বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

হস্ব বর্তনী বা শর্ট সার্কিট কী । শর্ট সার্কিট-এর ফলে অনেকসময় বৈদ্যুতিক বর্তনীতে আগুন ধরে যায় কেন । অভিমুখ থাকা সত্ত্বেও তড়িৎপ্রবাহ স্কেলার রাশি কেন

হস্ব বর্তনী বা শর্ট সার্কিট কী । শর্ট সার্কিট-এর ফলে অনেকসময় বৈদ্যুতিক বর্তনীতে আগুন ধরে যায় কেন । অভিমুখ থাকা সত্ত্বেও তড়িৎপ্রবাহ স্কেলার রাশি

তড়িৎপ্রবাহের মাত্রীয় সংকেত, তড়িৎপ্রবাহ স্কেলার রাশি কেন এবং হস্ব বর্তনী বা শর্ট সার্কিট সম্পর্কিত মাধ্যমিক ভৌতবিজ্ঞান এর গুরুত্বপূর্ণ সাজেশন মূলক প্রশ্ন উত্তর নিয়ে আজ আলোচনা করব।

প্রশ্ন» তড়িৎপ্রবাহের মাত্রীয় সংকেত কী ?
উত্তর» তড়িৎপ্রবাহের মাত্রীয় সংকেত হল "I" (আই) ।

প্রশ্ন» অভিমুখ থাকা সত্ত্বেও তড়িৎপ্রবাহ স্কেলার রাশি কেন?

উত্তর» তড়িৎপ্রবাহের মান ও অভিমুখ আছে । সেই অর্থে তড়িৎপ্রবাহ ভেক্টর রাশি হওয়া উচিত কিন্তু তড়িৎপ্রবাহের যোগ ভেক্টর যোগের নিয়মানুযায়ী হয় না বরং সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়, তাই তড়িৎপ্রবাহ একটি স্কেলার রাশি।

প্রশ্ন» হস্ব বর্তনী বা শর্ট সার্কিট কী?

উত্তর» কোনো তড়িৎ উৎসের দুটি মেরুকে প্রায় রোধহীন বা নগণ্য রোধের কোনো পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলে, সেই বর্তনীকে হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট বলা হয়।

আরও পড়: Madhyamik 2021 Physical Science Best MCQ । মাধ্যামিক MCQ ২০২১ ভৌতবিজ্ঞান বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (পর্ব ১)

প্রশ্ন» শর্ট সার্কিট-এর ফলে অনেকসময় বৈদ্যুতিক বর্তনীতে আগুন ধরে যায় কেন ?

উত্তর» বৈদ্যুতিক বর্তনীতে পজিটিভ ও নেগেটিভ তড়িৎবাহী তার দুটি কোনো কারণে পরস্পরের সংস্পর্শে আসলে সাধারণত শর্ট সার্কিট হয়ে থাকে। তার দুটি পরস্পরের গায়ে ঠেকে গেলেই বর্তনীর রোধ ওই স্থানে প্রায় শূন্য হয়ে যায়।

হস্ব বর্তনী বা শর্ট সার্কিট

জুলের সূত্রানুযায়ী, পরিবাহীতে উৎপন্ন তাপ, $H\propto {{I}^{2}}Rt$
বা , $H\propto \frac{{{V}^{2}}}{R}t\quad \left[ \because \ V=IR \right]$
অর্থাৎ, R-এর মান খুব কমে যাওয়ায় H-এর মান মুহূর্তের মধ্যে খুবই বেড়ে যায়।তাছাড়া এই উৎপন্ন তাপ বিভব প্রভেদের বর্গের সমানুপাতিক তাই সাধারণত উচ্চ ভোল্টবিশিষ্ট তারেই এই উৎপন্ন প্রচুর তাপমাত্রার ফলেই বর্তনীতে আগুন লেগে যায়।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.