কোনো অধ্যায়ের মকটেস্ট, প্রশ্ন-উত্তর কিংবা মতামত এর জন্য → Contact us !

শ্বসন ও দহনের পার্থক্য লেখ । নবম শ্রেনি জীবনবিজ্ঞান । Write the difference between respiration and combustion

শ্বসন ও দহনের পার্থক্য লেখ । Write the difference between respiration and combustion শ্বসনের সময় কোষের ভিতরের খাদ্যকণা জারিত হয় এবং শক্তির মুক্তি ঘট
শ্বসনের সময় কোষের ভিতরের খাদ্যকণা জারিত হয় এবং শক্তির মুক্তি ঘটে। শ্বসন প্রক্রিয়া বিনা অক্সিজেনেও ঘটতে পারে। সাধারণত শ্বসন প্রক্রিয়ায় আলো উৎপন্ন হয় না। দহন হল অক্সিজেনের উপস্থিতিতে জৈব ও অজৈব বস্তুর জারণ, যেখানে অধিক শক্তি এবং আলো উৎপন্ন হয়।

শ্বসন ও দহনের পার্থক্য

শ্বসন ও দহনের পার্থক্য


শ্বসনদহন
1. শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া।1. দহন অজৈব ও রাসায়নিক প্রক্রিয়া
2. শ্বসনের সময় খাদ্যবস্তু ধাপে ধাপে জারিত হয়ে শক্তি নির্গত হয় বলে এটি একটি নিয়ন্ত্রিত দহন প্রক্রিয়া।2. দোহনের সময় অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুত তাপ নির্গত হয় বলে এটি অনিয়ন্ত্রিত প্রক্রিয়া।
3. এই প্রক্রিয়ায় উৎসেচকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।2. দহন প্রক্রিয়ায় উৎসেচকের কোনো ভূমিকা নেই।
4. শ্বসন জীব দেহের প্রতিটি সজীব কোষে ঘটে।4. দহন যে কোন দাহ্য বস্তু তে যে কোন সময় সম্ভব।
5. শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ছাড়াও সম্ভব।5. দহন প্রক্রিয়া অক্সিজেন ছাড়া সম্ভব নয়।
6. শ্বসনে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে।6. দহনে শক্তির মুক্তির দ্রুত ঘটে।
7. শ্বসন প্রক্রিয়ায় আলো উৎপন্ন হয় না কিন্তু তাপ উৎপন্ন হয়।7. দহন প্রক্রিয়ায় আলো তাপ উৎপন্ন হয়।
8. শ্বসনের উৎপন্ন শক্তি ATP অনুতে সঞ্চিত হয়।8. উৎপন্ন শক্তি পরিবেশে ছড়িয়ে পড়ে।