মাধ্যমিক জীবন বিজ্ঞান ছোট প্রশ্ন উত্তর ও মক টেস্ট অনুশীলন পত্র । Madhyamik Life science Small Answer type questions SAQ Test paper

Madhyamik Life science Small Answer type questions SAQ Test paper প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পন্ন করে

আজকের পর্বে আমরা রেখেছি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মকটেস্ট ।মকটেস্ট এর গুলো নীচে দেখতে পাবে । মক টেস্ট দেওয়ার জন্য নিচের বাটনে ক্লিক করতে হবে ।

মাধ্যমিক জীবন বিজ্ঞান ছোট প্রশ্ন উত্তর ও মক টেস্ট অনুশীলন পত্র


Class-5  Class-6  Class-7  Class-8 
Class-9  Class-10 Model  Activity app  Dowload

Class 10 life science Mock test abvrp



💠 দশম শ্রেণীর জীবন বিজ্ঞান মকটেস্ট💠

তাহলে চলো শুরু করা যাক দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের অনলাইন মক টেস্ট এর আজকের পর্বঃ

কিভাবে শুরু করবে অনলাইন মক টেস্ট?

1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।

প্রতিটি প্রশ্নের জন্যে ২০ সেকেন্ড করে সময় দেওয়া হল।

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


মাধ্যমিক জীবন বিজ্ঞান ছোট প্রশ্ন উত্তর ও মক টেস্ট

১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পন্ন করে লেখ :

১.১. প্রতিবর্ত ক্রিয়া সংক্রান্ত নীচের কোন জোড়টি সঠিক নয় তা স্থির করো-
(ক) দুধের স্বাদ পাওয়ার পর সদ্যোজাত বাচ্চার লালাক্ষরণ-সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
(খ) কম্পিউটারের কী বোর্ডে টাইপ করা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
(গ) হাঁচি ও কাশি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া
(ঘ) মানুষের কথা বলা— অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

উত্তর :- হাঁচি ও কাশি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া

১.২. নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো-
(ক) কর্ণিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে রেটিনাতে কেন্দ্রীভূত করে
(খ) কর্ণিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে অ্যাকুয়াস হিউমরে কেন্দ্রীভূত করে
(গ) কর্ণিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে
(ঘ) কর্ণিয়া আলোকরশ্মিকে প্রতিসৃত করে ভিট্টিয়াস হিউমরে কেন্দ্রীভূত করে

উত্তর :- কর্ণিয়া আলােকরশ্মিকে প্রতিসৃত করে লেন্সে কেন্দ্রীভূত করে

১.৩. নীচের কোন জোড়টি সঠিক তা চিহ্নিত করো-
(ক) CSF - চারটি মস্তিষ্ক নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী ও অধঃঅ্যারাকনয়েড স্থানে বিন্যস্ত থাকে
(খ) CSF - সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নকাণ্ডের বাইরে অবস্থান করে
(গ) CSF - দুটি মস্তিষ্ক নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী ও অধঃডুরাল স্থানে বিন্যস্ত থাকে
(ঘ) CSF-সেরিব্রাম, সেরিবেলাম ও মেডালা অবলংগাটাতে বিন্যস্ত থাকে

উত্তর :- CSF - চারটি মস্তিষ্ক নিলয়, সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালী ও অধঃঅ্যারাকনয়েড স্থানে বিন্যস্ত থাকে

১.৪. মিয়োসিস সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো -
(ক) মিয়োসিস- I এ ক্রোমাটিডের পৃথক্ষরণ ঘটে
(খ) মিয়োসিস - II তে ক্রসিংওভার ঘটে
(গ) মিয়োসিস- II এতে ক্রোমাটিডের পৃথক্করণ ঘটে
(ঘ) মিয়োসিস -I ও মিয়োসিস - II এর মধ্যবর্তী ইন্টারকাইনেসিস-এ DNA সংশ্লেষ ঘটে

উত্তর :- মিয়োসিস- II এতে ক্রোমাটিডের পৃথক্করণ ঘটে

১.৫. শিমুল, ভুট্টা, ধান, ছাতিম পলাশ পাতাঝাঝি, আম, গােলাপ – এদের মধ্যে কোনটি/কোনগূলো পাখিপরাগী ফুল তা চিহ্নিত করো -
(ক) ভুট্টা পাতাঝাঝি
(খ) শিমুল, পলাশ
(গ) ভুট্টা, ধান
(ঘ) আম, গোলাপ

উত্তর :-শিমুল, পলাশ

১.৬. বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত নীচের সঠিক বক্তব্য টি চিহ্নটি করো -
(ক) বিকাশের মাধ্যমে জীবদেহের ওজন, আকার ও আয়তন বাড়ে
(খ) বৃদ্ধির কোশ বিভাজন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়
(গ) বৃদ্ধির কোশীয় আকার বৃদ্ধিকরণ দশায় গৌণ কোষ প্রাচীর সৃষ্টি ও স্থুলিকরণ ঘটে
(ঘ) প্রাণীর বৃদ্ধির সময় ভ্রূণ জাইগোটে পরিণত হয় ও জাইগোট থেকে জীবের সৃষ্টি হয়

উত্তর :- বৃদ্ধির কোশ বিভাজন দশায় কলা ও অঙ্গ গঠিত হয়

১.৭, মটর গাছের ক্ষেত্রে প্রকট গুণটি চিহ্নিত করো –
(ক) বেঁটে গাছ
(খ) সাদা ফুল
(গ) হলুদ ফুল
(ঘ) বেগুনি ফুল।

উত্তর :- বেগুনি ফুল।

১.৮, নীচের কোন বৈশিষ্ট্যটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত নয় তা চিহ্নিত করো।
(ক) সংযুক্ত কানের লতি
(খ) বর্ণান্ধতা
(গ) রোলার জিভ
(ঘ) থ্যালাসেমিয়া

উত্তর :- বর্ণান্ধতা

১.৯. মেন্ডেলের মতে জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য নীচের কোনটি প্রয়োজন তা স্থির করো -
(ক) দুটি ম্যাক্টর
(খ) দুটি অ্যালিল
(গ) দুটি জিন
(ঘ) দুটি ক্রোমোজোম।

উত্তর :- দুটি অ্যালিল

১.১০: বাদুড়ের ডানা , পাখির ডানা ও পতঙ্গের ডানা কী ধরনের অঙ্গ তা নির্ণয় করো -
(ক) সমবৃত্তীয় অঙ্গ।
(খ) সমসংস্থ অঙ্গ
(গ) সদৃশ অঙ্গ
(ঘ) নিষ্ক্রিয় অঙ্গ

উত্তর : সমবৃত্তীয় অঙ্গ।

১.১১. মিলার ও উরে তাদের পরীক্ষায় নাইট্রোজেন যুক্ত কোন গ্যাসটি ব্যবহার করেছিলেন তা স্মরণ করে লেখো -
(ক) নাইট্রাস অক্সাইড
(খ) নাইট্রোজেন ডাই অক্সাইড
(গ) অ্যামোনিয়া
(ঘ) নাইট্রিক অক্সাইড

উত্তর :- অ্যামোনিয়া

১.১২. নীচের কোনটি জীব বিবর্ধন এর সঙ্গে সম্পর্কযুক্ত তা স্মির কারো -
(ক) ফসফেট
(খ) নাইট্রেট
(গ) কার্বনেট
(ঘ) DDT

উত্তর :-DDT

১.১৩. পেরিয়ার, কানহা, বন্দীপুর ও গোরুমারার মধ্যে সাদৃশ্য টি চিহ্নিত করো-
(ক) সকলই অভয়ারণ্য
(খ) প্রথম তিনটি অভয় অরণ্য এবং শেষের টি জাতীয় উদ্যান
(গ) সকলই জাতীয় উদ্যান
(ঘ) প্রথমটি অভয় অরণ্য, দ্বিতীয় এবং তৃতীয়টি জাতীয় উদ্যান এবং চতুর্গটি বায়োস্ফিয়ার রিজার্ভ

উত্তর :- সকলই জাতীয় উদ্যান

১.১৪. বোটানিক্যাল গার্ডেন সম্পর্কিত নীচের কোন তথ্যটি সঠিক নয় তা নির্ণয় করো -
(ক) এখানে প্রাকৃতিক পরিবেশের উদ্ভিদ সংরক্ষণ করা হয়
(খ) জার্মপ্লাজম সঞ্চয় ও সংরক্ষণের মাধ্যমে বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ করা হয়
(গ) কেবলমাত্র দেশজ উদ্ভিদ সংরক্ষণ করা হয়।
(ঘ) টিস্যু কালচারের মাধ্যমে অবলুপ্তপ্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা হয়

উত্তর :- কেবলমাত্র দেশজ উদ্ভিদ সংরক্ষণ করা হয়।

১.১৫. ইন-সিটু সংরক্ষণ সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো -
(ক) আইন করে চোরাশিকার বন্ধ করা
(খ) উপযুক্ত বাসস্থান, খাদ্য ও পানীয় জলের জোগান বজায় রাখা
(গ) নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রুন সংরক্ষণ করা হয়
(ঘ) চাষাবাদ ও গোচারণ নিষিদ্ধ করা

উত্তর :- নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রুন সংরক্ষণ করা হয়


২. নীচের ২৬ টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো -
নিচের বাক্যগুলোর শূন্য স্থান গুলোতে উপযুক্ত শব্দ বসাও (যেকোনো পাঁচটি)

২.১. ACTH _________ গ্রন্থি থেকে ক্ষরিত হয়

উত্তর :- পিটুইটারি

২.২. DNA র দুটি শৃঙ্খলের মধ্যে দূরত্ব হলো_______.

উত্তর :- 34 A°

২.৩ হেটারােজাইগাস জীবে_____________ বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে ।

উত্তর :- প্রচ্ছন্ন

২.৪ ডারউইনবাদ অনুযায়ী জীবনসংগ্রামের পক্ষে সহায়ক______________ গুলাে যােগ্যতমের উদ্বর্তন।

উত্তর :- প্রকরণ

২.৫ এয়ার কন্ডিশনার থেকে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো ___________ ।

উত্তর :- CFC

২.৬ অ্যালগাল ব্লুমের সঙ্গে সম্পর্কিত ঘটনাটি হলো _____________ ।

উত্তর :- ইউট্রোফিকেশন


নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনাে পাঁচটি):

২.৭ সেরিব্রামকে দেহের থার্মোস্ট্যাট বলা হয়।

উত্তর :- মিথ্যা

২.৮ ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় বেমের দুই প্রান্তে গমন করে।

উত্তর :- মিথ্যা

২.৯ থ্যালাসেমিয়াতে হাড়ের গঠন বিকৃতি ঘটে।

উত্তর :- সত্য

২.১০ অভিব্যক্তির অন্যতম মূল উৎস হলো পরিব্যক্তি

উত্তর :- সত্য

২.১১ ওরাং ওটাং হলো পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রজাতি।

উত্তর :- মিথ্যা

২.১২ সুযুন্নাকাণ্ড প্রশ্বাস ও নিশ্বাসের মাত্রা ও গভীরতা পরিবর্তন করে।

উত্তর :- মিথ্যা

A- স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B- স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জড়টি পুনরায় লেখো (যেকোনো পাঁচটি) :-

A স্তম্ভB স্তম্ভ
২.১৩. প্রোজেস্টেরনক) অভিসারী অভিব্যক্তি
২.১৪. হেটারোক্রোমাটিনখ) আর্থাইটিস ও অস্টিওপোরেসিস
২.১৫. দ্বি সংকর জননগ) অপসারী অভিব্যক্তি
২.১৬. সমবৃত্ত অঙ্গঘ) গর্ভাবস্থায় ভ্রূণ টিকে জরায়ুতে রোপন
২.১৭. বায়োস্ফিয়ার রিজার্ভঙ) স্বল্প জিন সম্পূর্ণ অধিক কুণ্ডলী কৃত
২.১৮. বার্ধক্য দশাচ) বহুমুখী ব্যবহারোপযোগী বন
ছ) YY RR × yy rr


উত্তর:- ২.১৩- (ঘ) , ২.১৪- (ঙ) , ২.১৫ -(ছ), ২.১৬- (ক) , ২.১৭-(চ), ২.১৮- (খ) ।


একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যেকোনো ছয়টি)

২.১৯. বিসদৃশ শব্দটি বেছে লেখো :
ডায়াবেটিস ইনসিপিডাস, ডােয়াফিজম, থ্যালাসেমিয়া, ডায়াবেটিস মেলিটাস

উত্তর :- থ্যালাসেমিয়া

২.২০. উদ্দীপকের সঙ্গে ট্যাকটিক চলনের সম্পর্ক কী?

উত্তর :- উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা উভঁয় দ্বারাই ট্যাকটিক চলন নিয়ন্ত্রিত হয়

২.২১. নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও :

অ্যাডিনিন : পিউরিন ::___________: পিরিমিডিন

উত্তর :- থাইমিন/সাইটোসিন/ইউরাসিল

২.২২, একই জিনের ভিন্ন ভিন্ন রূপের একটি উদাহরণ দাও।

উত্তর :- মটর গাছের দৈর্ঘ্য নিয়ন্ত্রনকারী জিনের ভিন্ন ভিন্ন রূপ হল T ও t

২.২৩. মানব পপুলেশনে প্রকরণের একটি উদাহরণ দাও।

উত্তর :- সংযুক্ত কানের লতি/মুক্ত লতি; রোলার জিভ/স্বাভাবিক জীবন

২.২৪. মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনে জটিলতার ক্রমশ বৃদ্ধির সূচকটি কী?

উত্তর :- প্রকোষ্ঠের সংখ্যা বৃদ্ধি এবং অন্ত প্রকোষ্ঠ পর্দার সৃষ্টি

২.২৫. নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। FPC, EDC, JFM, VFC

উত্তর :- JFM ।

২.২৬. জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ছাড়া ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থার অপর একটি মাধ্যমের নাম লেখো।

উত্তর :- বায়োস্ফিয়ার রিজার্ভ।

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.