অভিযোজন অভিব্যক্তির মধ্যে সম্পর্ক মাধ্যমিক জীবন বিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ শিক্ষনীয় বিষয়। আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে অভিযোজন অভিব্যক্তির পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাহলে চলো শুরু করা যাক:

অভিযোজন ও অভিব্যক্তি এর সম্পর্ক
পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবদের বিবর্তন ঘটে।প্রতিনিয়ত মানিয়ে চলার জন্য নিদিষ্ট পরিবেশে বসবাসকারী জীবদের মধ্যে একটা প্রচেষ্টা থাকে।কারন পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে না পারলে তাদের অবলুপ্তির সম্ভাবনা থাকে।কিন্তু কোনও প্রজাতির অন্তর্ভুক্ত সব সদস্যের পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রচেষ্টা সফল হয় না। দেখা গেছে এইধরনের ক্ষেত্রে বিশেষ বিশেষ জেনেটিক্স গঠন বিশিষ্ট সদস্যের প্রচেষ্টা অন্যান্যদের তুলনায় সফল হয়। যাদের ক্ষেত্রে সাফল্য ঘটে তারা পরিবর্তিত পরিবেশে স্থায়ী আসন লাভ করে এবং অন্যান্যরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। পরিবর্তিত পরিবেশে এইভাবে ধারাবাহিক অভিযোজনের মধ্য দিয়ে জৈব বিবর্তন ঘটে। অভিযোজনগত এইসব বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চারিত হওয়ার ফলেই নতুন নতুন প্রজাতির জীবের আবির্ভাব ঘটে। সুতরাং দেখা যায় যে অভিযোজন ও অভিব্যক্তি পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত।
[ Written by Prabir Naiya ]