল
24 গাছের ছাল থেকে দড়ি হয়।
ঠিক
ভুল
25 নারকেল লতানো গাছ।
ঠিক
ভুল
26 আগেকার দিনে কাগজে লেখা হত।
ঠিক
ভুল

ক-স্তম্ভের সাথে খ-স্তম্ভ মেলাও

ক - স্তম্ভ খ - স্তম্ভ
সুন্দরী, গরান সুন্দরবনে থাকে
কালো ভালুক, লাল পান্ডা পার্বত্য অঞ্চলে থাকে
কুমির, কামট নদী ও জলাশয়ে থাকে
নানারকম পোকা ও পশুপাখির ডাক বনে শুনতে পাওয়া যায়
চাঁপ, অর্জুন গাছ



ডানদিক ও বাঁ দিক মেলাও (কুইজ)

ক - স্তম্ভ খ - স্তম্ভ
ভিজে মাটির গাছ মস
জলে হওয়া গাছ কলমি
মসলা জাতীয় গাছ এলাচ
মরুভূমির উদ্ভিদ ফণীমনসা
ওষধি গাছ কালমেঘ



💠পরিবেশ ও বনভূমি | পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ💠

কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?

1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.