আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অংকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 এর প্রশ্ন উত্তর নিয়ে। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আমরা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সাজেশন, বিষয় ভিত্তিক প্রশ্ন উত্তর ও প্রতিনিয়ত পোস্ট করি। কোন রকমের সাহায্য অথবা মতামত জানানোর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অথবা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব:
অষ্টম শ্রেনি গণিত মডেল টাস্ক পার্ট ৩
1. 100 টাকার 15% ______ টাকা।
উত্তরঃ 100 টাকার 15% $=\not{1}\not{0}\not{0}\times \frac{15}{\not{1}\not{0}\not{0}}=15$টাকা ।
2. 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ ?
উত্তরঃ 10 টাকা 200 টাকার শতকরা $\frac{1\overset{5}{\mathop{\not{1}\not{0}}}\,\times 1\not{0}\not{0}}{\not{2}\not{0}\not{0}}$ ভাগ =5 ভাগ
3. কোন সংখ্যার 20% , 15 হবে ?
উত্তরঃ সংখ্যাটি হল $\frac{\overset{5}{\mathop{\not{1}\not{0}\not{0}}}\,\times 15}{\not{2}\not{0}}=75$
4. নিচের চিত্রের ফাকা স্থানগুলো পূর্ণ করো-
(i) দশমিক থেকে শতকরায় পরিনত কর
(a) 0.29=_____________।
উত্তরঃ 29 %
(b) 0.05 = _____________।
উত্তরঃ 5%
(ii) শতকরা থকে দশমিকে পরিণত কর
(a) 91% = __________।উত্তরঃ 91% = 0.91
(b) 8 % = _____________।
উত্তরঃ 8 % = 0.08
(iii) ভগ্নাংশ থেকে শতকরা পরিণত কর
(a) $\frac{3}{4}=\_\_\_\_\_$ ।
উত্তরঃ 0.75
(b) $\frac{2}{5}=\_\_\_\_\_\_\_\_$
উত্তরঃ 0.4
(iv) শতকরা থেকে ভগ্নাংশে পরিণত কর
(a) 23%= ______
উত্তরঃ $\frac{23}{100}$
(b) 7.9% _______
উত্তরঃ $\frac{7.9}{100}=\frac{79}{1000}$
(v) দশমিক থেকে ভগ্নাংশে পরিণত কর
(a) 0.02 = _________
উত্তরঃ $=\frac{2}{100}=\frac{1}{50}$
(b) 1.51 = _________
উত্তরঃ $\frac{151}{100}$
(vi) ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত কর
(a) $\frac{6}{7}=\_\_\_\_\_\_\_\_$ ।
উত্তরঃ 0.857142
(a) $\frac{9}{11}=\_\_\_\_\_\_$ ।
উত্তরঃ 0.81
5. 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে নির্ণয় কর।
উত্তরঃ
1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এককের অঙ্ক 1 এমন সংখ্যাগুলি হল 1,11,21,31,41,51 ও 61
অর্থাৎ এককের অঙ্ক 1 এমন সংখ্যা 7 টি
আর, এককের অঙ্ক 9 এমন সংখ্যাগুলি হল 9,19,29,39,49,59 ও 69
অর্থাৎ এককের অঙ্ক 9 এমন সংখ্যা 7 টি