দশম জীবন বিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল: অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন কেন বলা হয়।আজকে আমরা সংক্ষেপে কিন্তু পর্যায়ক্রমে বোঝাবো কেন অ্যাড্রিনালিন হরমোনের এমন নাম দেওয়া হয়েছে। তাহলে চল শুরু করা যাক:
বাংলা (Bengali) | গণিত (Math) | ইংরেজি (English) | ইতিহাস (History) |
---|---|---|---|
ভূগোল | ভৌত বিজ্ঞান | জীবন বিজ্ঞান | মক টেস্ট (MCQ) |

আপৎকালীন পরিস্থিতি কিংবা হুমকির মুখে অ্যাড্রিনালিন মানব দেহকে দ্রুত ও শক্তিশালী হতে সাহায্য করে। মানুষ যখন বিপদের মুখোমুখি হয়, তখন তাদের সামনে দুটি বিকল্প থাকে: শিকারি বিরুদ্ধে লড়াই করা অথবা ভয়ে পালিয়ে যাওয়া। এই প্রতিক্রিয়া গুলির প্রতিটির জন্য পেশী শক্তি প্রয়োজন। যখন আমাদের অ্যামিডগালা (মস্তিষ্কের গোড়ার কাছাকাছি কোষ গুচ্ছ) বিপদ অনুভব করে তখন এটি হাইপোথ্যালামাসের কাছে পৌঁছে যায় এবং ক্ষরিত অ্যাড্রিনালিন আমাদের শারীরবৃত্তীয় পরিবর্তন গুলিকে ট্রিগার করে যে, আমাদের শরীরের আক্রমণ প্রতিরক্ষা কিংবা দৌড়ে পালানোর প্রয়োজন।এমনকি প্রতিক্রিয়ার পূর্বে আমাদের হৃদপিণ্ড ইতিমধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পেশিতে পৌঁছে দিতে থাকে।
বিশ্রাম কালে এই হরমোন ক্ষরিত হলেও , দুঃখ, ভয়, মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থা এই হরমোনের ক্ষরণ বাড়ে এবং এইসব আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সাহায্য করে। তাই অ্যাড্রিনালিন কে আপাতকালীন বা সংকটকালীন হরমোন ও বলা হয়।