Class 9 Model activity Physical science part 4 new 2021 | নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 4 new 2021 | একটি ট্রেন 60 kmh দ্রুতিতে চলছিল। ব্লেক কষার ফলে 1 m/s মন্দন সৃষ্টি

Class 9 Model activity Physical science part 4 2021 | নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 4 new 2021 | নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয়

Class 9 Model activity part 4 2021 ( নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল এক্টিভিটি পার্ট 4 2021 ) এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। । এর আগেও আমরা 2020 সালের নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর প্রকাশ করেছিলাম, যা তোমাদের খুবই পছন্দ হয়েছিল। তাই এবারও আমরা নবম শ্রেণীর  ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 Part-4 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এবারও পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক:

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 part 4|Class 9 Model Activity Task part 4 Life Science 2021 New


Class 9 model activity task  Part 4 Physical science 2021 new

নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4

ভৌত বিজ্ঞান

নবম শ্রেণি


১. ঠিক উত্তর নির্বাচন করো :

১.১ নীচের যেটি পরিমাপযোগ্য ভৌতরাশি নয় সেটি হলো – (ঝ) একটি ন্যাফথালিন বলের ভর (খ) একটি ন্যাফথালিন বলের ভরবেগ (গ) একটি ন্যাফথালিন বলের গন্ধ (ঘ) একটি ন্যাফথালিন বলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল।
উত্তর: একটি ন্যাফথালিন বলের গন্ধ।

১.২ আইসোবারদের ক্ষেত্রে নীচের যে কথাটি ঠিক তা হলো এদের – (ক) ভর সমান (খ) প্রোটনসংখ্যা সমান (গ) নিউট্রনসংখ্যা সমান (ঘ) ভরসংখ্যা সমান।

উত্তর: ভরসংখ্যা সমান।

১.৩ ভরবেগের মাত্রীয় সংকেত হলো –

(ক) MLT (খ) MLT2 (গ) ML2T (ঘ) MLT-1
উত্তর: ভরবেগের মাত্রীয় সংকেত হলো MLT-1

২. নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো :
২.১ আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি।
উত্তর: বাক্যটি সত্য।

২.২ একটি বস্তু R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে R cm।
উত্তর: বাক্যটি মিথ্যা।
কারণ: R cm ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করার অর্থ হলো ব্যাসের সমান সরণ অর্থাৎ 2R cm সরণ।

২.৩ 12C স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর 35.453 u
উত্তর: বাক্যটি সত্য।
কারণ: 12C স্কেলে কোন পরমাণুর ভর হাইড্রোজেন এর সাথে তুলনা করা হয় এবং সেই ভরকে u এককে প্রকাশ করা।

ক্লাস নাইন ফিসিক্যাল সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4  নিউ ২০২১

৩. দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ STP-তে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898g/L হলে SI এককে এই ঘনত্বের মান নির্ণয় করো।

উত্তর: 1 g/L = 1 kg/m3
অর্থাৎ, SI এককে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বের মান 0.0898 kg/m3

৩.২ একটি মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের মোট সংখ্যা 184। পরমাণুটির ভরসংখ্যা 235 হলে এতে কটি নিউট্রন আছে নির্ণয় করো।

উত্তর: মৌলের পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়।
তাই, মৌলটির পরমাণুতে প্রোটন আছে = (184÷2) টি = 92 টি
পরমাণুর নিউট্রন সংখ্যা = (পরমাণুর ভর সংখ্যা - পরমাণুর প্রোটন সংখ্যা)
অর্থাৎ, এতে কটি নিউট্রন আছে (235 - 92) টি = 143 টি।

আরও পড়ো: | 2020 নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 । Class 9 Physical science model activity part 1

আরও পড়ো: | 2020 নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 । Class 9 Physical Science model activity part 2

আরও পড়ো: | 2020 নবম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 । Class 9 Physical Science model activity part 3

    8. নীচের প্রশ্নটির উত্তর দাও : ৪.১ একটি ট্রেন 60 km/h দ্রুতিতে চলছিল। ব্লেক কষার ফলে 1 m/s মন্দন সৃষ্টি হলো। ট্রেনটির থামতে কত সময় লাগবে নির্ণয় করো।

    সমাধানঃ

    প্রাথমিক বেগ (u) = 60 km/h = $\frac{600\not{0}\not{0}}{36\not{0}\not{0}}$ m/s = $\frac{100}{6}$ m/s

    অন্তিম বেগ (v) = 0

    মন্দন (a) = 1 m/s2

    সময় (t) = ?

    আমরা জানি, v = u-at

    বা, 0= $\frac{100}{6}$ -1×t

    বা, t=$\frac{100}{6}$=$\frac{50}{3}$= $16\frac{2}{3}$  

    উত্তরঃ ট্রেনটি থামতে $16\frac{2}{3}$ সেকেন্ড সময় লাগবে।  

    Mocktest | নবম শ্রেণী অধ্যায়ঃ জীবন সংগঠনের স্তর মকটেস্ | Class 9 Chapter 2 Mock Test


    আশা করি আজকের  নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4 পর্বের উত্তর তোমাদের পছন্দো হয়েছে। ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আর আরো বেশি পড়াশোনা বিষয়ক সামগ্রী পাও। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।

    কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।

    Post a Comment

    Please Comment , Your Comment is Very Important to Us.