Header Ads Widget

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পর্ব -১ । একক জীব স্তর। পপুলেশন স্তর। কমিউনিটি স্তর

আজকে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান এর পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর নিয়ে আলোচনা করব। আজকের এই প্রথম পর্বে আলোচ্য বিষয় হবে একক জীব স্তর, পপুলেশন স্তর, কমিউনিটি স্তর ইত্যাদি বিষয়ের অন্তর্গত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। পরবর্তী পর্বে আমরা অধ্যায়ের বাকি বিষয়গুলো সম্পর্কিত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।


নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরিবেশ ও তার সম্পদ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পর্ব -১ । একক জীব স্তর। পপুলেশন স্তর। কমিউনিটি স্তর


নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর । অধ্যায়ঃ পরিবেশ ও তার সম্পদ । পপুলেশন স্তর । জন্ম ও মৃত্যু হার । কমিউনিটি স্তর

1. বাস্তুবিদ্যা কাকে বলে?
উত্তরঃ জীব ও তার চারপাশের পরিবেশ এবং তাতে অন্তর্ভুক্ত জীবনের মধ্যে পারস্পারিক আন্তঃক্রিয়া কে বাস্তুবিদ্যা বলে।

2. সানপ্লান্ট বা হেলিওফাইট উদ্ভিদ কাদের বলে?
উত্তরঃ কিছু কিছু উদ্ভিদ আছে যারা উজ্জ্বল আলোকিত অঞ্চলে জন্মায় বৃদ্ধি পায় ও বংশ বৃদ্ধি করে। এদের সান প্লান্ট বা হেলিওফাইট উদ্ভিদ বলে।

3. সেডপ্লান্ট বা সিওফাইট উদ্ভিদ কাদের বলে?
উত্তরঃ কিছু কিছু উদ্ভিদ আছে যারা কম আলোয় ছায়াযুক্ত পরিবেশের বৃদ্ধি পায় ও বংশবৃদ্ধি করে তাদের বলা হয় সেডপ্লান্ট বা সিওফাইট।

4.কোন মাছের বাচ্চারা কম আলোতে মারা যায়?
উত্তরঃ স্যালমন মাছের বাচ্চারা।

5. আপেক্ষিক আদ্রতা কাকে বলে?
উত্তরঃ বাতাসের নির্দিষ্ট তাপমাত্রায় যত শতাংশ জলীয় বাষ্প ধারণ করতে পারে তা হল বায়ুর আপেক্ষিক আদ্রতা।

6. মরু অঞ্চলে বায়ুর আদ্রতা কম হওয়ায় সেখানকার উদ্ভিদে কি কি অভিযোজন দেখা যায়?
উত্তরঃ মরু অঞ্চলে বায়ুর আর্দ্রতা কম ফলে সেখানকার উদ্ভিদ গুলির পর্বমধ্য ছোট হয় ,পাতাগুলি ছোট ও পুরু কিউটিকল যুক্ত হয় এবং কোন কোন ক্ষেত্রে পাতাগুলি কাটায় রূপান্তরিত হয় যেমন ক্যাকটাস জাতীয় গাছ। উদ্ভিদের এইসব অভিযোজন জল সঞ্চয় এর জন্য হয়।

7. মেগা থার্মস কাদের বলা হয়?
উত্তরঃ যেসব উদ্ভিদ উচ্চ তাপমাত্রা যুক্ত অঞ্চলে বাস করে তাদের মেগা থার্মস বলে।

8. হেকিস্টোথার্মস কাদের বলা হয়?
উত্তরঃ যেসব উদ্ভিদ অতি নিম্ন তাপমাত্রায় বাস করে তাদের হেকিস্টোথার্মস বলা হয়।

9. মাইক্রো থার্মস কাদের বলা হয়?
উত্তরঃ নিম্ন তাপমাত্রা যুক্ত অঞ্চলে বসবাসকারী উদ্ভিদদের মাইক্রো থার্মস বলে।

10. মেসো থার্মস কাদের বলা হয়?
উত্তরঃ মাঝারি তাপ যুক্ত অঞ্চলে বসবাসকারী উদ্ভিদের মেসো থার্মস বলা হয়।

11. CAM এর পুরো কথা কি?
উত্তরঃ CAM এর পুরো কথা হল ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম।

12. কোন প্রকার উদ্ভিদের দেহে CAM ঘটে?
উত্তরঃ মেগা থার্মস উদ্ভিদের দেহে CAM ঘটে।

13. শীতঘুম বা হাইবারনেশন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখ।
উত্তরঃ ব্যাঙ এর দেহে শীতঘুম বা হাইবারনেশন দেখা যায়।

14. প্রজাতি কাকে বলে?
উত্তরঃ একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত জীব গুলি নিজেদের মধ্যে যৌন জননের সক্ষম তারা হল প্রজাতি।

15. পপুলেশন স্তর কাকে বলে?
উত্তরঃ কোন প্রজাতির সমস্ত জিকে সমষ্টিগত ভাবে পপুলেশন বা জনসংখ্যা বলে।

16. পপুলেশনের বৃদ্ধি কোন কোন শর্তের উপর নির্ভর করে?
উত্তরঃ জীবের জন্মহার ,মৃত্যুহার ,পরিযান বা মাইগ্রেশন প্রভৃতি বিষয়ের উপর নির্ভর করে।

17. জন্মহার বা ন্যাটালিটি কাকে বলে?
উত্তরঃ জীবের অপত্য সৃষ্টির হারকে জন্মহার বলে অর্থাৎ একক সময়ে জনন এর মাধ্যমে যে সংখ্যায় নতুন সদস্য পপুলেশনের যুক্ত হয় তাকে জন্মহার বা ন্যাটালিটি বলা হয়।

18. সর্বাধিক বা চরম জন্মহার কাকে বলে?
উত্তরঃ যেকোনো ধরনের বাধাদানকারী শর্তের অনুপস্থিতিতে একক সময়ে কোন পপুলেশনে সর্বাধিক যত সংখ্যক সদস্য যুক্ত হয়, তাকে সর্বাধিক জন্মহার বা চরম জন্মহার বলা হয়।

19. বাস্তব বা ইকোলজিক্যাল জন্মহার কাকে বলে?
উত্তরঃ পরিবেশের সম্ভাব্য সমস্ত বাধাদানকারী শর্তের উপস্থিতিতে পপুলেশনের জন্মহার দেখা যায় তাকে বাস্তব জন্মহার বা ইকোলজিক্যাল জন্মহার বলে।

20. মৃত্যুহার বা মর্টালিটি কাকে বলে?
উত্তরঃ একক সময়ে জীবের মৃত্যুর ফলের যত সংখ্যক সদস্য পপুলেশন থেকে কমে যায় তাকে মৃত্যুহার বা মর্টালিটি বলা হয়।

21. ন্যূনতম মৃত্যুহার বা কার্যকর মৃত্যুহার কাকে বলে?
উত্তরঃ আদর্শ বা অনুকূল পরিবেশে একক সময়ে যে সর্বনিম্ন স্বাভাবিক মৃত্যু হয় তার হার কে বলা হয় ন্যূনতম বাক কার্যকর মৃত্যুহার।

22. বাস্তব মৃত্যুহার বা ইকোলজিক্যাল মৃত্যুহার কাকে বলে?
উত্তরঃ পরিবেশের বিভিন্ন শর্তের প্রভাবে পপুলেশনে যে মৃত্যুহার দেখা যায় তাকে ইকোলজিকাল বা বাস্তব মৃত্যুহার বলে।

23. পরিযান কাকে বলে?
উত্তরঃ কোন পপুলেশনের অন্তর্গত জীবেরা যখন দলবদ্ধভাবে দ্বিমুখী গমনে পুরনো বাস স্থান থেকে নতুন বাস স্থানে এবং প্রয়োজনে নতুন বাস স্থান থেকে পুরনো বাসস্থানে পুনরায় ফিরে আসে তাকে পরিযান বলা হয়।

24. বাস্তুতে পপুলেশনের হ্রাস ঘটায় - উক্তিটি সত্য না মিথ্যা।
উত্তরঃ উক্তিটি সত্য।

25. কমিউনিটি স্তর কি?
উত্তরঃ একই পরিবেশে বসবাসকারী আন্তঃক্রিয়া শীল বিভিন্ন পপুলেশনের সমষ্টি হল কমিউনিটি সম্প্রদায় স্তর।

26. একই প্রজাতির জীব গোষ্ঠীর মধ্যে কোন ধরনের প্রতিযোগিতা দেখা যায়?
উত্তরঃ আন্তঃপ্রজাতি গত প্রতিযোগিতা।

27. শিকারজীবিতা বা Predation কাকে বলে?
উত্তরঃ দুই বা তার বেশি জীবের মধ্যে খাদ্য-খাদক সম্পর্কযুক্ত যে আন্তঃক্রিয়া দেখা যায় , তাকে শিকারজীবিতা বা Predation বলে।

28. পরজীবী বা প্যারাসাইট কাদের বলে?
উত্তরঃ দুটি ভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে কার আন্তঃক্রিয়া এর জীবনী আশ্রয়দাতার থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে পরজীবী বা প্যারাসাইট বলে।

29. পোষক বা হোস্ট কাকে বলে?
উত্তরঃ দুটি ভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে কার আন্তঃক্রিয়া জেজেপি আশ্রয়দাতা হিসাবে পরজীবী কে আশ্রয় কিংবা পুষ্টি রস প্রদান করে তাকে পোষক বা হোস্ট বলে।

30. পরজীবী কয় প্রকার ও কি কি?
উত্তরঃ পরজীবী আট প্রকার বহিঃ পরজীবী , অন্তঃপরজীবী , বাধ্যতামূলক পরজীবী, ইচ্ছাধীন পরজীবী, আনুষাঙ্গিক পরজীবী, ভ্রমণরত পরজীবী, পর্যাবৃত্ত বা বিক্ষিপ্ত পরজীবী, রোগ সৃষ্টিকারী পরজীবীর

31. বহিঃ পরজীবী কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব পরজীবী পোষকের দেহের বাইরের তলে সংলগ্ন থাকে অথবা আলগাভাবে প্রোথিত থাকে তাদের বহিঃপরজীবী বলে। যেমন উকুন ,জোক ইত্যাদি।

32. অন্তঃপরজীবী কাকে বলে ?উদাহরণ দাও।
উত্তরঃ যেসব পরজীবী পোষকের দেহের অভ্যন্তরের বসবাস করে তাদের অন্তঃপরজীবী বলে। যেমন কৃমি।

33. বাধ্যতামূলক পরজীবী কাদের বলে ? উদাহরণ দাও।
উত্তরঃ যেসব পরজীবী তাদের জীবনের কোন দশা অথবা সমগ্র জীবন পরজীবী রূপে পোশাকের উপর নির্ভর করে অতিবাহিত করে তাদের বাধ্যতামূলক পরজীবী বলে। যেমন প্লাজমোডিয়াম।

34. ইচ্ছাধীন পরজীবী কাকে বলে?
যেসব জীব পরজীবী জীবনযাত্রার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল নয় তাদের ইচ্ছাধীন পরজীবী বলে যেমন ছারপোকা জোক ইত্যাদি।

35. আনুষাঙ্গিক পরজীবী কাকে বলে উদাহরণ দাও
যেসব জীব আকস্মিকভাবে কোন অস্বাভাবিক পোশাকের দেহে থাকে তাকে আনুষাঙ্গিক পরজীবী বলে যেমন মৃত্তিকায় বসবাসকারী কিছু নেমাটোড।

35. বিক্ষিপ্ত বা পর্যাবৃত্ত পরজীবী কাকে বলে?
যেসব পরজীবী বিপাকীয় চাহিদার কারণে মাঝেমধ্যে পোশাকের সাথে সংলগ্ন হয় তাদের বিক্ষিপ্ত বা পর্যাবৃত্ত পরজীবী বলে।

36. সহযোগিতা বা মিথোজীবিতা কাকে বলে?
উত্তরঃ পুষ্টি আত্মরক্ষা প্রভৃতি ক্ষেত্রে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে পারস্পরিক বোঝা পড়ার মাধ্যমে আন্তঃক্রিয়া দেখা যায় তাকে সহযোগিতা বা মিথোজীবিতা বলে।
যেমন লাইকেন এর ক্ষেত্রে শৈবাল ও ছত্রাক পরস্পরের সাহায্যে পুষ্টি সম্পাদন করে।

37. শৈবাল ও ছত্রাকের পারস্পরিক সহযোগিতা কে কি বলে?
উত্তরঃ লাইকেন বলে।

MODEL ACTIVITY TASK

We Delivers & planning to Deliver here

Model Activity task Answer | Class 5 Model Task Answer | Class 6 Model Task Answer | Class 7 Model Task Answer | Class 8 Model Activity | Class 9 Model Activity Answer |Class 10 Model Activity Answer | Madhyamik Model Activity task | Study material | secondary education |wbbse social science contemporary India | 9th social science | free pdf download Bengal board of secondary | state government board of secondary education | chapter 6 population download NCRT | NCRT solutions for class 9 social science | NCRT book west Bengal board higher secondary | NCRT textbooks | west Bengal state class 9 geography | secondary examination physical features CBSE class | Model activity model WBBSE