প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ এর সংজ্ঞা চিত্র প্রকারভেদ new

প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ এর সংজ্ঞা প্রকারভেদ উদাহরণ উপাদান

প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় । প্রতি বছর মাধ্যমিক জীবন বিজ্ঞান পরিক্ষায় প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিতিবর্ত চাপ থেকে এক বা একাধিক সংক্ষিপ্ত , ব্যাখ্যামূলক ও চিত্র অঙ্কন সম্পর্কিত প্রশ্ন আসে । আজকের পর্বে আমরা মূলত প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ সম্পর্কে আলোচনার সাথে সাথে এই বিষয় সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উত্তর ও চিত্র অঙ্কন রেখেছি যাতে শিক্ষার্থীদের বিশেষ সুবিধা হয় ।

প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ


প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন ( Reflex action)

প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে?

প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বলে।

প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ

  • লোভনীয় খাদ্য দেখলে বা ঘ্রাণ করলে লালা ক্ষরণ।
  • হঠাৎ পায়ে কাটা বিঁধলে পা তৎক্ষণাৎ মাটি থেকে সরে যায়।
  • চোখে উজ্জ্বল আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায়।

প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার ও কি কি?

রুশ বিজ্ঞানী প্যাভলভ এর মতে প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার। যথা:

  • জন্মগত প্রতিবর্ত ক্রিয়া
  • অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

জন্মগত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও

যেসব প্রতিবর্ত ক্রিয়া পূর্বপুরুষ থেকে প্রাপ্ত স্থির এবং কোন শর্তের অধীন নয় তাদের জন্মগত বা শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন উজ্জ্বল আলো চোখে পড়লে চোখ বন্ধ হয়ে যাওয়া।

অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে ? উদাহরণ দাও।

যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয় অর্থাৎ বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত হয় এবং নির্দিষ্ট 17 দিন তাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন হাঁটতে শেখা, সাইকেল চালানো ইত্যাদি।

প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য কি কি?

  • প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক অর্থাৎ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
  • প্রতিবর্ত ক্রিয়া মস্তিষ্কের সাহায্য ছাড়াই ঘটে।
  • বেশিরভাগ প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।

 

প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক (Reflex arc)

প্রতিবর্ত চাপ কাকে বলে?

যে নির্দিষ্ট স্নায়ু পথে স্নায়ু স্পন্দন আবর্তন এর দ্বারা প্রতিবর্ত ক্রিয়া সংঘটিত হয়, সেই স্নায়ু পদটিকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলে।নিচে প্রতিবর্ত পথ টি একটি রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে-

উদ্দীপক → গ্রাহক → সংজ্ঞা বহু নিউরোন → স্নায়ুকেন্দ্র ( সুষুম্নাকাণ্ড) → আজ্ঞাবহ নিউরোন → কারক → সাড়া প্রদান

একটি প্রতিবর্ত চাপ এর চিত্র অংকন


প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ


প্রতিবর্ত চাপ এর বিভিন্ন উপাদান

সাধারণত প্রতিবর্ত চাপ তিন ধরনের স্নায়ুকোষ দ্বারা গঠিত । প্রতিবর্ত চাপ এর পাঁচটি অংশ যথা:

  • গ্রাহক বা রিসেপ্টর
  • অন্তর্বাহী নিউরন
  • স্নায়ুকেন্দ্র
  • বহির্বাহী নিউরন
  • কারক বা ইফেক্টর

 

গ্রাহক বা রিসেপ্টর:

গ্রাহক বা রিসেপ্টর হল সেই বিশেষ কোষ বা কলাত্বন্ত্র যার সাহায্যে পরিবেশ থেকে উদ্দীপনা গৃহীত হয়।

সংজ্ঞাবহ বা সেনসরি নিউরোন:

এই প্রকার নিউরন এর মাধ্যমে স্নায়ু স্পন্দন স্নায়ুকেন্দ্রে পরিবাহিত হয়

স্নায়ু কেন্দ্র বা নার্ভ সেন্টার:

সুষুম্নাকাণ্ডের ধূসর বস্তুতে অবস্থিত এই অংশে সংজ্ঞা বহু উদ্দীপনা আজ্ঞাবহ উদ্দীপনায় রূপান্তরিত হয়।

আজ্ঞাবহ বা মোটর নিউরোন

এই প্রকার নিউরন স্নায়ু উদ্দীপনাকে স্নায়ুকেন্দ্র থেকে কারকে বা ইফেক্টরে বহন করে।

কারক বা ইফেকটর :

কারক হল আসলে দেহের বিভিন্ন পেশী ও গ্রন্থসমূহ। এরা উদ্দীপনায় উদ্দীপিত হয়।



দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব

  • দৈনন্দিন জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব অপরিসীম। যেমন: চোখে যদি হঠাৎ ধুলো বালি পড়ার উপক্রম হয় তাহলে সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে যায় ফলে চোখের মধ্যে ধুলোবালি ঢুকতে পারে না।
  • নাকের মধ্যে হঠাৎ কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়লে হাসি হয়ে বিজাতীয় বস্তু বাইরে বের হয়ে যায়।
    খাদ্য গলাধঃকরণ এর সময় খাদ্যবস্তুর শ্বাসনালিতে ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে কাশি হতে থাকে যাতে খাদ্যকণা শ্বাসনালিতে থেকে বেরিয়ে আসে।

প্রতিবর্ত ক্রিয়া ও প্রতিবর্ত চাপ সংক্রান্ত প্রশ্ন উত্তর

1. প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথ কে কি বলা হয়?
উত্তর: প্রতিবর্ত পথ।

2. কিসের দ্বারা প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রিত হয়?
উত্তর: সুষুম্নাকাণ্ড।

3. উক্তিটি সত্য না মিথ্যা : প্রতিবর্ত ক্রিয়া একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
উত্তর: উক্তিটি সত্য।

4. কাশি হল অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া- উক্তিটি সত্য না মিথ্যা?
উত্তর: উক্তিটি মিথ্যা।

5. জন্ম লব্ধ প্রতিবর্ত ক্রিয়া গুলি হল ______ প্রতিবর্ত ক্রিয়া।
উত্তর: সহজাত প্রতিবর্ত ক্রিয়া।

6. প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন কথাটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন?
উত্তর: বিজ্ঞানী শেরিংটন।

7. হাটু ঝাঁকুনি ও সাইকেল চালানো কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
উত্তর: হাটু ঝাঁকুনি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া এবং সাইকেল চালানো একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।

8. কোনটি আলাদা: শিশুর হাঁটতে শেখা, সাঁতার কাটা, হাঁটুর ঝাকুনি, সাইকেল চালানো।
উত্তর: হাঁটুর ঝাকুনি ( বাকিগুলো অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া)

9. কোনটি আলাদা: রিফ্লেক্স আর্ক, সেনসরি নিউরোন, মোটর নিউরোন, অ্যাডজাস্টর নিউরোন।
উত্তর: রিফ্লেক্স আর্ক ( বাকিগুলো রিফ্লেক্স আর্ক এর উপাদান)

10. চোখের পলক পড়া কি ধরনের প্রতিক্রিয়া?
উত্তর: জন্মগত প্রতিবর্ত ক্রিয়া।

11. একটি প্রতিবর্ত চাপ এর চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।
উত্তর: উপরের দিকে উত্তর দেওয়া রয়েছে।

বিঃ দ্রঃ - মাধ্যামিক জীবন বিজ্ঞান সাজেশন আমরা ইতিমধ্যেই প্রকাশ করেছি। বিভিন্ন বিষয়ের মাধ্যামিক মকটেস্ট-ও আমারা প্রকাশ করেছি যা শিক্ষার্থীদের অনেক উপকারে এসেছে। 

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.