Class 9 physical science atomic structure । নবম শ্রেণী ভৌত বিজ্ঞান পরমাণুর গঠন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

Class 9 Physical science suggestion : Chapter Atomic structure । নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পরমাণুর গঠন অধ্যায়ের সাজেশন । পরমাণুর গঠন প্রশ্ন উত্তর

 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান এর পরমাণুর গঠন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।


Group-A

সঠিক উত্তরটি নির্বাচন করাে :

1. একটি ইলেকট্রনের তড়িদাধানের পরিমাণ—

(a) 1.6×10-10esu 

(b) 4.802 stat coulomb 

(c) -1.602× 10-19

(d) 1.6x 10-19

উত্তর:- -1.602× 10-19

 

2. পরমাণুর আকার নির্ভর করে

(a) পরমাণুর ভরের ওপর 

(b) প্রােটন সংখ্যার ওপর

(c) ইলেকট্রন সংখ্যার ওপর

(d) প্রােটন নিউট্রন সংখ্যার ওপর

 উত্তর:- ইলেকট্রন সংখ্যার ওপর

3. নিউক্লিয়াসের ব্যাস মাপা হয় যে-এককে তা হল- 

(a) আলােকবর্ষ 

(b) ন্যানােমিটার 

(c) পারসেক 

(d) ফার্মি

উত্তর:- ফার্মি

 

4. নিউট্রন অনুপস্থিত যে-পরমাণুতে সেটি হল-

(a) প্রোটিয়াম 

(b) ডয়টেরিয়াম 

(C) ট্রিটিয়াম 

(d) হিলিয়াম

উত্তর:- প্রোটিয়াম

 

5. পরমাণুর মূল কণাগুলির ভর হ্রাসের সঠিক ক্রম হল—

(a) p >e> n 

(b) e> n>p 

(c) p>n>e

(d) n >p>e 

উত্তর:- n >p>e 

 

6. 16টি প্রােটন, 18টি ইলেকট্রন ও 16টি নিউট্রন সংবলিত নমুনাটি চার্জসহ শনাক্ত করাে—

(a) S-1 

(b) Si-2 

(c) P2-

(d) S2-

উত্তর:- S2-

 

 7. পরমাণুর সর্বনিম্ন শক্তির অবস্থাকে বলে-

 (a) ভূমিস্তর 

 (b) স্থিতাবস্থা 

 (c) উত্তেজিত স্তর 

 (d) স্থায়ী অবস্থা

উত্তর:- 

 

8. 18O8 -এ নিউট্রন সংখ্যা

(a) 10টি 

(b) 8 টি 

(c) 9 টি 

(d) কোনােটিই নয়

উত্তর:- 10টি 

 

9. হাইড্রোজেন পরমাণুর বাের মডেলে সর্বনিম্ন কক্ষের শক্তি-

(a) ন্যূনতম

(b) সর্বোচ্চ 

(c) অসীম 

(d) শূন্য

উত্তর:- ন্যূনতম

 

10. আইসােটোপগুলিতে সমসংখ্যক থাকে-

(a) নিউট্রন 

(b) মেসন 

(c) প্রােটন 

(d) পজিট্রন

উত্তর:- প্রােটন

Group-B

সংক্ষিপ্ত উত্তর দাও :

 একটি বাক্যে উত্তর দাও :

1. নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখাে।

উত্তর:- প্রোটিয়াম

 

2. প্রােটন পরমাণুর কোন অংশে থাকে। 

উত্তর:- নিউক্লিয়াসে

 

3. ইলেকট্রনের ভরের পরিমাণ কত? 

উত্তর:- 9.11× 10-31 kg

 

4. একটি পরমাণুর উদাহরণ দাও যার নিউক্লিয়াসে সমান সংখ্যক প্রােটিন ও নিউট্রন থাকে। 

উত্তর:- 12c6 পরমাণু

 

5. ইলেকট্রন আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

উত্তর:- জে জে থমাস

 

6. কোনো পরমাণুতে উপস্থিত নিউট্রন ও প্রোটনের মোট সংখ্যাকে কি বলে ?

উত্তর:- ভর সংখ্যা

 

7. হাইড্রোজেনের দুটি সমস্থানিকের নাম ও চিহ্ন লেখো ?

উত্তর:- প্রোটিয়াম ও ডয়টেরিয়াম

 

8. পরমাণুর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে ?

উত্তর :- প্রোটন সংখ্যার উপর

 

9. পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী কে ?

উত্তর:- ইলেকট্রন

 

10. X ও Y পরস্পরের আইসোটোপ হলে b2-d2 এর মান কত ?

উত্তর:-আইসোটোপ এর পারমাণবিক ক্রমাংক সমান হয় তাই, b=d 

অর্থাৎ, b2-d2 =0

 

II . বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও

বাম স্তম্ভডান স্তম্ভ
1. পরমাণুর সবচেয়ে ভারী কণিকা a. নিউক্লিয়ন
2. পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন কনা কে একত্রে কি বলেb. থমসন
3. একই মৌলের আইসোটোপের ক্ষেত্রে একই থাকে c. নিউট্রন
4. ক্যাথোড রশ্মী আবিষ্কার করেনd. পরমাণু - ক্রমাংক
5. ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেনe. ক্রোকাস

উত্তর:- (1)- c , (2) - a , (3) - d , (4) - e , (5) - b

 

 

III. শূন্যস্থান পূরণ করো 

 

1. পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মক কণার নাম ____________ ।

উত্তর:- ইলেকট্রন

 

2. কোনো পরমাণু M কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা_______________ ।

উত্তর :- 2×32 =2×9 =18 টি

 

3. পরমাণুর নিউক্লিয়াসে অত্যাধিক সংখ্যাক____________ থাকলে নিউক্লিয়াস টি অস্থায়ী হয় ।

উত্তর:- নিউট্রন

 

4. হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রশ্মি ______________ কণার দ্বারা গঠিত হয় ।

উত্তর:- প্রোটন

 

5. আইসোটপগুলি _____________ ধর্মে সদৃশ ।

উত্তর:- রাসায়নিক

 

 

IV. সত্য মিথ্যা নিরূপণ করো ।

 

1. পরমাণুতে কেন্দ্রকীয় কনা গুলিকে ধরে রেখেছে কুলম্বীয় বল ।

উত্তর :- ভুল

 

2. একই মৌলের আইসোটোপ গুলির রাসায়নিক ধর্ম একই ।

উত্তর:- ঠিক

 

3. নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বেশি হয় কমপক্ষে অবস্থিত ইলেকট্রনের শক্তিও ততো বেশি হয় ।

উত্তর:- ঠিক

 

4. কোনো নির্দিষ্ট কক্ষে ইলেকট্রনের সর্বোচ্চ সংখ্যা n2 ।

উত্তর:- ভুল

 

5. পরমাণুর বর্ণালী বিচ্ছিন্ন এবং রেখা বর্ণালী ।

উত্তর:- ঠিক

 

Group-C

 

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :

 

1. ইলেকট্রন কে সমস্ত মৌলের পরমাণুর সাধারণ উপাদান হিসেবে গণ্য করা হয় কেন?

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

2. ইলেকট্রনের চার্জ বা আধনকে তড়িৎ-এর ক্ষুদ্রতম এককরুপে গণ্য করা হয় কেন?

উত্তর :- শিগ্রহ আপডেট করা হবে।

 

3. থমসনের পরমাণু সংক্ষিপ্ত বিবরণ দাও ।

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

4. ক্যাথোড ও অ্যানোড রশ্মি দুটি পার্থক্য উল্লেখ করো

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

5. রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। 

উত্তর:- উত্তর দেখতে এখানে ক্লিক করো।

 

6. পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাংকে মৌলের সক্রিয় ধর্ম বলা হয় কেন

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

7. নিউক্লিক বল কাকে বলে। এই বলের কয়েকটি বৈশিষ্ট আলোচনা করো ।

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

 8. পরমাণু এবং আয়নের মধ্যে পার্থক্য লেখাে।

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

9. পটাশিয়াম পরমাণু ও K+ আয়নের মধ্যে কোনটি জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে ও কেন?

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

Group-D

 

দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন :

 

1. তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত রশ্মি গুলির নাম লেখাে । এই রস্মিগুলির প্রকৃতি, ভর, আধান, ভেদনক্ষমতা এবং গতিবেগ তুলনা করো ।

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

2. রাদারফোর্ডের পরমাণু মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর:-  উত্তর দেখতে এখানে ক্লিক কর

 

3. পরমাণুর গঠন-সংক্রান্ত নীলস বােরের কার্যাবলী লেখাে।

উত্তর:- শিগ্রহ আপডেট করা হবে।

 

4. রাদারফোর্ডের পরমাণুর তত্ত্ব ও বোরের পরমাণু তত্ত্বের বৈসাদৃশ্য আলােচনা করো ।

উত্তর:-শিগ্রহ আপডেট করা হবে।

1 comment

  1. Not all update on this wedsite
Please Comment , Your Comment is Very Important to Us.