আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পর্যায় সারণী অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন বা সাজেশন প্রকাশ করলাম।তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করে ফেলো এবং চাইলে আমাদেরকে উত্তর করার পর পাঠাতে পারো। সেরা-উত্তর-দাতা নাম আমরা প্রকাশ করব। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব

মাধ্যমিক ভৌত বিজ্ঞান পর্যায় সারণি সাজেশন প্রশ্ন
▣ সংক্ষিপ্ত প্রশ্ন - Very Short Answer Type question
1. পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা কয়টি?
উত্তর : 38 টি ।
2. 16 নং শ্রেণীর মৌল গুলি কে কি বলা হয়?
উত্তর : চ্যালকোজেন বা আকরিক গঠনকারী উপাদান বলে।
3. একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের উদাহরণ দাও।
4. প্রদত্ত মৌল গুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? লৌহ, কোবাল্ট ক্যালসিয়াম , ক্রোমিয়াম
5. সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক ধাতু কোনটি?
6. কোন হ্যালোজেন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম?
7. প্রদত্ত কোন মৌলের ইলেকট্রন আসক্তি শুন্য?
8. O,C,F,N - মৌল গুলিকে পারমাণবিক ব্যাসার্ধ এর ক্রমে সাজাও।
9. O,N,C,F - মৌল গুলি তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুযায়ী সাজাও।
10. কোনটি ক্ষার ধাতু নয়- সোডিয়াম, রুবিডিয়াম ,বেরিয়াম সিজিয়াম।
▣ একটি বাক্যে উত্তর দাও।
11. মেন্ডেলিফের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে অপেক্ষা কটি মৌল বেশি আছে?
12. মেন্ডেলিফের পর্যায় সারণিতে কয়টি পর্যায় কয়টি শ্রেণি আছে?
13. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে হ্যালোজেন মৌল গুলিকে কোন শ্রেণীতে রাখা হয়েছে।
14. কোন মৌলকে মেন্ডেলিফ দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন?
15. একটি হ্যালোজেন মৌলের নাম লেখ।
16. একটি তেজস্ক্রিয় নোবেল গ্যাসের নাম লেখ।
17. প্রথম হ্রস্ব পর্যায় কয়টি মৌল অবস্থান করে?
18. ক্ষারীয় মৃত্তিকা মৌল গুলি কোন গ্রুপে অবস্থান করে?
19. একটি সন্ধিগত মৌলের নাম লেখ।
20. পর্যায় সারণিতে এমন একটি শ্রেণীর নাম লেখ যে শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল গুলি অবস্থান করে।
21. দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায় অবস্থিত নিষ্ক্রিয় গ্যাস টির নাম লেখ।
▣ ঠিক ভুল নির্বাচন করো
22. মেন্ডেলিফের পর্যায় সারণিতে শূন্য শ্রেণি ছিল না।
23. প্লাটিনাম একটি বর ধাতু।
▣ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো।(26)
বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
1. একটি সন্ধিগত মৌল | (i) প্লুটোনিয়াম |
2. Li পরমাণুর আকারের তুলনায় Na পরমাণুর আকার | (ii) নিকেল |
3. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | (iii) ছোট |
4. একটি ইউরেনিয়ামোত্তর মৌল | (iv) বড় |
5. ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায় | (v) Ca |
6. একটি বিরল মৃত্তিকা মৌল | (vi) বড় |
7. দীর্ঘ পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের মৌলের সংখ্যা | (vii) Na |
8. Cl এর পারমাণবিক আকার এর তুলনায় S এর পারমাণবিক আকার | (viii) Ce |
9. তৃতীয় পর্যায়ের সর্বাধিক বিজারণ ধর্ম | (ix) 8 |
10. K এর পারমাণবিক আকার এর তুলনায় Na এর পারমাণবিক আকার | (x) ছোট |
▣ সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন
27. মেন্ডেলিফের পর্যায় সূত্রটি বিবৃত করো।
28. মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখ।
29. মেন্ডেলিফের পর্যায় সারণির তিনটি ত্রুটি আলোচনা করো।
30. দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে কয়টি মৌল আছে? ওই পর্যায়ের শেষ মৌলটির নাম কি? এটি কোন গ্রুপে অবস্থিত?
31. সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।
32. প্রদত্ত মৌল গুলি পর্যায় সারণির কোন কোন শ্রেণীতে অবস্থান করে- অক্সিজেন, ক্লোরিন, কার্বন, হিলিয়াম, আয়োডিন, সোডিয়াম, হাইড্রোজেন, নিষ্ক্রিয় গ্যাস, হ্যালোজেন মৌল, মুদ্রা ধাতু।
33. Cl (17), Na (11) , Mg (12) , Ca (20) , S (16), F (9) - এদের মধ্যে- (i) কোন ধাতব মৌল গুলির মেন্ডেলিফের পর্যায় সারণির দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত? (ii) কোন অধাতব মৌল গুলির মেন্ডেলের পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের অবস্থিত?
34. মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখ।একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়।
36. পর্যায় সারণিতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো।
37. প্রদত্ত মৌল গুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও O, C, F, Li
38. কিভাবে পর্যায়গত ভাবে ও শ্রেণীগতভাবে মৌলগুলির আয়নন শক্তি পরিবর্তিত হয়?
39. নিষ্ক্রিয় গ্যাস গুলির আয়োনাইজেশন শক্তি সবচেয়ে বেশি কেন?
40. পর্যায়ন শ্রেণী বরাবর মৌলের (i) ধাতব ধর্ম (ii) বিজারণ ধর্ম কীভাবে পরিবর্তিত হয় লেখ।
41. Br, F, I, Cl এর মধ্যে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম এবং কোনটির পরমাণুর আকার সবচেয়ে বড়?
42. কোন মৌলের পরমাণুতে 17 টি ইলেকট্রন ও 18 টি নিউট্রন আছে।কোন কণাটির সংখ্যা দ্বারা মেন্ডেলিফের পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় না? মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণিতে কোন পর্যায়ে কোন গ্রুপে অবস্থিত?
43. A, B ও C মৌল গুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 ,8 ও 10।C হল একটি নিষ্ক্রিয় গ্যাস মৌল। কোন মৌলটির অপরাধর্মিতা সবচেয়ে বেশি? কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? B মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণিতে কোন শ্রেণীতে অবস্থিত?
44. ধরো দুটি মৌলের চিহ্ন A ও B এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20 । মেন্ডেলিফের পর্যায় সারণিতে A ও B এর অবস্থান নির্দেশ করো
45. একটি মৌলের পরমাণুতে K কক্ষে 2 টি, L কক্ষে 8 টি এবং M কক্ষে 7 টি ইলেকট্রন আছে। মৌলটির যোজ্যতা কত? মৌলটির ভার সংখ্যা 37 হলে নিউট্রন সংখ্যা কত? মৌলটি পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত?
46. দুটি মৌল A ও B এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে K (2) , L(7) ও K (2) , L(8), M(2) নিচের ছবিটি সম্পূর্ণ করো।
মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান | ধাতু / অধাতু | |||
---|---|---|---|---|
মৌল | পর্যায় | শ্রেণি | যোজ্যতা | |
A | ||||
B |
46. X, Y, Z মৌল গুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7, 10, 11 । দীর্ঘ পর্যায় সারণিতে Y মৌলটির অবস্থান কোন শ্রেণীতে? এদের মধ্যে কোনটির অপরাতড়িৎধর্মীতা সবচেয়ে বেশি?
47. A, B, C, D এই চারটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 9, 11 ও 19 । এদের মধ্যে কোন তিনটি পর্যায় সারণিতে একই শ্রেণিতে অবস্থিত ? এদের মধ্যে কোনটির আয়োনাইজেশন শক্তি সবচেয়ে কম? এদের মধ্যে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম?
48. A, B, C এই তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 3, 11 ও 19 । মেন্ডেলিফের পর্যায় সারণিতে মৌল তিনটির অবস্থান কোন কোন শ্রেণীতে? এদের মধ্যে কোনটির ধাতব গুলো সবচেয়ে বেশি?B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় সমযোজী ও তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে?
49. A, B, C, D এই চারটি মৌলের পরমাণু সংখ্যা যথাক্রমে 3, 9, 11 ও 17 । এদের মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল কোনটি সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?