লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উষ্ণতার উল্লেখ থাকে কেন । এস আই পদ্ধতিতে আয়তনের একক লিটার এর সংজ্ঞা

লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উয়তার উল্লেখ থাকে কেন? Ans. সাধারণ যে কোন তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন প্রসারণ ঘটে এবং ঘনত্ব কমে।...

লিটার এর সংজ্ঞায় 4°C বা 277 কেলভিন উষ্ণতার উল্লেখ অবশ্যই থাকে।আজকে আমরা আলোচনা করব কেন আয়তনের পরিমাপ প্রকাশের ক্ষেত্রে অন্যান্য উষ্ণতা বাদ দিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস কে গুরুত্ব দেওয়া হয়।আমরা যদি মনোযোগ সহকারে নিচের প্রশ্ন এবং উত্তর লক্ষ্য করি তাহলে দেখব বিশুদ্ধ জলের মাধ্যমে লিটার এর সংজ্ঞা তে 4°C কথাটা উল্লেখিত আছে ।

লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উয়তার উল্লেখ থাকে কেন?


লিটারের সংজ্ঞায় 4°C বা 277K উয়তার উল্লেখ থাকে কেন?

Ans. সাধারণ যে কোন তরলের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তন প্রসারণ ঘটে এবং ঘনত্ব কমে।কিন্তু জলের ক্ষেত্রে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধিতে আয়তন কমে যায় এবং ঘনত্ব বেড়ে যায়।4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় এবং এই ঘনত্বের মান হয় 1 গ্রাম/ ঘন সেমি । এরপর উষ্ণতা আরো বাড়লে ঘনত্ব ক্রমশ কমতে থাকে এবং আয়তন বাড়তে থাকে।যেহেতু বিভিন্ন উষ্ণতায় একই পরিমাণ জলের আয়তন ও ঘনত্ব ভিন্ন হয় তাই নির্দিষ্ট আয়তন পরিমাপের জন্য লিটার এর সংজ্ঞা 4 ডিগ্রি সেলসিয়াস কথার উল্লেখ করা হয়।

Read More| মক টেস্ট নবম শ্রেণী জীবন বিজ্ঞান পর্ব 1 । অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর (MCQ) । কম্বপ্লেট দেখা যায়..

প্রশ্ন: এস আই পদ্ধতিতে আয়তন পরিমাপের একক কি?

উত্তর: এস আই পদ্ধতিতে আয়তন পরিমাপের একক হল লিটার।

প্রশ্ন: এস আই পদ্ধতিতে আয়তন পরিমাপের একক এর সংজ্ঞা দাও।

উত্তর: 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে।

প্রশ্ন: 1 লিটার = কত ঘন সেন্টিমিটার ?

উত্তর: 1000000 ঘন সেন্টিমিটার।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.