ক্লাস এইট বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর | Class 8 Science Model Qustion answer | লাইসোজোমের দুটি কাজ | ডেঙ্গি রোগের প্রধান উপসর্গ

অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর | রায় ও মার্টিণ প্রশ্ন বিচিত্রা উত্তর | পারদের ঘনত্ব 13.6 g/cm3 সুতরাং...| লাইসোজোমের দুটি কাজ

 ক্লাস এইট এর বিজ্ঞান এর মডেল প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা থেকে এই প্রশ্নগুলিকে বাছা হয়েছে।  শুধু দশম শ্রেণী নয় অন্যান্য শ্রেণীর পরীক্ষায় ভালো নম্বর পেতে রায় ও মার্টিন এর প্রশ্ন বিচিত্রা ব্যবহার করা উচিত সকল ছাত্র-ছাত্রীদের। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব।

ক্লাস এইট বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর 

Class 8 Science Model Qustion answer

ক্লাস এইট বিজ্ঞান মডেল প্রশ্ন

BETHUNE COLLEGIATE SCHOOL

Physical Science

1. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

(i) পারদের ঘনত্ব 13.6 g/cm3  সুতরাং 10cm3 পারদের ভর হবে - (a) 13.6 g  (b) 136 g (c) 1.36 g (d) 0.136 g | 
উত্তর: (b) 136 g ।

(ii) স্থির তড়িতের আকর্ষণ / বিকর্ষণ বলের পরিমাপের সূত্র আবিষ্কার করেন – (a) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, (b) কুলম্ব (c) ডালটন  (d) নিউটন।
উত্তর: (b) কুলম্ব

(ii) দুটি বস্তু কণার মধ্যে দূরত্ব স্থির রেখে তাদের ভর বাড়ালে, তাদের মধ্যেকার আকর্ষণ বল – (a) বাড়ে (b) কমে (c) একই থাকে (d) বাড়তে পারে অথবা কমতে পারে।
উত্তর: (a) বাড়ে

(iv) তরলের ঘনত্ব বেশি হলে, প্লবতা – (a) বেশি হয়, (b) কম হয়, (c) একই থাকে, (d) ঠিক বলা যায় না। (v) ঠান্ডা 
উত্তর: (a) বেশি হয় ।

(v) জলের সঙ্গে বিক্রিয়া করে, এরূপ ধাতু হল – (a) কপার, (b) অ্যালুমিনিয়াম, (c) জিংক, (d) সোডিয়াম
উত্তর: (d) সোডিয়াম

(vi) মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা – (a) এক, (b) দুই, (c) তিন, (d) চার
উত্তর: (d) চার

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :

(i) বায়ুর চাপ কাকে বলে?
উত্তর - বায়ুর এই ওজনকেই বায়ুচাপ (Pressure of Air) বলে। প্রতি একক ক্ষেত্রফলের উপর বায়ু লম্ব ভাবে  যে বল প্রয়োগ করে তাকেই   বায়ুর চাপ বলে। অর্থাৎবায়ুর চাপ হল আসলে প্রতি একক ক্ষেত্রফলের উপর উক্ত বাতাস বা গ্যাসের অনু/পরমানুগুলোর এই ধাক্কা বল ।

(ii) বস্তুর নিমজ্জনের শর্তটি লেখো।
উত্তর- বস্তুর ভার বা ওজন প্লবতার চেয়ে বেশি হলে বস্তু ওই তরলে নিমজ্জিত হয়।

(iii) অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?
উত্তর - উপর থেকে অবাধে পতনশীল বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে । পৃথিবীতে অভিকর্ষ ত্বরনের মান ৯.৮ মিটার/ বর্গ সেকেন্ড ।

(iv) 1A1, 2B1, 3C1 – তিনটি পরমাণুর মধ্যে সম্পর্ক কী? এদের প্রতিটিতে কটি প্রোটন ও কটি নিউট্রন বর্তমান?
উত্তর - পরমাণুর তিনটির ভরসংখ্যা সমান তাই এরা পরস্পরের আইসোটোপ ।
▣ A পরমাণুতে 1 টি প্রোটন  কিন্তু নিউট্রন নেই।  B পরমাণুতে 1 টি প্রোটন ও 1 টি নিউট্রন । C পরমাণুতে 1 টি প্রোটন ও 2 টি নিউট্রন । 

Life Science

1. নীচের শূন্যস্থানগুলি পূরণ করো

(i) ডেঙ্গি রোগের প্রধান উপসর্গ _______ ।
উত্তর - ডেঙ্গি রোগের প্রধান উপসর্গ হল রক্তক্ষরণ

(ii) হেপাটাইটিস হল  _______   ঘটিত মারণরোগ।
উত্তর - হেপাটাইটিস হল  ভাইরাস  ঘটিত মারণরোগ

(iii) উদ্দীপনা গ্রহণ ও তাকে উত্তেজনায় রূপান্তরের জন্য প্রয়োজনীয় __________।
উত্তর - স্নায়ু কলা। 

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও

(i) HIV এর পুরো নাম কী ?
উত্তর - HIV এর পুরো নাম হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস (Human Immunodeficiency Virus)

(ii) কোশ কাকে বলে?
উত্তর - জীবদেহের ক্ষুদ্রতম , স্ব-প্রজননশীল গঠনগত ও কার্যগত একককে কোশ বলা হয় ।

(iii) একটি প্রোক্যারিয়োটিক কোশের এবং একটি ইউক্যারিয়োটিক কোশের উদাহরণ দাও।
উত্তর- একটি প্রোক্যারিয়োটিক কোশ হল ব্যাকটেরিয়া এবং ইউক্যারিয়োটিক কোশ হল মানব স্নায়ুকোষ । 

(iv) এমন একটি অঙ্গাণুর নাম লেখো যার সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যানসার হবার সম্ভাবনা বৃদ্ধি পায়।
উত্তর - লাইসোজোম ।

BURDWAN MUNICIPAL GIRL'S HIGH SCHOOL

Physical Science

1. নীচের শূন্যস্থানগুলি পূরণ করো (যে-কোনো চারটি)

(i) ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলদুটির সঙ্গে ____ ক্রিয়া করে।।
উত্তর -  সমান্তরালে । 

(ii) কোনো স্থানে বিকিরণ পদ্ধতির মাধ্যমে তাপ ছড়িয়ে পড়ার জন্য _____এর প্রয়োজন হয় না।
উত্তর - মাধ্যমের । 

(iii) কোনো স্থানে তরলের চাপ সবদিকে ____ ক্রিয়া করে।
উত্তর- সমান ভাবে। 

(iv) একটি কাচখণ্ডকে সিঙ্ক দিয়ে ঘষলে কাচে _____ আধান আহিত হবে।
উত্তর- ধনাত্মক । 

(v) কঠিন বরফের ঘনত্ব জলের ঘনত্বের তুলনায় ____ ।
উত্তর - কম । 

পরিবেশ ও বিজ্ঞান (অষ্টম শ্রেণী ) 

Life Science


(1) পার্থক্য  লেখো: যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। 

যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র
1. যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র ব্যাকটেরিয়া ,শৈবাল ,ছত্রাক প্রভৃতির বহির্গঠন দেখতে ব্যবহার করা হয়। 1. ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ভাইরাস , কোষীয় অঙ্গানু ও কোন অনুজীবকে অনেক বড় করে দেখতে ব্যবহার করা হয়।
2. কোষের ভেতরে রং আণবিক গঠন জানা যায় মাত্র। 2. কোষের ভেতরের অঙ্গগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন জানা যায়।
3. বস্তু কে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। 3. বস্তু কে দেখার জন্য লেন্সের চোখ রাখতে হয়।
4. এই অণুবীক্ষণ যন্ত্রে আলোর প্রতিফলন ধর্মকে ব্যবহার করা হয়। 4. এই অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রনের স্রোত ব্যবহার করা হয়।
5. এই অণুবীক্ষণ যন্ত্রে 2000 থেকে 4000 গুন পর্যন্ত বড় দেখা সম্ভব। 5. বস্তুকে 50000 থেকে 300000 গুণ বড় করে দেখা যায়।
6. এই ধরনের অণুবীক্ষণ যন্ত্রে অকিউলাস ও অবজেক্টিভ লেন্স থাকে। 7. এ ধরনের অণুবীক্ষণ যন্ত্রে লেন্স এর পরিবর্তে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়।

ii) আদর্শ নিউক্লিয়াসের প্রতিটি অংশের নাম লেখো।
উত্তর - একটি আদর্শ নিউক্লিয়াস মোট চারটি অংশ নিয়ে গঠিত। যথা-

  • ১. নিউক্লিয়ার  পর্দা বা এনভেলপ
  • ২. নিউক্লিওপ্লাজম বা নিউক্লিও রস
  • ৩. নিউক্লিওলাস
  • ৪. নিউক্লিয়ার  জালিকা / ক্রোমাটিন জালিকা

(iii) লাইসোজোমের দুটি কাজ লেখো।
উত্তর - লাইসোজোমে উপস্থিত উৎসেচক খাদ্যকে হজম করতে সাহায্য করে।এছাড়া এই উৎসেচক জীবাণুদের মেরে ফেলা  ও পুরাতন জীর্ণ কোষকে ধ্বংস করতে সক্ষম।

(iv) DNA-এর পুরো কথাটি লেখো।
উত্তর - DNA-এর পুরো কথা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 

(v) ক্রিস্টি কী?
উত্তর- মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাজ হয়ে যে আঙুলের মত প্রবর্ধক তৈরি হয়েছে তাকে ক্রিস্টি বলে । 

(vi) শূন্যস্থান পূরণ করো : 

শ্বাসবায়ুর আদানপ্রদান ও শক্তি উৎপাদন প্রক্রিয়া হল _____ এবং অস্তিত্ব রক্ষা করার প্রক্রিয়া হল ____।
উত্তর - শ্বসন , জনন । 

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.