Madhyamik Life science suggestion Best - মাধ্যমিক সাজেশন জীবনবিজ্ঞান অধ্যায় ১ উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়াপ্রদান

মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশন অধ্যায় উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়াপ্রদান । দশম শ্রেণি জিবনবিজ্ঞান সাজেশন । Madhyamik Life science suggestion 2021 Best

মাধ্যমিক সাজেশন এর আজকের পর্বে আমরা আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে।আজ থেকে প্রতিনিয়ত আমরা মাধ্যমিকের কোন না কোন একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান এর সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা ও মাধ্যমিকের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের modelactivitytask.com ওয়েবসাইটে ভিজিট করুন।

মাধ্যমিক  সাজেশন  জীবনবিজ্ঞান অধ্যায় ১ উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়াপ্রদান

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021 - 2022

1. বাহ্যিক উদ্দীপকের একটি উদাহরণ দাও।
উত্তর: আলো

2. দুটি উদ্ভিদের নাম লেখ যাদের ক্ষেত্রে সংবেদনশীলতার প্রকাশ ভালোভাবে ঘটে।
উত্তর: বনচাঁড়াল ও লজ্জাবতী।

3. প্রকরণ দেখা যায় কোন উদ্ভিদে?
উত্তর: বনচাঁড়াল উদ্ভিদের উপপত্রকে প্রকরণ চলন দেখা যায়।

4. কোন উদ্ভিদের আরেক নাম ইন্ডিয়ান টেলিগ্রাফ?
উত্তর: বনচাঁড়াল। 

5. সপুষ্পক উদ্ভিদের ডিম্বাশয়ের অভিমুখে পরাগনালিকার চলন কি প্রকার চলন?
উত্তর: কেমট্যাকটিক চলন।

6. জলস্রোতের অভিমুখে উদ্ভিদের সামগ্রিক চলনকে কি বলে?
উত্তর: হাইড্রো ট্যাকটিক চলন।

7. উদ্ভিদদেহের কোন অংশে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়?
উত্তর: কাণ্ডে।

8. আলোর তীব্রতার প্রভাবে কোন প্রকার চলন হয় ?
উত্তর: ন্যাস্টিক চলন। 

9. সুন্দরী গাছের শ্বাসমূলে কোন ধরনের চলন দেখা যায়?
উত্তর: নেগেটিভ জিওট্রপিক চলন।

10. প্রকরণ চলন রসস্ফীতি জনিত চলন উক্তিটি ভুল না ঠিক?
উত্তর: উক্তিটি ঠিক।



11. স্বতঃস্ফূর্ত চলনও আবিষ্ট চলন এর একটি পার্থক্য লেখ।
উত্তর: স্বতঃস্ফূর্ত চলন আভ্যন্তরীণ উদ্দীপনার প্রভাবে সংঘটিত চলন, যেমন - প্রকরণ চলন।কিন্তু আবিষ্ট চলন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সংঘটিত চলন যেমন- ট্যাকটিক চলন।

12. সংবেদনশীলতা বলতে কি বোঝো? উদাহরণ দাও।
উত্তর: পরিবেশের বিভিন্ন পরিবর্তন গুলি সনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের ধর্ম বা ক্ষমতাকেই সংবেদনশীলতা বলে।
লজ্জাবতী পাতায় স্পর্শ করলে পাতাগুলি নুয়ে পড়ে ।এটি সংবেদনশীলতার একটি উৎকৃষ্ট উদাহরণ।

13. বনচাঁড়ালের পত্রফলকের চলন কেবলমাত্র দিনের বেলায় ঘটে উক্তিটি ঠিক না ভুল?
উত্তর: উক্তিটি ঠিক।

14. ম্যালিক এসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হওয়া কোন প্রকার চলন?
উত্তর: কেমো ট্যাকটিক চলন।

15. স্পর্শ ঘর্ষণ ইত্যাদি বাহ্যিক উদ্দীপক দ্বারা কোন প্রকার উদ্ভিদ চলন ঘটে?
উত্তর: সিসমোন্যাস্টি চলন।

16. কোন প্রকার উদ্ভিদ চলন এর রসস্ফীতি জনিত চলন দেখা যায়?
উত্তর: ন্যাস্টিক চলন।

17. টিউলিপ ফুলের কোন প্রকার চলন দেখা যায়?
উত্তর: থার্মো ন্যাস্টিক চলন।

আরও পড় - উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় | হরমোন | অক্সিন জিব্বেরেলিন সাইটোকাইনিন

18. প্রকরণ চলন কাকে বলে উদাহরণ দাও
উত্তর: রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গে যে স্বতঃস্ফূর্ত বক্র চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে।
বনচাঁড়াল এর পাতার পার্শ্বীয় পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে উপর নিচে ওঠা-নামা করে। এটি এক প্রকারের রসস্ফীতি জনিত চলন যা কেবলমাত্র দিনের বেলাতেই ঘটে।

উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান সম্পর্কিত ভিডিও দেখতে এখানে ক্লিক করো।


19. উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি?
উদ্দীপকের উপস্থিতিতেই জীবদেহে উদ্দীপনা সৃষ্টি হয় পরিবেশে সমস্ত জিবই কমবেশি উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেয় অর্থাৎ উদ্দীপক হলো কারণ আর উদ্দীপনা হলো তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া।

20. উদ্ভিদের সামগ্রিক চলন একপ্রকার গমন - উদাহরণসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদের সামগ্রিক চলনে স্থান পরিবর্তন ঘটে যেমন ফটো ট্যাকটিক চলনে শৈবাল স্বল্প আলোর দিকে গমন করে। অঙ্গ সঞ্চালন দ্বারা স্থান পরিবর্তনকে গমন বলে। তাই উদ্ভিদের সামগ্রিক চলন হলো এক প্রকারের গমন।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.