সমসংস্থ ক্রোমোজোম | সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড | ক্রসিং ওভার | homologous chromosomes | sister and non sister chromatids

সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে | সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি | ক্রসিং ওভার কি | ক্রসিং ওভারের গুরুত্ব | টেট্রাড কাকে বলে |কায়জমা কাকে বলে ABVRP

সমসংস্থ ক্রোমোজোম, সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড ক্রোমাটিড জীববিদ্যার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় । মিয়োসিস কোষ বিভাজন সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে সমসংস্থ ক্রোমোজোম , সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড সম্পর্কে। তাই আমরা আজ এই বিষয় গুলি নিয়ে আলোচনা করব ।

সমসংস্থ ক্রোমোজোম | সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড | ক্রসিং ওভার

মিয়োসিস কোষ বিভাজন এর শুরুতে মাতৃকোষে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। এদের সমসংস্থ ক্রোমোজোম বলে কারণ ক্রোমোজোম শয্যা রীতি ও আকৃতি একই রকমের হয়

হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম কাকে বলে ?

একই রকম আকার ও আকৃতিবিশিষ্ট এবং একই রকম জিনগত বিন্যাসযুক্ত দুটি ক্রোমােজোমের একটিকে অপরটির সমসংস্থ ক্রোমোজোম বা হােমােলােগাস ক্রোমােজোম বলে।

হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম

ডিপ্লয়েড সেট ক্রোমােজোম এর প্রতি জোড়া ক্রোমোজোম হলাে সমসংস্থ ক্রোমোজোম | যার একটি মাতৃ কোষ থেকে এবং অপরটি পিতৃ কোষ থেকে প্রাপ্ত হয়।

সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড কি?

হােমােলােগাস ক্রোমােজোমের অন্তর্গত প্রতিটি ক্রোমােজোমের দুটি ক্রোমাটিডকে পরস্পরের সিস্টার ক্রোমাটিড বলে। এরা সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পর যুক্ত থাকে।

দুটি হােমােলােগাস ক্রোমােজোম একটি ক্রোমােজোমের ক্রোমাটিড অপর ক্রোমােজোমের ক্রোমাটিড-এর সঙ্গে পরস্পর নন সিস্টার।

জোট বদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দুটিকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে। পরবর্তী পর্যায়ে সমসংস্থ ক্রোমোজোম এর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে চারটি ক্রোমাটিড গঠন করে। তখন তাকে টেট্রাড বলে। টেট্রাড এর চারটি ক্রোমাটিড এর দুটি সিস্টার ক্রোমাটিড ও দুটি নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে ক্রসিং ওভার ঘটে।

ক্রসিং ওভার কি?

সমসংস্থ ক্রোমোজোম এর নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে খন্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে।

ক্রসিং ওভার পদ্ধতিতে ক্রোমোজোম এর মধ্যে জেনেটিক পদার্থের বিনিময় ঘটে।ফলে উৎপন্ন গ্যাস গুলি তে নতুন জিনের বা বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে।

ক্রসিং ওভার

ক্রসিং ওভারের গুরুত্ব

মিয়োসিস কোষ বিভাজনের সময় দুটি নল সিস্টার ক্রোমাটিড এর মধ্যে খন্ড বিনিময় ঘটার ফলে জিনের পুরনো বিন্যাস ঘটে। তার দ্বারা প্রজাতির জিনগত ভেদ বা প্রকরণ ঘটে। প্রকরণ বিবর্তনের প্রধান রসদ।

জনন মাতৃকোষ মিয়োসিস বিভাজন এর ফলে যে গ্যামেট উৎপন্ন হয় তাতে পিতৃ ও মাতৃ দুই প্রজাতিরই বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে।

সমসংস্থ ক্রোমোজোম, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড ও ক্রসিং ওভার সম্পর্কিত প্রশ্ন উত্তর

1. ক্রসিং ওভারের একক কি?
উত্তর- ক্রোমাটিড

2. কোন কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে?
উত্তর- মিয়োসিস কোষ বিভাজন।

3. দুটি ক্রোমাটিড এর সংযোগস্থলকে কী বলে?
উত্তর- সেন্ট্রোমিয়ার

4. মিয়োসিস এর প্রোফেজ- I দশায় জোর বাধা সমসংস্থ ক্রোমোজোম কে কি বলে?
উত্তর- বাইভ্যালেন্ট।

5. টেট্রাড কাকে বলে?
উত্তর- সমসংস্থ ক্রোমোজোম এর প্রতিটি বাইভ্যালেন্ট 14 টিক প্রপার্টির থাকে , একে বলে?

6. কায়জমা কাকে বলে?
উত্তর- দুটি নন সিস্টার ক্রোমাটিড এর অংশের বিনিময়ে এক্স এর মত গঠনকে কাইজমা বলে।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.