কোনো অধ্যায়ের মকটেস্ট, প্রশ্ন-উত্তর কিংবা মতামত এর জন্য → Contact us !

পঞ্চম শ্রেণি পরিবেশ সাজেশন । Class 5 Science Question Answer । জীবাশ্ম জ্বালানি কাকে বলে ।হড়পাবান কি

পঞ্চম শ্রেণি পরিবেশ সাজেশন । Class 5 Science Question প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে নদী -বাড়ি - সম্পদ জীবাশ্ম জ্বালানি কাকে বলে

পঞ্চম শ্রেণি পরিবেশ পরিচিতি এর বার্ষিক পরীক্ষার সাজেশন এর আজকের পর্বে আমরা আলোচনা করব সমস্ত বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে ।

পঞ্চম শ্রেণি পরিবেশ সাজেশন

Class 5 Science Question Answer - পঞ্চম শ্রেণি পরিবেশ সাজেশন 

▣ বন্ধনী থেকে সঠিক উত্তর বেছে লেখ

1. প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে নদী / বাড়ি / সম্পদ
উত্তর:- সম্পদ

2. সম্পদ পশু-পাখি গাছ-পালা সবকিছুরই প্রধান উপাদান - কয়লা / কার্বন / খনিজ তেল।
উত্তর:- কার্বন

3. মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা / 12 ঘন্টা 26 মিনিট / 12 ঘণ্টা 50 মিনিট
উত্তর:- 12 ঘন্টা 26 মিনিট

4. যাত্রী নিয়ে আমাদের দেশে প্রথম ট্রেন চলে- 1854 সাল / 1853 সালে / 1852 সালে
উত্তর:- 1853 সালে

5. শিশু দিবস পালন করা হয় 14 ই নভেম্বর / 5 সেপ্টেম্বর / 2রা অক্টোবর।
উত্তর:- 5 সেপ্টেম্বর

▣ শূন্যস্থান পূরণ করো

1. দেশের মানুষের জন্য হাতে কলমে শিক্ষার কথা বলেছেন ________।
উত্তর:- স্বামী বিবেকানন্দ।

2. পরিবেশ দিবস পালিত হয় _____ ।
উত্তর:- 5 জুন

3. কয়লার ধোঁয়ায় বিষাক্ত _____ গ্যাস থাকে।
উত্তর:- কার্বন ডাই অক্সাইড।

4. সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম _____ ।
উত্তর:- প্রক্সিমা সেন্টাউরি।

5. _____ বছর পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার।
উত্তর:-  14 বছর।

6. একটি লুপ্তপ্রায় মাছ হলো _____ ।
উত্তর:- ন্যাদোশ মাছ।

7. জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিলেন ______ ।
উত্তর:-  

8. আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ______।
উত্তর:- ক্যাপ্টেন মোহন সিং ও রাজবিহারী বসু।

9. সুন্দরবনে ____ জাতীয় অরণ্য দেখা যায়।
উত্তর:- সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায়।

10. ধান কাটা ও ঝাড়াই আধুনিক যন্ত্র টির নাম _____।
উত্তর:- হারভেস্টার

▣ দু এক কথায় উত্তর দাও।

1. নবীকরণ যোগ্য শক্তির একটি উদাহরণ দাও।
উত্তর:- বায়ু শক্তি।

2. কোন পাখির পালক খুব সুন্দর?
উত্তর:- হুইয়া পাখির পালক খুব সুন্দর।

3. পরিবেশ বান্ধব একটি যানবাহনের নাম লেখ।
উত্তর:- সাইকেল।

4. নৌকা কোনদিকে যাবে তা ঠিক করে কে?
উত্তর:- হাল

5. একটি জৈব কীটনাশকের নাম লেখ।
উত্তর:- নিমপাতা

6. সান্দাকফুর উচ্চতা কত?
উত্তর:- সান্দাকফুর উচ্চতা 3620 মিটার।

7. চৈতন্যদেবের জন্মস্থান কোথায়?
উত্তর:- নদীয়া জেলার নবদ্বীপে।

8. সুনামি কত সালে হয়েছিল?
উত্তর:- সুনামি হয়েছিল 2004 সালে

9. বিশ্ব বয়স্ক দিবস কোন দিন পালিত হয়?
উত্তর:- 1 অক্টোবর

10. সৌরশক্তিতে চলে এমন একটি যন্ত্রের নাম লেখ।
উত্তর:- সোলার ক্যালকুলেটর।

11. হড়পাবান কি?
উত্তর:- পার্বত্য অঞ্চলের নদী গুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে যায়। এর ফলে হঠাৎ প্রচুর বৃষ্টিপাত হলে নদী কত পরিমান জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল বন্যা দেখা দেয়। একেই হড়পা বান বলে।

▣ সংক্ষেপে উত্তর দাও।

1. বিদ্যাসাগরকে আমরা আজও স্মরণ করি কেন?
উত্তর:- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব বিখ্যাত মানুষ ছিলেন।তার অসাধারন জ্ঞান এর জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। তিনি বাংলা ভাষায় অনেক বই লিখেছিলেন। শিশুদের জন্য তাঁর লেখা বই গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ণপরিচয় বর্ণমালা বোধোদয়। তিনি মেয়েদের জন্য 35 টি বিদ্যালয় তৈরি করেছিলেন। তিনি বিধবা বিবাহ আইন পাস ও বহু বিবাহ রদ এর জন্য আন্দোলন করেছিলেন ।

2. জমিতে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে?
উত্তর: 

 • জমির জলধারন ক্ষমতা কমে যাবে ।
 • মাটির গঠন এর অবনতি হবে । 
 • জমির অম্লত্ব এর মাত্রা ব্যাহত হবে। 
 • জমিতে বেশি রাসায়নিক সার ব্যাবহারে মাটি দূষণ হবে।

3. স্কোয়াশ কি?
উত্তর:- স্কোয়াশ পেপের মতো দেখতে এক প্রকার সবজি। স্কোয়াশ এর গাছ দেখতে ঝিঙে গাছের মত।

4. জলচক্র কাকে বলে?
সূর্যের তাপে নদী, পুকুর ,সমুদ্র ইত্যাদির জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে তা মেঘে পরিণত হয়।মেঘ থেকে বৃষ্টির উপর আবার নদী নালা কুকুর সমুদ্রে সেই জল ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এই ভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি হয়ে আবার কখনো বরফ গ্রুপে থাকতে পারে। এই চক্রাকার অবর্তনকেই জলচক্র বলে।

6. জীবাশ্ম জ্বালানি কাকে বলে?

উত্তর:- যে জ্বালানি বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় গাছের পাতা , মৃতদেহ ইত্যাদি হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে  তৈরি হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে।যেমন - কয়লা , পেট্রোল ইত্যাদি। 

7. আবহাওয়া কাকে বলে?
উত্তর:- কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আদ্রতা , বায়ুপ্রবাহ, বায়ুচাপ, বৃষ্টিপাত , তুষারপাত ইত্যাদি উপাদানের প্রতিদিনের অবস্থাকেই আবহাওয়া।

8. সূর্যগ্রহণ কয় প্রকার ও কি কি?
উত্তর:- সূর্যগ্রহণ দুই প্রকার। খন্ডগ্রাস সূর্যগ্রহণ ও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

9. উপভোক্তা সুরক্ষা আইনের কোন বিষয়ের জন্য আবেদন করা যায়?
উত্তর:- কোন জিনিস বা পরিষেবা নিজের ব্যবহারের জন্য কেনার পর জিনিসটার দাম ওজন পরিমাপ নিয়ে ঠকে গেলে বা পরিষেবার ঘাটতি হলে সেটা নিয়ে উপভোক্তা সুরক্ষা আইন এ আবেদন করা যায়।

10. অমাবস্যা ও পূর্ণিমায় ভরা কোটাল হয় কেন?
উত্তর:- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থান করে এর ফলে ভরা কোটাল বা প্রবল জোয়ার সৃষ্টি হয়।

▣ যে কোন তিনটি প্রশ্নের উত্তর দাও।

1. বাল্যবিবাহ জানতে পারলে তুমি কি করবে
উত্তর:-  কারোর বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলেই আমরা,

 1. বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের জানাবো।
 2. আমরা নানাভাবে বাড়ির লোকজন দিয়ে বোঝাবো।
 3. বিডিও ও থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধে র ব্যবস্থা করব।
 4. মানুষের সামনে বাল্যবিবাহের ফলে যেসব সমস্যা তৈরি হয় তা তুলে ধরব।
 5. সরকারি টোল-ফ্রী নম্বরে যোগাযোগ করব এবং এই বিষয়ে বিস্তারিত বলবো।

2. শিশুদের তিনটি মৌলিক অধিকার কি কি ?
উত্তর:- 

3. রাস্তা পার হওয়ার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখা উচিত?
উত্তর:- রাস্তা পার হওয়ার সময় নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে

 1. হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যেতে হবে।
 2. অবিভাবক সাথে থাকলে রাস্তা পার হওয়ার সময় অবিভাবকদের বা হাত ধরে থাকতে হবে।
 3. রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
 4. রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করতে হবে।
 5. রাস্তায় অন্যমনস্ক ভাবে চলা বা পারাপার হওয়া যাবে না।
 6. বাকের মুখে ভালোভাবে লক্ষ্য রেখেই রাস্তা পেরোতে হবে।
 7. রাস্তা পার হওয়ার সময় কোন আড়াল থাকলে সেই দিক দিয়ে পার না হওয়া উচিত।

4. কয়লা খনি অঞ্চলে ধ্বস এর মোকাবেলা কিভাবে করা যায়?

উত্তর:- 

 • কয়লা খনি অঞ্চলে ধ্বস নামলে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে।
 • কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
 • কয়লা খনি গুলি থেকে একসঙ্গে অধিক পরিমান কয়লা না খুলে একটি নিয়ন্ত্রণের মধ্যে কয়লা উত্তোলন করতে হবে।

5. সূর্য সকল শক্তির উৎস ব্যাখ্যা করো।
উত্তর:- 

 • সৌর শক্তিকে ব্যবহার করে এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে।
 • সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির প্রধান উপাদান।
 • জীবাশ্ম জ্বালানি তে যে শক্তি আবদ্ধ থাকে তা আসলে সৌরশক্তির পরিবর্তিত রূপ।
 • সৌরশক্তি দ্বারা বর্তমানে আলো জালানো পরিবহন যানবাহন চালানো ইত্যাদি সব কাজকর্ম করা যায়।

Web & App Developer, Blogger , Youtuber , VRP @Social Audit Unit-WB Govt

একটি মন্তব্য পোস্ট করুন

Please Comment , Your Comment is Very Important to Us.