class 6 new model activity task 2021 math part 4 | ক্লাস সিক্স গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 | ক্লাস সিক্স এর মডেল অ্যাক্টিভিটি 2021 গণিত | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী অংক 2021

class 6 Math model activity task class 6 2021 part 4 | ষষ্ঠ শ্রেণী অংক 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক class 6 গণিত উত্তর |ক্লাস সিক্স গণিত মডেল টাস্ক

ষষ্ঠ শ্রেণীর নতুন গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4  এর উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। Class 6 Mathematics new model activity task  2021 এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা এই পর্বে তোমাদেরকে দেখালাম। আশা করি পূর্বের  মডেল টাস্কের মত এই new Class 6 Model activity task Mathematics 2021 পছন্দ হবে। তাহলে চল শুরু করা যাকঃ 

ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিটভিটি টাস্ক ২০২১ | Class 6 Model Activity task 2021

ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিটভিটি টাস্ক ২০২১ | Class 6 Model Activity task 2021

ক্লাস সিক্স এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 গণিত পার্ট 4


▣ নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :

1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs)

i. আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সাত অঙ্কের বৃহত্তম সঙ্খ্যার বিয়োগফল হলো

(a) (00000001 – 9999999) 

(b) (11111111 – 9999999)

(c) (100000000 -  9999999)

(d) 10000000 – 9999999)

উত্তরঃ (d) 10000000 – 9999999)

ii. 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাব

(a) C (b) D  (c) L (d) M

উত্তরঃ (b) D

iii. $(3\times \frac{1}{5})$  কে লেখা যায়

(a) $5\times \frac{1}{3}$

(b)  $\frac{1}{5}\times \frac{1}{3}$

(c)  $\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}+\frac{1}{3}$

(d) $\frac{1}{5}+\frac{1}{5}+\frac{1}{5}$

উত্তরঃ (d)  

▣ 2. সত্য মিথ্যো লেখ (T / F )

i. $\frac{1}{3}\div 15=5$

সমাধানঃ

বামপক্ষঃ  $\frac{1}{3}\div 15$

= $\frac{1}{3}\times \frac{1}{15}$

= $\frac{1}{45}\ne 5$

উত্তরঃ গানিতিক বক্তব্যটি মিথ্যা (F) ।

 ii. 50 টাকার $\frac{1}{5}$ অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না ।

সমাধানঃ 50 টাকার $\frac{1}{5}$  অংশ = $\overset{10}{\mathop{\not{5}\not{0}}}\,\times \frac{1}{{\not{5}}}$  টাকা =  10 টাকা ।

অর্থাৎ 10 থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না।

উত্তরঃ গানিতিক বক্তব্য টি সত্য ।

iii. 5510 – এর সব থেকে কাছের 1000 – এর গুনিতকে পূর্ণসংখ্যা হলো 6000 ।

সমাধানঃ 5510 এর সব থেকে কাছের 1000 – এর গুনিত দুটি হল 5000 ও 6000 ।

5000 ও 5510 এর মধ্যে ব্যাবধান (5510 – 5000) = 510 এবং 5000 ও 6000 এর মধ্যে ব্যাবধান (6000 – 5510) = 490।

অর্থাৎ , 5000 ও 6000 এর মধ্যে ব্যাবধান কম ।

উত্তরঃ সত্য ।

▣ 3. স্তম্ভ মেলাও ।

প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ
i) $y-7<20$ a) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে ছোট
ii) $y-7\ge 20$ b) y-7, 20 এর অসমান
iii) $y-7\ne 20$ c) y-7, 20 – এর থেকে বড়
iv) $y-7\le 20$ d) y-7, 20 – এর থেকে  ছোট
v) $y-7>20$ e) y-7, 20 এর সমান এবং 20 – এর থেকে বড়

উত্তরঃ   i) – d)   ,  ii) – e) , iii) – b) ,  iv) – a) ,  v) – c)

▣ 4. (i) তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট । চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ কর ।

সমাধানঃ ধরি আমার বয়স x বছর ।

আর আমি দাদার চেয়ে 5 বছরের ছোট অর্থাৎ দাদা আমার চেয়ে 5 বছরের বড় ।

অর্থাৎ , দাদার বয়স (x+5) বছর ।

(ii) 5005005 সংখ্যাটিকে স্থানীয়মানে বিস্তার করে লেখ ।

আরও পড়ঃ - ষষ্ঠ শ্রেনি গণিত মডেল অ্যাক্টিভিটিটাস্ক পার্ট 2 | Class 6 mathematics model activity task answer part 2

সমাধানঃ 5005005 = (5000000 + 5000 + 5)

আশা করি তোমাদের আজকে এই ষষ্ঠ শ্রেণীর গনিতের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( Class 6 new 2021 Mathematics model activity task answer) এর উত্তর পছন্দ হয়েছে।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.