Madhyamik 2021 Physical Science Best MCQ । মাধ্যামিক MCQ ২০২১ ভৌতবিজ্ঞান বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ( পর্ব ১ )

Madhyamik 2021 Physical Science Best MCQ । মাধ্যামিক ২০২১ ভৌতবিজ্ঞান বহু বিকল্পভিত্তিক প্রশ্ন ( পর্ব ১ ) Madhyamik suggestion 2021 for physical sc.
মাধ্যামিক ২০২১ এর জন্য আমরা নিয়ে এসেছি 40 টি গুরুত্বপূর্ণ  MCQ বা বহু  বিকল্পভিত্তিক প্রশ্ন । প্রত্যেক প্রকার প্রশ্নের জন্য থাকবে চারটি করে পর্ব । আজকে প্রকাশ করা হল শুধুমাত্র MCQ এর প্রথম পর্ব ।

মাধ্যামিক MCQ ২০২১ ভৌতবিজ্ঞান বহু বিকল্পভিত্তিক প্রশ্ন

1. বায়ুমণ্ডলের যে স্তরে জলবায়ু নিয়ন্ত্রণ করে তা হল
স্ট্রাটোস্ফিয়ার /থার্মোস্ফিয়ার /ট্রপোস্ফিয়ার /মেসোস্ফিয়ার
Ans. ট্রপোস্ফিয়ার

2. বয়েলের সূত্রের p-V লেখচিত্র টি হল

য়েলের সূত্রের p-V লেখচিত্র

Ans. (b)

3. NH4NO2 → N2 + 2H2O সমীকরণ অনুসারে 64g NH4NO2 এর বিভাজনে উৎপন্ন N2 এর পরিমাণ-
14 গ্রাম/ 28 গ্রাম /32 গ্রাম /40 গ্রাম
Ans. 28 গ্রাম ।

4. দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের একক নয়
J-1/ K-1 /°C-1/°F-1
Ans. J-1

5. SI পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কোনটি-
W.m-1.K-1/ W.K-1 / J.K-1 / J.m-1.K-1
Ans. W.m-1.K-1

6. অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলন এরপর
একই পথে ফিরে যায়/ প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যায়/ মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়/ মুখ্য ফোকাস এর মধ্য দিয়ে যায়
Ans. একই পথে ফিরে যায়।

7.  উত্তল লেন্স কোন বস্তুর খর্বকায় সদবিম্ব গঠন করে যখন-
বস্তু দূরত্ব f এর বেশি, 2f এর কম/f এর কম/2f এর সমান/2f এর বেশি
Ans. 2f এর বেশি।

8. তড়িৎচালক বল (V) ,কার্য (W) ও আধান (Q) এর মধ্যে সম্পর্কটি হলো-
(a) Q=WV (b) Q=V/W (c) Q=V/W2 (d) Q= W/V
Ans. (b) Q= W/V

9.  উষ্ণতা বাড়লে রোধ কমে যায়
অর্ধপরিবাহীর/ সুপরিবাহী / কুপরিবাহী /অতিপরিবাহীর
Ans. অর্ধপরিবাহীর ।

10. নিচের কোন সম্পর্কটি সঠিক নয়
H=V2Rt / H=VIt / H=I2Rt / H= V2t/R
Ans. H=V2Rt

11. নিচের কোনটি সুইচ এর কাজ নয় ?
বর্তনী সংযুক্ত করা/ বর্তনী বিচ্ছিন্ন করা/ তড়িৎ প্রবাহ চালু করা/ পরিবাহীর উষ্ণতা কমানো
Ans. পরিবাহীর উষ্ণতা কমানো।

12. নিচের কোনটি তেজস্ক্রিয় নয়-
32P / 14C / 40K / 23Na
Ans. 23Na

13. 235U92 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন হয়-
232Th90 / 231Th90 / 238Th92 / 235Th90
Ans. 231Th90

14. দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে হ্যালোজেন মৌল গুলি অবস্থিত ?
শ্রেণী 1 / শ্রেণী 16 / শ্রেণী 17 / শ্রেণী 2
Ans. শ্রেণী 17

15.  আধুনিক দীর্ঘ পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ের মৌলের সংখ্যা-
2 টি/ 8টি 18 টি /32 টি
Ans. 32 টি

16. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল টি হল-
O/Cl/F/Ne
Ans. F

17. নিচের প্রদত্ত কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম
Li<Be<C<B / Li<Be<B<C / Li<B>Be>C / Be>Li<B<C
Ans. Li<Be<B<C

18. সর্বোচ্চ আয়নন শক্তি সম্পন্ন মৌল
Li/He/Ne/Cs
Ans. He

19. আয়নীয় যৌগের দ্রাব্যতা বেশি হবে-
জলে/ অ্যালকোহলে/বেঞ্জিনে/ইথারে
Ans. জলে

20. X ও Y মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে -
XY/X2Y/XY2/X2Y3
Ans. XY

21 কোনটি জলে অদ্রাব্য-
MgCl2 / Na2SO4 / CHCl3 / HCl
Ans. CHCl3

22. কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না-
NaCl/NaF/CCl4/KCl
Ans. CCl4

23. নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না-
গলিত NaCl / তরল HCl / কঠিন NaCl / NaCl
Ans. গলিত NaCl

24 জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড 11.2 লিটার গ্যাস উৎপন্ন হয়। একই চাপ উষ্ণতায় অ্যানোড এ উৎপন্ন গ্যাসের আয়তন-
11.2 লিটার / 5.6 লিটার / 22.4 লিটার / 44.8 লিটার
Ans. 5.6 লিটার

25. নিচের কোন ধাতু তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না?
Na / Zn / Al / K
Ans. Zn

26. পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়-
বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা / জলের উর্দ্ধ অপসারণ দ্বারা / বায়ুর নিম্ন অপসারণ দ্বারা / জলের নিম্ন অপসারণ দ্বারা
Ans. বায়ুর নিম্ন অপসারণ দ্বারা।

27. লাইকার অ্যামোনিয়া তে অ্যামোনিয়ার পরিমাণ-
35% / 33% / 88% / 50%
Ans. 35%

28. অ্যামোনিয়ার শিল্পোৎপাদন এ অনুঘটকের উদ্দীপক রূপে ব্যবহৃত হয়-
CaO / K2O ও Al2O3 / Mg চূর্ণ / কোনোটিই নয়
Ans. K2O ও Al2O3

29. NH4NO2 কে উত্তপ্ত করলে যে গ্যাসটি উৎপন্ন হয় সেটি হল-
O2 / N2 / CO2 / NO
Ans. N2

30. ওলিয়াম এর সংকেত-
H2S2O8 / H2S2O6 / H2S2O7 / H2S2O5
Ans. H2S2O7

31. কোন খনিজটি আকরিক নয়-
রেড হেমাটাইট / জিংক ব্লেন্ড / বক্সাইট / আয়রন পাইরাইটস
Ans. আয়রন পাইরাইটস

32. অ্যামালগাম এর ক্ষেত্রে সর্বদাই কোন উপাদানটি থাকবে-
Fe / Ag / Au / Hg
Ans. Hg

33. লোহার পেরেক কে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রঙের পরিবর্তন দেখা যাবে-
ZnSO4 / Al2(SO4)3 / FeSO4 / CuSO4
Ans. CuSO4

34. প্রদত্ত কোন ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না
Na/Zn/Al/Ca
Ans. Zn

35. কৃত্তিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ টি হল-
বেঞ্জিন / ইউরিয়া / মিথেন / ল্যাকটিক অ্যাসিড।
Ans. ইউরিয়া

36. অ্যালকিনের সাধারণ সংকেত -
CnHn / CnH2n / CnH2n+2 / CnH2n-2
Ans. CnH2n

37. ডাইমিথাইল ইথার এ কোন কার্যকরী মূলক উপস্থিতি?
-C-O- / -COH / -COOH / -O-
Ans. -O-

38. বিক্ষিপ্ত সূর্যকে ক্লোরিন গ্যাস ও মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ায় দ্বিতীয় ধাপের উৎপন্ন হয় -
মিথাইল ক্লোরাইড / ক্লোরোফর্ম / কার্বন টেট্রাক্লোরাইড / মিথিলিন ক্লোরাইড
Ans. মিথিলিন ক্লোরাইড

39. পিভিসি এর মনোমার হলো -
ইথিলিন / অ্যাসিটিলিন / ভিনাইল ক্লোরাইড / H2O
Ans. ভিনাইল ক্লোরাইড

40. একটি জৈব যৌগের সংকেত C3H4 । এটি কোন শ্রেণীর জৈব যৌগ ?
অ্যালকেন / অ্যালকিন / অ্যালকোহল / অ্যালকাইন 
Ans. অ্যালকাইন 

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.