Class 7 science question answer Kankandighi Babujan Sepai High School। চৌম্বক পদার্থ কাকে বলে । মিশ্রাগতি কি । ফুলের কোন অংশ ফলে পরিণত হয় www.abvrp.com

Class 7 science question answer Kankandighi Babujan Sepai High School। চৌম্বক পদার্থ কাকে বলে । মিশ্রাগতি কি । ফুলের কোন অংশ ফলে পরিণত হয় abvrp

Class 7 science question answer Kankandighi Babujan Sepai High School। চৌম্বক পদার্থ কাকে বলে । মিশ্রাগতি কি । ফুলের কোন অংশ ফলে পরিণত হয় www.abvrp.com


Class 7 science question answer Kankandighi Babujan Sepai High School। চৌম্বক পদার্থ কাকে বলে1. চৌম্বক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যে সকল পদার্থ চুম্বক দ্বারা়   এবং বিশেষ প্রক্রিয়ার সাহায্যে যাদের কৃত্রিম চুম্বক এ পরিণত করা যায়, তাদের চৌম্বক পদার্থ বলে।

উদাহরণ: লোহা, কোবাল্ট, নিকেল ইত্যাদি বিশুদ্ধ চৌম্বক পদার্থ এর উদাহরণ। এছাড়াও বিভিন্ন সংকর ধাতু, যেমন: অ্যালনিকো ,( অ্যালুমিনিয়াম+নিকেল), স্ট্যালয় ইত্যাদি।


2. মিশ্রাগতি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করো।

উত্তর: যে গতির মধ্যে চলন, আবর্তন, কম্পন বা এদের মধ্যে যে কোনো দুটি প্রকারভেদ একইসঙ্গে উপস্থিত, তাকে মিশ্রগতি বলা হয়।

উদাহরণ: ঘুরন্ত চাকার গতি (চলন+ঘূর্ণন), স্ক্রু ড্রাইভার বা ড্রিল মেশিনের গতি (চলন+ঘূর্ণন),O2,N2,NH3 ইত্যাদি গ্যাসের অনুর গতি (চলন+ঘূর্ণন+কম্পন)।

একটি গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ির চাকা চলন্ত ও ঘূর্ণায়মান উভয় অবস্থাতেই থাকে যা মিশ্র গতি র উদাহরণ।


3. ফুলের কোন অংশ ফলে পরিণত হয়?

উত্তর: ফুলের ডিম্বাশয় ফলে পরিণত হয়।


4. পরিবেশবান্ধব শক্তির উদাহরণ দাও।

উত্তর: একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো সৌরশক্তি।


5. বায়ুশক্তি র দুটি সুবিধা উল্লেখ করো।

উত্তর: বায়ুশক্তি (wind energy) ব্যবহার এর দুটি সুবিধা হলো

(ii). বায়ুর কোনো অভাব নেই। আর সেইজন্যই এই শক্তি উৎসের ফুরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

(ii). একবার বায়ুকল বসানোর পর দীর্ঘদিন চলে। এতে জ্বালানি বা অন্যান্য রক্ষণাবেক্ষণ এর খরচ নেই।

(ii) এই বায়ুশক্তি পরিবেশ বান্ধব হওয়ায় পরিবেশ দূষণ হয় না।


6. দুটি ব্যাক্টেরিয়া ঘটিত রোগের নাম লেখো।

উত্তর: দুটি ব্যাক্টেরিয়া ঘটিত রোগের নাম হলো কলেরা, যক্ষ্মা।


7. বিশ্ব উষ্ণায়ন কি ?

উত্তর: আমাদের নিত্য ব্যবহার্য বিভিন্ন উৎস থেকে নির্গত ধোঁয়ার মধ্যে থাকে কার্বন ডাই অক্সাইড (CO 2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরো ফ্লুরো কার্বন (CFC), সালফার ডাই অক্সাইড (SO2) প্রভৃতি গ্যাসীয় পদার্থ| এই গ্যাসীয় পদার্থ গুলির মাত্রাতিরিক্ত বৃদ্ধি হলে এরা বায়ুমণ্ডলে ঘনীভূত হয়ে পৃথিবীর উপর একটি পুরু আস্তরণের সৃষ্টি করে|এর ফলে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত তাপ এই আস্তরণ ভেদ করে মহাকাশে ফিরে যেতে পারে না বরং আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে এসে বায়ুর তাপ ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। এর ফলে পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। একেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।

গ্লোবাল ওয়ার্মিং এর ফলে নদীর জলস্তর এর উচ্চতা বাড়ে, হিমবাহের বরফ গলন হয়, সমুদ্র ও নদী উপকূল অঞ্চলে বন্যা হয় যা সর্বতোভাবে জীবজগতের উপর ব্যাপক ক্ষয়কারী প্রভাব ফেলে।


8. দুটি গ্রীনহাউস গ্যাসের নাম লেখো।

উত্তর: দুটি গ্রীনহাউস গ্যাসের নাম হলো মিথেন (CH4) ও ক্লোরোফ্লুরো কার্বন(CFC)।


9. ধাতু কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর: যেসব উপাদান সাধারণত তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, পিটিয়ে পাত করা যায়, ঘষলে চকচক করে সেসব উপাদান কে ধাতু বলে।

যেমন: আয়রণ, কপার, সোডিয়াম ইত্যাদি।


10. দুটি জৈব অভঙ্গুর পদার্থের নাম লেখো।

উত্তর: দুটি জৈব অভঙ্গুড় পদার্থের নাম হলো কাঁচ,ডিডিটি।


11. অ্যাসিড কাকে বলে? আপেলে কোন অ্যাসিড থাকে?

উত্তর: যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+)(প্রকৃতপক্ষে হাইড্রক্সোনিয়াম আয়ন,H3O+) তৈরি করে, তাদের অ্যাসিড বলা হয়।

উদাহরণ: ফর্মিক অ্যাসিড (HCOOH), হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ইত্যাদি।

◾ আপেল এ ম্যালিক অ্যাসিড থাকে

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.