Whatsapp চ্যানেলে আমাকে ফলো করতে পারো ❤️→ Follow ❤️

মানব ক্রিয়া-কলাপ এর দ্বারা মুক্ত অধিক নাইট্রোজেন এর ক্ষতিকর প্রভাব লেখ

মানব ক্রিয়া-কলাপ এর দ্বারা মুক্ত অধিক নাইট্রোজেন এর ক্ষতিকর প্রভাব লেখ পরিবেশের অম্লীকরণ ও অম্ল বৃষ্টি সৃষ্টিতে অতিরিক্ত নাইট্রোজেন এর প্রভাব PAN কি

নাইট্রোজেন জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হলেও অতিরিক্ত নাইট্রোজেন পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। নিম্নে অতিরিক্ত নাইট্রোজেন এর প্রভাব নিয়ে আলোচনা করা হলো:


পরিবেশের উপর মনুষ্য সৃষ্ট অতিরিক্ত নাইট্রোজেন এর প্রভাব


পরিবেশের উপর মনুষ্য সৃষ্ট অতিরিক্ত নাইট্রোজেন এর প্রভাব

পরিবেশের অম্লীকরণ ও অম্ল বৃষ্টি সৃষ্টিতে অতিরিক্ত নাইট্রোজেন এর প্রভাব

নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গুলি বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করতে পারে। বিক্রিয়া তে নাইট্রিক এসিড উৎপন্ন করে যা আসলে অম্ল বৃষ্টির অন্যতম উপাদান। অম্লবৃষ্টি জলজ উদ্ভিদ ধ্বংস করে নদীর পুকুর ইত্যাদির বাস্তুতান্ত্রিক ভারসাম্য এর ক্ষতি করে। অম্ল বৃষ্টির প্রভাব প্রাকৃতিক সম্পদের বিনাশ ছাড়াও স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষতি হয়। স্থাপত্য ও ভাস্কর্যের মসৃণতা ও উজ্জ্বলতা কমে যায় এবং সুক্ষ সুক্ষ ক্ষতের সৃষ্টি হয় যাকে স্টোন ক্যান্সার বলে।

ফটোকেমিক্যাল ধোঁয়াশা সৃষ্টিতে অতিরিক্ত নাইট্রোজেন কিভাবে প্রভাবিত করে

পেট্রোলিয়াম জাতীয় পদার্থের দহনে উৎপন্ন নাইট্রিক অক্সাইড হাইড্রো কার্বন ও আলোর উপস্থিতিতে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট উৎপন্ন করে। এই পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট (PAN) ফটোকেমিক্যাল ধোয়া উৎপন্ন করে। এই ধোঁয়াশা শ্বাসনালীর প্রদাহ , শ্বাসকষ্ট প্রভৃতি সমস্যার সৃষ্টি করে।

মানুষের সৃষ্টি অতিরিক্ত নাইট্রোজেন কিভাবে বিশ্ব উষ্ণায়ন  সৃষ্টি করে

নাইট্রাস অক্সাইড গ্যাস হলো একটি গ্রিন হাউস গ্যাস সূর্যালোকের প্রতিফলনে উৎপন্ন হওয়া ইনফ্রারেড রশ্মি শোষণ করে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়।

বর্তমানে মানুষের ক্রিয়া-কলাপ এ অধিক নাইট্রোজেন উৎপন্ন হওয়ার ক্ষতিকর প্রভাব থাকলেও নাইট্রোজেন একটি খুবই গুরুত্বপূর্ণ উপাদান।পরিবেশকে সুস্থ এবং বাস্তুতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে নাইট্রোজেন উৎপন্ন হবে এমন ক্রিয়া-কলাপ কে নিয়ন্ত্রন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Comment , Your Comment is Very Important to Us.