আজকে আমরা ষষ্ঠ শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 নিয়ে আলোচনা করব । এছাড়াও আমাদের ওয়েবসাইটে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন প্রশ্ন উত্তর, সাজেশন, জটিল সমস্যার সমাধান, মক টেস্ট ইত্যাদি আমরা প্রকাশ করে থাকি। যেকোনো সমস্যা বা পরামর্শ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ কতবার টেলিগ্রাম নম্বরে যোগাযোগ করো। তাহলে চলো শুরু করি আজকের পর্ব:
ষষ্ঠ শ্রেনি গণিত মডেল অ্যাক্টিভিটিটাস্ক পার্ট 2 উত্তর
1. নিচের প্রশ্নগুলির উত্তর লেখ
(i) 0.7 এবং 0.07 এর মধ্যে সম্পর্ক হলো
(a) 0.7 < 0.07 (b) 0.7×10 =0.07 (c) 0.7>0.07 (d) 0.7=$\frac{0.07}{10}$
উত্তরঃ (c) 0.7 > 0.07
(ii) সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের
(a)তিনটি কোনের পরিমাপ সমান (b) একটি কোনের মান 90° থেকে বেশি (c) তিনটি কোনের পরিমাপ অসমান (d) দুটি কোনের প্রত্যেকটি 45°
উত্তরঃ দুটি কোনের প্রত্যেকটি 45°
2. স্তম্ভ মেলাও
(ক) স্থানীয় মান | (খ) দশমিক সংখ্যা |
---|---|
(i) $\frac{5}{10000}$ | (a) 207023.23 |
(ii) 60 | (b) 5603.0165 |
(iii) নয় শতাংশ | (c) 3561.2 |
(iv) সাত হাজার | (d) 1112110.2984 |
উত্তরঃ (i) - (b) (ii) - (c) (iii) - (d) (iv) – (a)
3. শীলার এখন বয়স x বছর । 4 বছর আগে শীলার বয়স কত ছিল এবং 4 বছর পরে কত হবে ?
সমাধানঃ
4 বছর আগে শীলার বয়স ছিল (x – 4) বছর ।
4 বছর পরে শীলার বয়স হবে (x + 4) বছর ।
4. একটি বালতিতে লিটার জল ধরে । এরকম 7 টি বালতিতে কত লিটার জল ধরবে ?
উত্তরঃ
এরকম 7 টি বালতিতে কত লিটার জল ধরবে $=\left( 7\times \frac{1}{2} \right)$ লিটার
$=\frac{7}{2}$ লিটার = 3.5 লিটার ।