প্রথম অপত্য জনুর (F1 জনুর ) জীবের সঙ্গে যে কোন একটি জনিতৃ জীবের ( P জনুর ) সংকরায়ন ঘটানোর পরীক্ষাকে ব্যাক ক্রস বলে।
যেমন: মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার ক্ষেত্রে সংকর লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ লম্বা অথবা বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন (Tt × TT বা Tt × tt )।

প্রথম অপত্য জনুর (F1 জনুর) জীবের সঙ্গে যদি বিশুদ্ধ প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জনিতৃ জীবের (P জনুর ) সংকরায়ন ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলে।
অর্থাৎ ব্যাক ক্রসে যখন প্রচ্ছন্ন জীব ব্যবহৃত হয় কেবল তখনই সেই ক্রসকে টেস্ট ক্রস বলে। এক্ষেত্রে সংকর লম্বা গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে গাছের সংকরায়ন ঘটে (Tt × tt) । তাই বলা যায় যে টেস্ট ক্রস মাত্রেই ব্যাক ক্রস।
ট্যাগ: টেস্ট ক্রস হল আসলে এক ধরনের ব্যাক ক্রস। সব টেস্ট ক্রস ব্যাক ক্রস কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। কখনো কখনো ব্যাক ক্রস হল টেস্ট ক্রস।