পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ উত্তর | class 5 mathematics Model activity task part 2 মডেল | ক্লাস ফাইভ অংক মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পার্ট 2 | পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ | Class 5 Mathematics Model activity task Answer..

পঞ্চম শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2 নিয়ে আজকে আমরা  আলোচনা করব । এছাড়াও আমাদের ওয়েবসাইটে পঞ্চম শ্রেণীর সমস্ত মডেল টাস্ক এর উত্তর ,  বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উত্তর, সাজেশন, জটিল সমস্যার সমাধান, মক টেস্ট ইত্যাদি আমরা প্রকাশ করে থাকি। তাহলে চলো শুরু করি আজকের পর্বঃ

ক্লাস ফাইভ অংক মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর

অ্যাক্টিভিটি টাস্ক
 গণিত ( পার্ট - ২ )
পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

১. নীচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও : 
৪২০ মিনিটে হয় -

(ক) ৭ ঘণ্টা (খ) ৮ ঘণ্টা (গ) ৬ ঘণ্টা (ঘ) ৪ ঘণ্টা 

চিত্রঃ ৪২০ মিনিটে কত ঘণ্টা হয়

উত্তরঃ ৪২০ মিনিটে হয় ৭ ঘণ্টা  হয়। 

২. দুটি পরস্পর মৌলিক সংখ্যার ল.সা.গু _______ । 

উত্তর: দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। 

৩. নীচের প্রশ্নগুলি উত্তর দাও : 

(ক) উপর নীচে বসিয়ে যোগ করো : 
৫৬৮০২ + ২০২০৮ + ৪০৬ + ৫০ 

সমাধানঃ 

পঞ্চম শ্রেণির গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর পার্ট 2
উত্তরঃ নির্ণেয় যোগফল ৭৭৫১৬  । 

(খ) দুটি সংখ্যার গ.সা.গু ৫ ও ল.সা.গু. ৬০ । একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কত? 

সমাধানঃ
দুটি সংখ্যার গ.সা.গু ৫ ও ল.সা.গু. ৬০ । একটি সংখ্যা ১৫ হলে, অন্য সংখ্যাটি কত

উত্তর:  অন্য সংখ্যাটি হলো ২০ । 

আরোও পড়: | পঞ্চম শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর উত্তর পার্ট 4 


৪। ৭৫ লিটার কেরোসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু-প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে?

 সমাধানঃ কমপক্ষে  টিন সংখ্যা ব্যবহার করতে হলে সর্বাধিক মাপের পাত্র ব্যবহার করতে হবে , যার মাপ ৭৫ লিটার ও ২৫ লিটার উভয়ের গুননিয়ক হবে। 

৭৫ লিটার কেরোসিন তেল ও ২৫ লিটার পেট্রোল সমান মাপের ..


উত্তরঃ কমপক্ষে টিন লাগবে { (৭৫+২৫) ÷ ২৫} টি = (১০০ ÷ ২৫)টি = ৪ টি। 
▣ প্রতি টিনে ২৫ লিটার তেল ধরবে । 

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.