Model activity task Life Science answer class 9 Hatgacha Haridas Vidyapith

Model activity task Science answer class 9 Hatgacha Haridas Vidyapith
1. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া টি কি?
উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া টি হল শ্বসন।
2. উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না কেন ?
উত্তর: উদ্ভিদের মূলে ক্লোরোফিল থাকে না (ব্যতিক্রম লঞ্চের আত্তীকরণ মূল) এবং মাটির নিচে থাকে বলে সূর্যের আলো পায় না তাই উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় না।
3. সালোকসংশ্লেষ দশা দুটি কি কি এবং তারা কোথায় ঘটে ?
উত্তর: সালোকসংশ্লেষের দশা দুটি হল আলোক দশা ও অন্ধকার দশা।
◾সালোকসংশ্লেষের আলোক দশা প্লাস্টিডের গ্রানাই সম্পন্ন হয়। এবং অন্ধকার দশা প্লাস্টিডের স্ট্রোমাই সম্পন্ন হয়।
4. উদ্ভিদের কোন মৌলের অভাবে ক্লোরোসিস রোগ হয়?
উত্তর: ম্যাগনেসিয়াম এর অভাবে উদ্ভিদের ক্লোরোসিস রোগ হয়।
5. উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কে প্রয়োজনীয় ক্ষতি বলা হয়?
উত্তর: উদ্ভিদের বাষ্পমোচন প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয়।
6. বায়ুর আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচন এর হার এর কি পরিবর্তন হয়?
উত্তর: বায়ুর আর্দ্রতা বেশি হলে বাষ্পমোচন এর হার কমে যায়।
7. সবাত শ্বসনে দুটি পর্যায়ের নাম লেখ।
উত্তর: সবাত শ্বসনের দুটি পর্যায় হলো গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্র
8. অবাত শ্বসন কোথায় ঘটে ?
উত্তর: অবাত শ্বসন প্রক্রিয়া সালফার ব্যাকটেরিয়া মিথেন ব্যাকটেরিয়া ও ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তে ঘটে।
9. সালোকসংশ্লেষ ও শ্বসন এর দুটি পার্থক্য নিরূপণ করো
সালোকসংশ্লেষ | শ্বসন |
---|---|
সালোকসংশ্লেষ একটি অপচিতি মূলক বিপাক প্রক্রিয়া। | শ্বসন একটি অপচিতি মূলক বিপাক প্রক্রিয়া। |
সালোকসংশ্লেষে সৌর শক্তির স্থিতিকরণ ঘটে। | শ্বসনে গ্লুকোজের মধ্যস্থ শক্তির মুক্তি ঘটে। |