আজকে এই পর্বে ষষ্ঠ শ্রেণির ইতিহাসের প্রথম অধ্যায়, ভারতীয় উপমহাদেশে আদি মানুষ - এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। সাথে রয়েছে মক টেস্ট বা কুইজ প্র্যাক্টিস।
এক কথায় উত্তর (1–50)
1. মানুষ ও তার কাজকর্ম নিয়ে কী গঠিত?
উত্তর : মানুষের ইতিহাস।
2. মানুষ কোন আঙুল দিয়ে জিনিস ধরতে পারে?
উত্তর : বুড়ো আঙুল।
3. মানুষের পূর্বপুরুষেরা প্রথম কোন মহাদেশে বাস করত?
উত্তর : আফ্রিকা।
4. লেজবিহীন বানরজাতীয় প্রাণীর নাম কী?
উত্তর : এপ।
5. গাছ থেকে নেমে যারা দু’পায়ে দাঁড়াতে চেষ্টা করেছিল তাদের কী বলা হয়?
উত্তর : হোমিনিড।
6. খুব পুরোনো বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়?
উত্তর : আদিম।
7. সবচেয়ে প্রাচীন মানবগোষ্ঠীর নাম কী?
উত্তর : অস্ট্রালোপিথেকাস।
8. অস্ট্রালোপিথেকাস কোন জিনিস যন্ত্র হিসেবে ব্যবহার করত?
উত্তর : গাছের ডাল।
9. শক্ত চোয়াল কার বৈশিষ্ট্য?
উত্তর : অস্ট্রালোপিথেকাস।
10. ‘দক্ষ মানুষ’ কাকে বলা হয়?
উত্তর : হোমো হাবিলিস।
11. প্রথম পাথরের অস্ত্র বানায় কারা?
উত্তর : হোমো হাবিলিস।
12. সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে পারে কোন মানবগোষ্ঠী?
উত্তর : হোমো ইরেক্টাস।
13. আগুন প্রথম ব্যবহার করে কোন মানবগোষ্ঠী?
উত্তর : হোমো ইরেক্টাস।
14. Achulean হাত কুঠার কোন মানবগোষ্ঠীর সৃষ্টি?
উত্তর : হোমো ইরেক্টাস।
15. আধুনিক মানুষের নাম কী?
উত্তর : হোমো স্যাপিয়েন্স।
- প্রাচীনতম পাথরের হাতিয়ার
- হোমো হাবিলিস
- লুসি
- অস্ট্রালোপিথেকাস
- মধ্যপ্রদেশের ভীমবেটকা
- হোমো ইরেকটাস
- হাত কুঠার
- মেহেরগড়
16. বড় পশু শিকার করত কারা?
উত্তর : হোমো স্যাপিয়েন্স।
17. তীক্ষ্ণ অস্ত্রের একটি উদাহরণ লেখো।
উত্তর : বর্শা।
18. পাথরের যুগ কয়টি?
উত্তর : তিনটি।
19. সবচেয়ে প্রাচীন পাথরের যুগ কোনটি?
উত্তর : পুরনো পাথরের যুগ।
20. পশুপালন শুরু হয় কোন যুগে?
উত্তর : মাঝের পাথরের যুগে।
21. কৃষিকাজ শুরু হয় কোন যুগে?
উত্তর : নতুন পাথরের যুগে।
22. যাযাবর জীবনের বিপরীত কী?
উত্তর : স্থায়ী বসতি।
23. আগুন জ্বালানোর পদ্ধতির নাম কী?
উত্তর : ঘর্ষণ।
24. পোড়া মাংস খেয়ে কী বৃদ্ধি পায়?
উত্তর : বুদ্ধি।
25. ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের কী কম পাওয়া যায়?
উত্তর : কঙ্কাল।
26. লুসি কোন প্রজাতির কঙ্কাল?
উত্তর : অস্ট্রালোপিথেকাস।
27. লুসি কোথায় পাওয়া যায়?
উত্তর : হাদার।
28. নর্মদা উপত্যকায় কী পাওয়া গেছে?
উত্তর : মানুষের মাথার খুলি।
29. গুহাচিত্রের জন্য বিখ্যাত স্থান কোনটি?
উত্তর : ভীমবেটকা।
30. হাল্লা খাল কোথায় অবস্থিত?
উত্তর : হুন্সগিতে।
31. আদমগড় কোথায় অবস্থিত?
উত্তর : মধ্যপ্রদেশে।
32. মহাদহা কোথায় অবস্থিত?
উত্তর : উত্তরপ্রদেশে।
33. বাগোড় কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : রাজস্থানে।
34. প্রাচীনতম কৃষিভিত্তিক বসতির নাম কী?
উত্তর : মেহেরগড়।
35. চিরান্দ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : বিহারে।
36. হাড়ের হাতিয়ার কোথায় পাওয়া গেছে?
উত্তর : চিরান্দে।
37. উন্নত তামা গলানোর প্রযুক্তি পাওয়া যায় কোথায়?
উত্তর : আহারে।
38. পুরনো পাথরের যুগে মানুষ কী পরত?
উত্তর : পশুর চামড়া।
39. মাঝের পাথরের যুগে কোন যন্ত্রের ব্যবহার জানা ছিল না?
উত্তর : চাকা।
40. সমাজে ভেদাভেদ ছিল না—কোন যুগে?
উত্তর : নতুন পাথরের যুগে।
41. সভ্যতার লক্ষণ কখন দেখা যায়?
উত্তর : নতুন পাথরের যুগের শেষে।
42. সরাইনহর রাইতে কোন ধরনের যন্ত্র পাওয়া গেছে?
উত্তর : যাতার মতো যন্ত্র।
43. শিবালিক পর্বত কোন রাজ্যে?
উত্তর : হিমাচল প্রদেশে।
44. পটোয়ার মালভূমি কোথায় অবস্থিত?
উত্তর : পাকিস্তানে।
45. দিদওয়ানা কোথায় অবস্থিত?
উত্তর : রাজস্থানে।
46. নেভাসা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর : মহারাষ্ট্রে।
47. পুরনো পাথরের যুগের জীবন কেমন ছিল?
উত্তর : কষ্টকর।
48. আদিম মানুষ কীভাবে খাবার খেত?
উত্তর : ভাগাভাগি করে।
49. আদিম মানুষের প্রধান আশ্রয় কী?
উত্তর : গুহা।
50. সংস্কৃতি ও সভ্যতা কি এক?
উত্তর : না।
মানুষ একমাত্র প্রাণী যারা [বুড়ো আঙ্গুল] ব্যবহার করে। অস্ট্রেলিপিথেকাস [40 - 30 লক্ষ] বছর আগে ছিল। হোমো হাবিলিস প্রথম [পাথরের] হাতিয়ার তৈরি করে। হোমো ইরেকটাস প্রথম [আগুন] ব্যবহার করতে শেখে।
পুরনো পাথরের যুগে মানুষ [ফলমূল] সংগ্রহ করত। মাঝের পাথরের যুগে [পশুপালন] শুরু হয়। নতুন পাথরের যুগে [মাটির পাত্র] তৈরি শুরু হয়। আগুন ব্যবহারে মানুষের [বুদ্ধির] বিকাশ ঘটে।
ভীমবেটকা গুহাচিত্রে [লাল] রং বেশি ব্যবহৃত হয়েছে। নতুন পাথরের যুগে মানুষ [যাযাবর] জীবন ত্যাগ করে। মানুষের প্রথম জরুরি আবিষ্কার [আগুন]।
শূন্যস্থান পূরণ (51–70)
51. মানুষ একমাত্র প্রাণী যারা ______ ব্যবহার করে জিনিস ধরতে পারে।
উত্তর : বুড়ো আঙুল।
52. অস্ট্রালোপিথেকাস ______ লক্ষ বছর আগে ছিল।
উত্তর : ৪০–৩০।
53. হোমো হাবিলিস প্রথম ______ হাতিয়ার তৈরি করে।
উত্তর : পাথরের।
54. হোমো ইরেক্টাস প্রথম ______ ব্যবহার করতে শেখে।
উত্তর : আগুন।
55. পুরনো পাথরের যুগে মানুষ ______ সংগ্রহ করত।
উত্তর : ফলমূল।
56. মাঝের পাথরের যুগে ______ শুরু হয়।
উত্তর : পশুপালন।
57. নতুন পাথরের যুগে ______ পাত্র তৈরি শুরু হয়।
উত্তর : মাটির।
58. আগুন ব্যবহারে মানুষের ______ বিকাশ ঘটে।
উত্তর : বুদ্ধির।
59. ভীমবেটকার গুহাচিত্রে ______ রঙ বেশি ব্যবহৃত হয়েছে।
উত্তর : লাল।
60. নর্মদা উপত্যকার খুলি ______ বছরের পুরোনো।
উত্তর : ১ লক্ষ ৩০ হাজারের বেশি।
61. হুন্সগিতে খনন কাজ হয় ______ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯৮৩।
62. ভীমবেটকা আবিষ্কৃত হয় ______ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯৫৭।
63. লুসি আবিষ্কৃত হয় ______ খ্রিস্টাব্দে।
উত্তর : ১৯৭৪।
64. মাঝের পাথরের যুগে ভেড়া বা ______ জাতীয় পশুর হাড় পাওয়া যায়নি।
উত্তর : ছাগল।
65. আদিম মানুষ পশুর ______ ও গাছের ______ পরত।
উত্তর : চামড়া, ছাল।
66. বাগোড়ে শিকার ও ______ উভয়ই প্রচলিত ছিল।
উত্তর : পশুপালন।
67. হোমো স্যাপিয়েন্স আগুনে মাংস ______ খেত।
উত্তর : পুড়িয়ে।
68. নতুন পাথরের যুগে মানুষ ______ জীবন ত্যাগ করে।
উত্তর : যাযাবর।
69. সমাজ ______ ও উন্নত হতে থাকে।
উত্তর : জটিল।
70. সভ্যতার লক্ষণ ফুটে ওঠে নতুন পাথরের যুগের ______ দিকে।
উত্তর : শেষের।
সঠিক উত্তর নির্বাচন (71–85)
71. আদিম মানুষের প্রথম খাদ্য কী?
উত্তর : কাঁচা মাংস ও ফলমূল।
72. প্রথম পাথরের হাতিয়ার বানায় কারা?
উত্তর : হোমো হাবিলিস।
73. Achulean হাত কুঠার কোন মানবগোষ্ঠীর?
উত্তর : হোমো ইরেক্টাস।
74. কৃষিকাজ শুরু হয় কোন যুগে?
উত্তর : নতুন পাথরের যুগে।
75. গুহাচিত্র পাওয়া গেছে কোথায়?
উত্তর : ভীমবেটকায়।
76. হাড়ের হাতিয়ার পাওয়া যায় কোথায়?
উত্তর : চিরান্দে।
77. যাতার মতো যন্ত্র পাওয়া গেছে কোথায়?
উত্তর : সরাইনহর রাইতে।
78. উন্নত তামা গলানোর প্রযুক্তি পাওয়া যায় কোথায়?
উত্তর : আহারে।
79. গবাদি পশু ও কুকুরের হাড় পাওয়া গেছে কোথায়?
উত্তর : আদমগড়ে।
80. প্রাচীনতম কৃষিভিত্তিক বসতি কোনটি?
উত্তর : মেহেরগড়।
81. পুরনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত?
উত্তর : গুহায় ও খোলা আকাশের নিচে।
82. মাঝের পাথরের যুগে হাতিয়ার কেমন হয়?
উত্তর : ছোট ও ধারালো।
83. নতুন পাথরের যুগে কোন পাত্র তৈরি হয়?
উত্তর : মাটির পাত্র।
84. ভীমবেটকার ছবিতে মানুষের সঙ্গে কোন প্রাণী দেখা যায়?
উত্তর : কুকুর।
85. আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কী?
উত্তর : আগুন।
কোনটি আলাদা (86–95)
86. হুন্সগি, দিদওয়ানা, নেভাসা, চিরান্দ
উত্তর : চিরান্দ।
87. শিকার, পশুপালন, কৃষিকাজ, লেখা
উত্তর : লেখা।
88. অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, বাঘ
উত্তর : বাঘ।
89. লাল, সাদা, হলুদ, নীল (ভীমবেটকা প্রসঙ্গে)
উত্তর : নীল।
90. গুহা, বসতি, ঘর, মাঠ
উত্তর : মাঠ।
91. গাছের ছাল, পশুর চামড়া, লতা, কাপড়
উত্তর : কাপড়।
92. হোমো স্যাপিয়েন্স, বর্শা, কৃষিকাজ, আগুন
উত্তর : কৃষিকাজ।
93. শোয়ান উপত্যকা, পটোয়ার মালভূমি, মেহেরগড়, শিবালিক
উত্তর : মেহেরগড়।
94. কুকুর, গবাদি পশু, ভেড়া, ছাগল (মাঝের পাথরের যুগ)
উত্তর : ভেড়া।
95. গাছের ডাল, পাথর, ছোরা, কলম
উত্তর : কলম।
বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও (96)
96. কৃষিকাজ – পশুপালন – ভীমবেটকা – হুন্সগি
উত্তর : কৃষিকাজ–নতুন পাথরের যুগ, পশুপালন–মাঝের পাথরের যুগ, ভীমবেটকা–মধ্যপ্রদেশ, হুন্সগি–কর্ণাটক।
এক বা দুই বাক্যে উত্তর (97–115)
97. আদিম মানুষ কেন দলবদ্ধভাবে থাকত?
উত্তর : শিকার ও নিরাপত্তার সুবিধার জন্য।
98. আদিম মানুষ কেন যাযাবর ছিল?
উত্তর : খাদ্য ও আশ্রয়ের সন্ধানে।
99. আগুন ব্যবহারে কী সুবিধা হয়েছিল?
উত্তর : শীত থেকে রক্ষা ও খাবার পুড়িয়ে খাওয়া।
100. পুরনো পাথরের যুগের জীবন কেমন ছিল?
উত্তর : অত্যন্ত কষ্টকর।
101. মাঝের পাথরের যুগে বসতির কী পরিবর্তন ঘটে?
উত্তর : গুহার বাইরে ছোট বসতি গড়ে ওঠে।
102. নতুন পাথরের যুগে সমাজ কেমন ছিল?
উত্তর : ভেদাভেদহীন ও স্থায়ী।
103. লুসির গুরুত্ব কী?
উত্তর : আদিম মানুষের গঠন সম্পর্কে ধারণা দেয়।
104. ভীমবেটকার গুহাচিত্র কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : আদিম মানুষের জীবনযাপন বোঝা যায়।
105. হুন্সগিকে কেন গুরুত্বপূর্ণ ধরা হয়?
উত্তর : এখানে পাথরের হাতিয়ার তৈরি হতো।
106. বাগোড়ের গুরুত্ব লেখো।
উত্তর : শিকার ও পশুপালনের প্রমাণ মেলে।
107. মেহেরগড় কেন বিখ্যাত?
উত্তর : প্রাচীনতম কৃষিভিত্তিক বসতি।
108. আহারের বিশেষত্ব কী?
উত্তর : তামা গলানোর উন্নত প্রযুক্তি।
109. চিরান্দ কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : হাড়ের হাতিয়ারের জন্য।
110. সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য লেখো।
উত্তর : সংস্কৃতি জীবনধারা, সভ্যতা উন্নত সমাজব্যবস্থা।
111. আদিম মানুষ কী ধরনের পোশাক পরত?
উত্তর : পশুর চামড়া ও গাছের ছাল।
112. আদিম মানুষ কীভাবে খাবার ভাগ করত?
উত্তর : দলবদ্ধভাবে ভাগাভাগি করে।
113. নর্মদা উপত্যকার খুলি কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : প্রাচীন মানব উপস্থিতির প্রমাণ।
114. সমাজ কখন জটিল হতে শুরু করে?
উত্তর : নতুন পাথরের যুগে।
115. সভ্যতার লক্ষণ কবে স্পষ্ট হয়?
উত্তর : নতুন পাথরের যুগের শেষ দিকে।
রচনাধর্মী প্রশ্ন (116–120)
116. আদিম মানুষের বিবর্তনের ধাপগুলি লেখো।
উত্তর : অস্ট্রালোপিথেকাস থেকে হোমো হাবিলিস, পরে হোমো ইরেক্টাস এবং সবশেষে হোমো স্যাপিয়েন্সের উদ্ভব ঘটে।
117. তিনটি পাথরের যুগের বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তর : পুরনো যুগে শিকার, মাঝের যুগে পশুপালন এবং নতুন যুগে কৃষিকাজ শুরু হয়।
118. আগুন আবিষ্কারের গুরুত্ব লেখো।
উত্তর : আগুন মানুষকে শীত, জন্তু ও খাদ্য পরিবর্তনে সাহায্য করে।
119. ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের নিদর্শন আলোচনা করো।
উত্তর : ভীমবেটকা, হুন্সগি, নর্মদা উপত্যকা ইত্যাদি স্থানে নিদর্শন পাওয়া যায়।
120. নতুন পাথরের যুগকে কেন সভ্যতার সূচনাকাল বলা হয়?
উত্তর : এই যুগে স্থায়ী বসতি, কৃষিকাজ ও সমাজব্যবস্থা গড়ে ওঠে।
চিত্রভিত্তিক প্রশ্ন (121–126)
121. হোমিনিড থেকে হোমো স্যাপিয়েন্সে রূপান্তরের চিত্রে প্রথম পরিবর্তন কী?
উত্তর : সোজা হয়ে দাঁড়ানো।
122. ওই চিত্রে কোন পর্যায়ে হাতিয়ার প্রথম দেখা যায়?
উত্তর : হোমো হাবিলিস পর্যায়ে।
123. চিত্রে আগুন ব্যবহারের ধাপ কোনটি?
উত্তর : হোমো ইরেক্টাস।
124. পাথরে পাথরে ঠুকে অস্ত্র বানানোর চিত্র থেকে কী বোঝা যায়?
উত্তর : প্রাথমিক হাতিয়ার তৈরির পদ্ধতি।
125. ধারালো অস্ত্র তৈরির চিত্র কোন যুগ নির্দেশ করে?
উত্তর : নতুন পাথরের যুগ।
126. চিত্রে দলবদ্ধ শিকার কী নির্দেশ করে?
উত্তর : সামাজিক সহযোগিতা।
দুই থেকে তিনটি বাক্যে উত্তর দাও (অতিরিক্ত প্রশ্ন)
127. মানুষকে ইতিহাসের কেন্দ্রে রাখা হয় কেন?
উত্তর : মানুষের কাজকর্ম, চিন্তাভাবনা ও জীবনযাপন থেকেই ইতিহাস গড়ে ওঠে। তাই ইতিহাস বলতে মূলত মানুষ ও তার কর্মকাণ্ডের কথাই বোঝানো হয়।
128. বুড়ো আঙুল মানুষের বিবর্তনে কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : বুড়ো আঙুল দিয়ে মানুষ জিনিস শক্ত করে ধরতে পারে। এর ফলে হাতিয়ার তৈরি ও ব্যবহার সহজ হয় এবং মানুষের জীবনযাত্রা উন্নত হয়।
129. গাছ থেকে নেমে আসা এপদের জীবনে কী পরিবর্তন ঘটে?
উত্তর : গাছ থেকে নেমে আসার ফলে তারা দু’পায়ে দাঁড়াতে শেখে। এতে হাত মুক্ত হয় এবং হাতিয়ার ব্যবহারের সুযোগ তৈরি হয়।
130. অস্ট্রালোপিথেকাসকে আদিম মানুষ বলা হয় কেন?
উত্তর : তারা খুব প্রাচীন সময়ে বাস করত এবং সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে পারত না। তাদের জীবনযাপন ছিল খুবই সরল ও প্রাথমিক।
131. হোমো হাবিলিসকে মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ধরা হয় কেন?
উত্তর : হোমো হাবিলিস প্রথম পাথরের হাতিয়ার তৈরি করে। এই হাতিয়ার মানুষের জীবনযাত্রাকে আরও কার্যকর করে তোলে।
132. হোমো ইরেক্টাসের জীবন হোমো হাবিলিসের থেকে কীভাবে আলাদা ছিল?
উত্তর : হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারত এবং শিকার করত। তারা আগুন ব্যবহার করত, যা হোমো হাবিলিস জানত না।
133. আগুন আবিষ্কার মানুষের খাদ্যাভ্যাসে কী পরিবর্তন আনে?
উত্তর : আগুন ব্যবহারে মানুষ মাংস পুড়িয়ে খেতে শেখে। এতে খাবার সহজপাচ্য হয় এবং শরীরের শক্তি বাড়ে।
134. পুরনো পাথরের যুগে মানুষের জীবন কেন কষ্টকর ছিল?
উত্তর : এই যুগে মানুষ শিকার ও ফলমূল সংগ্রহের ওপর নির্ভরশীল ছিল। প্রাকৃতিক বিপদ ও পশুর আক্রমণের ঝুঁকি ছিল বেশি।
135. মাঝের পাথরের যুগকে পরিবর্তনের যুগ বলা হয় কেন?
উত্তর : এই যুগে মানুষ শুধু শিকার না করে পশুপালনও শুরু করে। পাশাপাশি গুহার বাইরে ছোট বসতি গড়ে ওঠে।
136. নতুন পাথরের যুগে মানুষের জীবনে কী বড় পরিবর্তন আসে?
উত্তর : মানুষ কৃষিকাজ শুরু করে এবং স্থায়ী বসতি স্থাপন করে। এর ফলে সমাজ ধীরে ধীরে সংগঠিত ও উন্নত হয়।
137. ভীমবেটকার গুহাচিত্র থেকে আদিম মানুষের কোন দিকটি জানা যায়?
উত্তর : গুহাচিত্র থেকে তাদের শিকার, পশু ও দৈনন্দিন জীবনের চিত্র জানা যায়। এটি আদিম মানুষের চিন্তাভাবনার পরিচয় দেয়।
138. নর্মদা উপত্যকার মানুষের খুলি কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : এই খুলি প্রমাণ করে যে বহু প্রাচীনকাল থেকেই এই অঞ্চলে মানুষ বাস করত। এটি উপমহাদেশে আদিম মানুষের উপস্থিতির প্রমাণ।
139. হুন্সগিকে পাথরের হাতিয়ার তৈরির কেন্দ্র বলা হয় কেন?
উত্তর : এখানে বিপুল পরিমাণ পাথরের হাতিয়ার পাওয়া গেছে। এতে বোঝা যায়, এই স্থানে হাতিয়ার তৈরি করা হতো।
140. বাগোড়ের আবিষ্কার আদিম মানুষের জীবন সম্পর্কে কী জানায়?
উত্তর : বাগোড়ে শিকার ও পশুপালনের প্রমাণ পাওয়া গেছে। এতে বোঝা যায়, এখানকার মানুষ দুই ধরনের জীবনযাপনই করত।
141. মেহেরগড়কে সভ্যতার সূচনার সঙ্গে যুক্ত করা হয় কেন?
উত্তর : এখানে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেছে। কৃষিকাজ মানুষের স্থায়ী জীবন ও সমাজ গঠনে সাহায্য করে।
142. চিরান্দে হাড়ের হাতিয়ার পাওয়া যাওয়ার গুরুত্ব কী?
উত্তর : হাড়ের হাতিয়ার মানুষের প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেয়। এটি নতুন পাথরের যুগের উন্নত জীবনযাত্রার প্রমাণ।
143. আদিম মানুষের দলবদ্ধ জীবন সমাজ গঠনে কীভাবে সাহায্য করে?
উত্তর : দলবদ্ধভাবে থাকায় শিকার ও আত্মরক্ষা সহজ হয়। এতে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে।
144. নতুন পাথরের যুগে সমাজ কেন জটিল হতে থাকে?
উত্তর : কৃষিকাজ ও স্থায়ী বসতির ফলে মানুষের সংখ্যা বাড়ে। কাজের বিভাজন শুরু হওয়ায় সমাজ আরও জটিল হয়।
145. সংস্কৃতি ও সভ্যতা আলাদা হলেও দুটির মধ্যে সম্পর্ক কী?
উত্তর : সংস্কৃতি মানুষের জীবনযাপনের ধরন প্রকাশ করে। সেই সংস্কৃতির ওপর ভিত্তি করেই সভ্যতা গড়ে ওঠে।
1 মানুষের ইতিহাস কী নিয়ে গঠিত?
কেবল রাজাদের যুদ্ধ
মানুষ ও তার কাজকর্ম
প্রাকৃতিক বিপর্যয়
শিকারের কাহিনী
2 মানুষ একমাত্র প্রাণী যাদের কোন আঙুল কোনো কিছু ধরতে বিশেষ সাহায্য করে?
তর্জনী
মধ্যমা
বুড়ো আঙুল
কনিষ্ঠা
3 আফ্রিকার পূর্ব অংশে বাস করা লেজবিহীন বানর সদৃশ প্রাণীদের কী বলা হতো?
শিম্পাঞ্জি
এপ (Ape)
ওরাঙ্গুটান
গরিলা
4 খাবারের খোঁজে গাছ থেকে নেমে আসা ও দুপায়ে দাঁড়ানোর চেষ্টা করা দলটিকে কী বলা হয়?
হোমিনিড
এপ
প্রাইমেট
নৃশংস
5 অস্ট্রালোপিথেকাসরা কত বছর আগে পৃথিবীতে ছিল?
৫০-৪০ লক্ষ
৪০-৩০ লক্ষ
৩০-২০ লক্ষ
২০-১০ লক্ষ
6 অস্ট্রালোপিথেকাসদের প্রধান খাদ্য কী ছিল?
কাঁচা মাংস
ভাত ও ডাল
শক্ত বাদাম ও শুকনো ফল
মাছ
7 প্রথম পাথরের অস্ত্র বানিয়েছিল কোন প্রজাতির মানুষ?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
8 হোমো হাবিলিস কত বছর আগে ছিল?
৪০-৩০ লক্ষ
২৬-১৭ লক্ষ
২০-৫ লক্ষ
২ লক্ষ
9 হ্যান্ডি ম্যান\' বা \'দক্ষ মানুষ\' কাকে বলা হয়?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
10 দু পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারত কোন প্রজাতি?
এপ
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
অস্ট্রালোপিথেকাস
11 প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন মানুষ?
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
হোমো হাবিলিস
অস্ট্রালোপিথেকাস
এক ধরণের পাথর
এক ধরণের হাত কুঠার
একটি গুহার নাম
একটি খাবারের নাম
13 হোমো স্যাপিয়েন্স কত বছর আগে পৃথিবীতে এসেছিল?
৩ লক্ষ ৫০ হাজার
২ লক্ষ ৩০ হাজার
১ লক্ষ
৫০ হাজার
14 বর্শা বা তীক্ষ্ণ অস্ত্র কোন আদিম মানুষ তৈরি করত?
হোমো ইরেক্টাস
হোমো হাবিলিস
হোমো স্যাপিয়েন্স
অস্ট্রালোপিথেকাস
15 পুরনো পাথরের যুগের আনুমানিক সময়কাল কত?
২০ লক্ষ-১০ হাজার খ্রি:পূ:
১০ হাজার-৮ হাজার খ্রি:পূ:
৮ হাজার-৪ হাজার খ্রি:পূ:
৪ হাজার-২ হাজার খ্রি:পূ:
16 পুরনো পাথরের যুগের হাতিয়ার কেমন ছিল?
ছোট ও হালকা
তীক্ষ্ণ ও মসৃণ
বড়, ভারী ও এবড়োখেবড়ো
তামার তৈরি
17 মাঝের পাথরের যুগের সময়কাল কত?
২০ লক্ষ-১০ হাজার খ্রি:পূ:
১০ হাজার-৮ হাজার খ্রি:পূ:
৮ হাজার-৪ হাজার খ্রি:পূ:
৫ হাজার-৩ হাজার খ্রি:পূ:
18 ছোট ও হালকা পাথরের হাতিয়ার কোন যুগে দেখা যায়?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
তামার যুগ
19 পশুপালন কোন যুগে শুরু হয়?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
আধুনিক যুগ
20 নতুন পাথরের যুগের সময়কাল কত?
১০ হাজার-৮ হাজার খ্রি:পূ:
৮ হাজার-৪ হাজার খ্রি:পূ:
২ হাজার-১ হাজার খ্রি:পূ:
১ লক্ষ বছর আগে
21 স্থায়ী বসতি স্থাপন ও কৃষিকাজ শুরু হয় কোন যুগে?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
লৌহ যুগ
22 আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল?
দেশলাই দিয়ে
পাথরে পাথরে ঘর্ষণে
বিদ্যুৎ চমকালে
সূর্যের আলোয়
23 আগুনে পোড়া মাংস খাওয়ার ফলে আদিম মানুষের শরীরে কী বদল ঘটে?
শরীর দুর্বল হয়
মস্তিষ্কের বিকাশ ও গায়ের জোর বাড়ে
মানুষ অলস হয়ে যায়
মানুষের উচ্চতা কমে যায়
একটি গুহা
একটি প্রাচীন হাতিয়ার
একটি আদিম কঙ্কাল
একটি নদীর নাম
25 লুসি কোথায় পাওয়া গিয়েছিল?
ভারত
মিশর
আফ্রিকার ইথিওপিয়া
চীন
26 উপমহাদেশের কোথায় ১ লক্ষ ৩০ হাজার বছরের পুরনো মাথার খুলি পাওয়া গেছে?
নর্মদা উপত্যকা
শোয়ান উপত্যকা
গঙ্গা উপত্যকা
সিন্ধু উপত্যকা
27 ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত?
রাজস্থান
মধ্যপ্রদেশ
কর্ণাটক
মহারাষ্ট্র
28 ভীমবেটকা গুহা কত সালে আবিষ্কৃত হয়?
29 ভীমবেটকার গুহাচিত্রে কোন রঙের ব্যবহার সবথেকে বেশি?
নীল ও হলুদ
সাদা ও লাল
সবুজ ও কালো
কমলা
30 গুহাচিত্রে মানুষের সাথে কোন পশু দেখা যায়?
31 হুন্সগি (Hunsgi) অঞ্চলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
তামিলনাড়ু
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ
কেরল
32 হল্লা খাল (Halla Khal) কোথায় অবস্থিত?
শোয়ান উপত্যকা
হুন্সগি
দিদওয়ানা
নেভাসা
33 আদিম মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচতে কী পরত?
সুতির জামা
পশুর চামড়া ও গাছের ছাল
রেশমি কাপড়
লোহার পোশাক
34 যাতার মতো পিষাই করার পাথর কোথায় দেখা গেছে?
ভীমবেটকা
সরাইনহর রাই
মেহেরগড়
শোয়ান
35 সমাধি বা কবরের নিদর্শন কোথায় পাওয়া গেছে?
সরাইনহর রাই ও মহাদহা
শোয়ান ও দিদওয়ানা
নেভাসা ও চিরান্দ
হুন্সগি
36 গবাদি পশু ও কুকুরের ৮ হাজার বছর আগের হাড় কোথায় পাওয়া গেছে?
আদমগড়
মেহেরগড়
দিদওয়ানা
চিরান্দ
37 বাগোড় (Bagor) কোথায় অবস্থিত?
গুজরাট
রাজস্থান
পাঞ্জাব
হরিয়ানা
38 মেহেরগড় কোন ধরণের সভ্যতার নিদর্শন?
নগর ভিত্তিক
কৃষি ভিত্তিক
কেবল বাণিজ্য ভিত্তিক
শিকার ভিত্তিক
39 চিরান্দ (Chirand) কোথায় অবস্থিত?
বিহার
উত্তরপ্রদেশ
উড়িষ্যা
ঝাড়খণ্ড
40 হরিণের হাড়ের তৈরি প্রচুর হাতিয়ার কোথায় পাওয়া গেছে?
মেহেরগড়
চিরান্দ
আহার
বাগোড়
41 উন্নত মানের তামা গলানোর প্রযুক্তি কোথায় দেখা যায়?
মেহেরগড়
আহার (রাজস্থান)
চিরান্দ
নেভাসা
42 আদিম মানুষ যাযাবর ছিল কেন?
ভ্রমণের নেশায়
খাদ্য ও আশ্রয়ের সন্ধানে
বাণিজ্য করতে
যুদ্ধ করতে
43 নতুন পাথরের যুগের শেষের দিকে কোন বৈশিষ্ট ফুটে ওঠে?
সভ্যতা
কেবল শিকার
অস্ত্র ধ্বংস
অন্ধকার যুগ
44 পাঞ্জাবের পটোয়ার মালভূমি ও কাশ্মীরের শোয়ান উপত্যকায় কোন যুগের হাতিয়ার মেলে?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
তামার যুগ
45 দিদওয়ানা (Didwana) কোন রাজ্যে অবস্থিত?
পাঞ্জাব
রাজস্থান
হিমাচল
গুজরাট
46 মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থলের নাম কী?
হুন্সগি
নেভাসা
ভীমবেটকা
চিরান্দ
47 মাঝের পাথরের যুগে মাটির পাত্র কীভাবে বানানো হতো?
চাকার সাহায্যে
হাত দিয়ে
ছাঁচে ফেলে
মেশিনে
48 হুন্সগিতে কত লক্ষ বছর আগের হাতিয়ার পাওয়া গেছে?
১-২ লক্ষ
৫-৬ লক্ষ
১০-১২ লক্ষ
২০ লক্ষ
49 আদিম মানুষের জোট বা দল বাঁধার মূল কারণ কী ছিল?
একাকীত্ব দূর করা
হিংস্র পশুর থেকে বাঁচা ও বড় পশু শিকার
গান গাওয়া
খেলাধুলা করা
50 কবে আফ্রিকার ইথিওপিয়ায় লুসি পাওয়া গিয়েছিল?
51 আদিম মানুষের একদল কেন গভীর জঙ্গল ছেড়ে নিচে নেমে এসেছিল?
খেলার জন্য
খাবারের খোঁজে
জঙ্গলে আগুন লাগায়
শত্রুর ভয়ে
52 অস্ট্রালোপিথেকাসরা যন্ত্র হিসেবে কী ব্যবহার করত?
পাথরের কুঠার
লোহার তলোয়ার
গাছের ডাল
মাটির পাত্র
53 হোমো হাবিলিসরা কীভাবে থাকতে পছন্দ করত?
একা একা
শহরে
দলবদ্ধভাবে
নদীর নিচে
54 হোমো ইরেক্টাসরা প্রধানত কোথায় বাস করত?
মাটির নিচে
গাছের ওপর
গুহায়
পাকা বাড়িতে
55 বর্শার মতো তীক্ষ্ণ অস্ত্র তৈরি করা কোন প্রজাতির মানুষের প্রধান বৈশিষ্ট্য?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
56 পুরনো পাথরের যুগে মানুষের প্রধান খাদ্য কী ছিল?
রান্না করা ভাত
ফলমূল জোগাড় করে খাওয়া
মাছ চাষ
মিষ্টি
57 পুরনো পাথরের যুগে মানুষের আশ্রয়স্থল কোথায় ছিল?
পাকা বাড়ি
তাঁবু
খোলা আকাশ বা গুহা
মাটির ঘর
58 মাঝের পাথরের যুগে মানুষ গুহা থেকে বেরিয়ে কী শুরু করল?
শহর তৈরি
ছোট ছোট বসতি তৈরি
বিদেশে যাওয়া
কলকারখানা করা
59 মাটির পাত্র বানানো প্রথম কোন যুগে শুরু হয়?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
লৌহ যুগ
60 আদিম মানুষ গুহার ভেতরে আগুন জ্বালিয়ে কী করত?
খেলত
নিভতে দিত না
নাচ করত
ছবি আঁকত
61 ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের কোন জিনিসটি তেমন একটা পাওয়া যায় না?
পাথরের হাতিয়ার
মাটির পাত্র
হাড়গোড়
গুহাচিত্র
62 হিমাচল প্রদেশের কোন অঞ্চলে পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে?
শিবালিক পর্বত
শিমলা
কুলু
মানালি
63 পুরনো পাথরের যুগের মানুষেরা ঠান্ডার হাত থেকে বাঁচতে কী ব্যবহার করত?
পশমের সোয়েটার
পশুর চামড়া ও গাছের ছাল
আগুন ছাড়া আর কিছু নয়
রেশমি কাপড়
64 ভীমবেটকা গুহার ছবিগুলোতে সাদা ও লাল ছাড়া আর কোন রঙের ব্যবহার আছে?
কালো ও নীল
সবুজ ও হলুদ
বেগুনি
ধুসর
65 ভীমবেটকার ছবিতে কোন ছোট প্রাণীর ছবি দেখা যায়?
ইঁদুর
কাঠবিড়ালি
পিঁপড়ে
মশা
66 হুন্সগিতে যে \'হাল্লা খাল\' আছে সেটি খুঁড়ে কত বছর আগের হাতিয়ার মিলেছে?
১-২ লক্ষ
৫-৬ লক্ষ
১০ লক্ষ
২ লক্ষ
67 হুন্সগিতে পাওয়া হাতিয়ারগুলো মূলত কী ধরণের ছিল?
বর্শা ও তীর
কুড়ুল ও ছোরা
লাঙল
কাস্তে
68 সরাইনহর রাই এবং মহাদহাতে কবরের পাশাপাশি আর কী পাওয়া গেছে?
স্বর্ণালঙ্কার
সমাধি
লোহার তলোয়ার
কাগজ
69 নতুন পাথরের যুগের সমাজের প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
ভেদাভেদ ছিল
ভেদাভেদ ছিল না
রাজা ছিল
দাস প্রথা ছিল
70 সভ্যতার বৈশিষ্ট্যগুলি কোন যুগের শেষের দিক থেকে ফুটে উঠতে শুরু করে?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
তামার যুগ
71 পাথরের \'ছাল\' বা চটা ব্যবহার করে ধারালো অস্ত্র বানানোর পদ্ধতি কোন চিত্রে দেখা যায়?
প্রথম চিত্র
দ্বিতীয় চিত্র
তৃতীয় চিত্র
কোনোটিই নয়
72 আদিম মানুষের আগুনের ব্যবহারের ফলে তাদের শরীরে কোন পরিবর্তন ঘটেছিল?
উচ্চতা বৃদ্ধি
চোয়াল বড় হওয়া
বুদ্ধির বিকাশ ও শরীরের জোর বৃদ্ধি
চুল পড়া
73 উপমহাদেশের প্রাচীনতম \'কৃষিভিত্তিক\' অঞ্চল কোনটি?
চিরান্দ
মেহেরগড়
আহার
ভীমবেটকা
74 কোন আদিম মানুষটি প্রথম সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল?
হোমিনিড
অস্ট্রালোপিথেকাস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
75 আদিম মানুষের ইতিহাস পড়ার প্রধান উৎস কী?
বই
পাথরের হাতিয়ার ও প্রাচীন ধ্বংসাবশেষ
স্মৃতি কথা
ইন্টারনেট
1 আফ্রিকার পূর্ব অংশে বাস করা লেজবিহীন বানর সদৃশ প্রাণীদের কী বলা হতো?
শিম্পাঞ্জি
এপ (Ape)
গরিলা
ওরাঙ্গুটান
2 গাছ থেকে মাটিতে নেমে আসা মানুষ পরিবারের সদস্যদের এককথায় কী বলে?
প্রাইমেট
হোমিনিড
নৃশংস
বানর
3 মানুষ ছাড়া আর কোন প্রাণীর বুড়ো আঙুল কোনো কিছু ধরতে বিশেষ সাহায্য করে?
মানুষই একমাত্র
বানর
বাঘ
হাতি
4 অস্ট্রালোপিথেকাসরা আনুমানিক কত বছর আগে পৃথিবীতে ছিল?
৫০-৪০ লক্ষ বছর
৪০-৩০ লক্ষ বছর
৩০-২০ লক্ষ বছর
২০-১০ লক্ষ বছর
5 অস্ট্রালোপিথেকাসদের প্রিয় খাবার কী ছিল?
কাঁচা মাংস
শক্ত বাদাম ও শুকনো ফল
রান্না করা খাবার
মাছ
6 অস্ট্রালোপিথেকাসরা যন্ত্র হিসেবে কী ব্যবহার করত?
পাথরের কুঠার
লোহার ছুরি
গাছের ডাল
মাটির পাত্র
7 হ্যান্ডি ম্যান\' বা \'দক্ষ মানুষ\' কাদের বলা হয়?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
8 প্রথম পাথরের অস্ত্র বানিয়েছিল কোন প্রজাতির মানুষ?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
9 হোমো হাবিলিসরা আনুমানিক কত বছর আগে পৃথিবীতে ছিল?
৫০ লক্ষ
২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ
৫ লক্ষ
১০ হাজার
10 হোমো হাবিলিসরা খাবার হিসেবে সম্ভবত কী গ্রহণ করত?
রান্না করা মাংস
ফলমূল ও কাঁচা মাংস
শস্য
মাছ
11 বিবর্তনের ধারায় সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষের নাম কী?
এপ
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
অস্ট্রালোপিথেকাস
12 প্রথম আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল কোন মানুষ?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
13 হোমো ইরেক্টাসরা আনুমানিক কত বছর আগে পৃথিবীতে ছিল?
৪০ লক্ষ
২০ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার
১ লক্ষ
১০ হাজার
14 ইরেক্টাসরা দলবদ্ধভাবে কোথায় থাকতে শুরু করেছিল?
পাকা বাড়ি
গাছের ওপর
গুহায়
জলের নিচে
15 Achulean\' নামক হাত কুঠার কোন প্রজাতির আবিষ্কার?
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
আধুনিক মানুষ
16 হোমো স্যাপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ পৃথিবীতে কবে এল?
১০ লক্ষ বছর আগে
৫ লক্ষ বছর আগে
২ লক্ষ ৩০ হাজার বছর আগে
১০ হাজার বছর আগে
17 স্যাপিয়েন্সরা মাংস কীভাবে খেত?
কাঁচা
পুড়িয়ে বা ঝলসানো
সিদ্ধ করে
রোদে শুকিয়ে
18 বর্শার মতো তীক্ষ্ণ ও ধারালো অস্ত্র কারা তৈরি করত?
অস্ট্রালোপিথেকাস
হোমো হাবিলিস
হোমো ইরেক্টাস
হোমো স্যাপিয়েন্স
19 পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল?
কৃষিজীবী
স্থায়ী বসবাসকারী
যাযাবর ও শিকারি
ব্যবসায়ী
20 পুরনো পাথরের যুগের সময়কাল কোনটি?
২০ লক্ষ-১০ হাজার খ্রি.পূ.
১০ হাজার-৮ হাজার খ্রি.পূ.
৮ হাজার-৪ হাজার খ্রি.পূ.
১ হাজার বছর আগে
21 পুরনো পাথরের যুগের হাতিয়ার কেমন ছিল?
ছোট ও হালকা
বড়, ভারী ও অমসৃণ
তামার তৈরি
লোহার তৈরি
22 পুরনো পাথরের যুগের মানুষ কীসের পোশাক পরত?
সুতির জামা
পশুর চামড়া ও গাছের ছাল
রেশমি কাপড়
প্লাস্টিক
23 মাঝের পাথরের যুগের সময়কাল কত?
২০ লক্ষ-১০ হাজার খ্রি.পূ.
১০ হাজার-৮ হাজার খ্রি.পূ.
৮ হাজার-৪ হাজার খ্রি.পূ.
৫ হাজার বছর আগে
24 মাঝের পাথরের যুগে হাতিয়ারের কী পরিবর্তন হয়েছিল?
হাতিয়ার বড় হয়েছিল
ক্ষুদ্র ও হালকা হাতিয়ার
লোহার হাতিয়ার
হাতিয়ার ছিল না
25 পশুপালন কোন যুগে প্রথম শুরু হয়েছিল?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
লৌহ যুগ
26 মাঝের পাথরের যুগে গুহা থেকে বেরিয়ে মানুষ কোথায় থাকতে শুরু করল?
শহর
ছোট ছোট বসতি
জলের ওপর
গাছের ফোঁকরে
27 নতুন পাথরের যুগের সময়কাল কোনটি?
২০ লক্ষ-১০ হাজার খ্রি.পূ.
১০ হাজার-৮ হাজার খ্রি.পূ.
৮ হাজার-৪ হাজার খ্রি.পূ.
২ হাজার বছর আগে
28 নতুন পাথরের যুগের প্রধান সাফল্য কোনটি?
শিকার করা
চাকা ও মাটির পাত্র তৈরি
আগুনের আবিষ্কার
গাছে চড়া
29 যাযাবর জীবন ছেড়ে মানুষ স্থায়ী বসতি গড়ল কোন যুগে?
পুরনো পাথরের যুগ
মাঝের পাথরের যুগ
নতুন পাথরের যুগ
তাম্র যুগ
30 নতুন পাথরের যুগের হাতিয়ার কেমন ছিল?
খুবই ভারী
খুবই হালকা, ধারালো ও মসৃণ
এবড়োখেবড়ো
পাথরের ছিল না
31 আদিম মানুষ কীভাবে প্রথম আগুন জ্বালিয়েছিল?
দেশলাই দিয়ে
পাথরে পাথরে বা কাঠে ঘর্ষণে
বিদ্যুৎ চমকালে
সূর্যের আলোয়
32 আগুনে পোড়া মাংস খাওয়ার ফলে মানুষের চোয়াল কেমন হয়েছিল?
বড় ও শক্ত
ছোট ও সরু হতে শুরু করল
একই ছিল
ছিল না
33 আগুনের ব্যবহারের ফলে মানুষের কোন অংশের বিকাশ ঘটেছিল?
34 কেন আদিম মানুষ গুহায় আগুন নেভাতে চাইত না?
খেলার জন্য
আবার আগুন জ্বালানো কঠিন ছিল বলে
রান্না করতে
আলো দরকার ছিল না বলে
35 ১৯৭৪ সালে ইথিওপিয়ার হাদারে কী পাওয়া গিয়েছিল?
সোনার মোহর
লুসি নামক আদিম কঙ্কাল
লোহার তরবারি
পাথরের মূর্তি
36 লুসি আসলে কোন প্রজাতির মানুষের কঙ্কাল?
হোমো ইরেক্টাস
অস্ট্রালোপিথেকাস
হোমো স্যাপিয়েন্স
আধুনিক মানুষ
37 নর্মদা উপত্যকায় কত বছরের পুরনো খুলি পাওয়া গেছে?
১০ হাজার
১ লক্ষ ৩০ হাজার বছর
৫০ হাজার
১ কোটি
38 ভীমবেটকা গুহাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
রাজস্থান
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
মহারাষ্ট্র
39 ভীমবেটকা গুহা কত সালে আবিষ্কৃত হয়েছিল?
40 ভীমবেটকা গুহাচিত্রে কোন রঙ সবথেকে বেশি দেখা যায়?
নীল ও কালো
সাদা ও লাল
সবুজ ও হলুদ
কমলা
41 ভীমবেটকার ছবিতে মানুষের শিকারের সঙ্গী হিসেবে কাকে দেখা যায়?
42 হুন্সগি (Hunsgi) অঞ্চলটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
তামিলনাড়ু
কর্ণাটক
কেরল
অন্ধ্রপ্রদেশ
43 হুন্সগির \'হাল্লা খাল\' (Halla Khal) কেন বিখ্যাত?
মাছ চাষের জন্য
পুরনো পাথরের হাতিয়ার পাওয়ার জন্য
স্নানের জন্য
বাণিজ্যের জন্য
44 সরাইনহর রাই এবং মহাদহাতে কিসের নিদর্শন পাওয়া গেছে?
উঁচু বাড়ি
সমাধি
লোহার খনি
বাজার
45 আদমগড়ে পাওয়া গবাদি পশুর হাড়গুলো কত বছরের পুরনো?
১ হাজার বছর
৮ হাজার বছর
৫ লক্ষ বছর
১০ লক্ষ বছর
46 রাজস্থানের \'বাগোড়\' (Bagor) কেন গুরুত্বপূর্ণ প্রত্নস্থল?
নগর সভ্যতার জন্য
আদিম বসতি ও পশুর হাড় পাওয়ার জন্য
মন্দিরের জন্য
তৈল খনির জন্য
47 ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক সভ্যতা কোনটি?
হরপ্পা
মেহেরগড়
লোথাল
কালীবঙ্গান
48 মেহেরগড় বর্তমান কোন দেশে অবস্থিত?
ভারত
পাকিস্তান
আফগানিস্তান
বাংলাদেশ
49 বিহারের \'চিরান্দ\' (Chirand) থেকে কিসের হাতিয়ার পাওয়া গেছে?
লোহা
হরিণের হাড়
তামা
পাথরহীন কুঠার
50 রাজস্থানের \'আহার\' (Ahar) কোন বিশেষ প্রযুক্তির জন্য পরিচিত?
বস্ত্র বয়ন
তামা গলানো
কাচ তৈরি
মূর্তি গড়া
51 আদিম মানুষ কেন দল বেঁধে বা জোট বেঁধে থাকত?
খেলার জন্য
নিরাপত্তা ও বড় পশু শিকারের জন্য
উৎসব পালন করতে
বাণিজ্য করতে
52 নতুন পাথরের যুগের শেষের দিকে কী ফুটে উঠতে শুরু করে?
অন্ধকার যুগ
সভ্যতার বৈশিষ্ট্য
লোহার ব্যবহার
কলকারখানা
53 পাথরের \'ছাল\' বা চটা ব্যবহার করে উন্নত হাতিয়ার তৈরি কোন যুগে শুরু হয়?
পুরনো পাথরের শুরুর দিক
পুরনো পাথরের পরের দিক বা মাঝের যুগ
লৌহ যুগ
বর্তমান যুগ
54 আদিম মানুষের ইতিহাস পড়ার প্রধান উপাদান কোনটি?
বই
পাথরের হাতিয়ার
ভিডিও
চিঠি
55 ভীমবেটকার গুহাচিত্রগুলোতে কোন ছোট প্রাণীর ছবি দেখা গেছে?
ইঁদুর
কাঠবিড়ালি
পিঁপড়ে
মশা
56 নতুন পাথরের যুগে মানুষের প্রধান জীবিকা কী ছিল?
কেবল শিকার
ফল সংগ্রহ
কৃষিকাজ ও পশুপালন
চাকরি
ভেদাভেদহীন
খুব বৈষম্যপূর্ণ
ধনী-দরিদ্র ছিল
রাজা শাসিত
58 চাকার আবিষ্কার মানুষের জীবনে কী বদল এনেছিল?
গতি ও মাটির পাত্র তৈরি
মানুষ অলস হয়েছিল
পাথর ছোঁড়া বন্ধ হল
মানুষ উড়তে শিখল
59 হোমো স্যাপিয়েন্স শব্দের অর্থ কী?
দক্ষ মানুষ
সোজা মানুষ
বুদ্ধিমান মানুষ
বনমানুষ
60 ইতিহাসের অত্যন্ত পুরাতন কালকে কী বলা হয়?
আধুনিক যুগ
আদিম যুগ
বর্তমান কাল
ভবিষ্যৎ কাল