আজকে আমরা আলোচনা করব তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য নিয়ে।মৌলের নিউক্লিয়াস থেকে কনা নির্গমন ও তড়িৎ চুম্বকীয় বিকিরণ এর ঘটনাকে তেজস্ক্রিয় তা বলে। আর এই তেজস্ক্রিয়তার জন্য ঘটে তেজস্ক্রিয় পরিবর্তন যা এক প্রকারের বিভাজন প্রক্রিয়া। অন্যদিকে দুই বা তার বেশি মৌল বা যৌগের রাসায়নিক বিক্রিয়ায় যৌগস্থিত মৌল পৃথক হয় বা নতুন যৌগ গঠিত হয়। তাহলে চলো শুরু করা যাক তেজস্ক্রিয় ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য নিয়ে আজকের আলোচনা:

তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য
তেজস্ক্রিয় পরিবর্তন | রাসায়নিক পরিবর্তন |
---|---|
1. সমস্ত ভৌত শর্ত যেমন চাপ , উষ্ণতা ,আলোক, শব্দ ,তড়িৎ ইত্যাদির দ্বারা নিয়ন্ত্রিত নয়। | 1. বিভিন্ন ভৌত শর্তের পরিবর্তনে রাসায়নিক বিক্রিয়ার গতি ও অভিমুখ পরিবর্তিত হয়। |
2. এটি একমুখী পরিবর্তন অর্থাৎ এই পরিবর্তনে উৎপন্ন নিউক্লিয়াস কখনোই বিপরীতমুখী প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থায় ফিরে আসে না। | 2. এই পরিবর্তন একমুখী বা অভিমুখে দু ধরনের হতে পারে। |
3. প্রারম্ভিক ও উৎপন্ন নিউক্লিয়াসের ভরের পার্থক্য শক্তিরূপে নির্গত হয়। | 3. বন্ধন গঠন বা বন্ধনে মুক্ত শক্তি তাপ শক্তি রূপে উৎপন্ন বা শোষিত হয়। |
4. সর্বদায় শক্তি উৎপন্ন হয় এবং নির্গত শক্তির পরিমাণ অনেক বেশি। | 4. নির্গত দূষিত শক্তির পরিমাণ তেজস্ক্রিয় পরিবর্তনের তুলনায় অনেক কম। |
5. এটি নিউক্লিয় ঘটনা। | 5. এটি আণবিক ঘটনা। |
6. তেজস্ক্রিয় পরিবর্তনের নতুন মৌল উৎপন্ন হয়। | 6. রাসায়নিক পরিবর্তনের নতুন মৌল উৎপন্ন হয় না। |
7. কোন তেজস্ক্রিয় মৌল এবং তা থেকে উৎপন্ন যৌগের তেজস্ক্রিয়তার সমান। | 7. কোন মৌল এবং তা থেকে উৎপন্ন যৌগের ধর্ম সম্পূর্ণ পৃথক। |
8. তেজস্ক্রিয় পরিবর্তন এক ক্রম বিক্রিয়ার হারের সূত্রানুসারে ঘটে। | 8. রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়ার ক্রোমের বৈচিত্র অনেক বেশি। |
ট্যাগ: তেজস্ক্রিয় পরিবর্তন কেন রাসায়নিক পরিবর্তন নয় । রাসায়নিক ও তেজস্ক্রিয় পরিবর্তনের তফাৎ। তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে কার পার্থক্য। কেন তেজস্ক্রিয় পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন থেকে আলাদা। Difference of Radioactive reaction and chemical reaction in Bengali
Read Also :-
Labels :
#CLASS 10 PHYSICS ,
Getting Info...