আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ নিয়ে আলোচনা করব । আমাদের ওয়েবসাইটে আমরা মূলত পঞ্চম থেকে দশম শ্রেণীর পাঠ্য বিষয় , সাজেশন ও মকটেস্ট নিয়ে প্রতিনিয়ত পোস্ট করি । তোমাদের প্রয়োজনীয় বিষয় আমাদের জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ কর। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বঃ
পঞ্চম শ্রেণীর গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ এর উত্তর
নিচের প্রশ্নগুলির উত্তর লেখো
১) ০,৮,৩,২,১ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ আঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল _______ ।
উত্তরঃ অঙ্কগুলি দিয়ে গঠিত পাঁচ আঙ্কের বৃহত্তম সংখ্যাটি হল ৮৩২১০
২) ৩২১৪০ সংখ্যাটিতে ২ এর স্থানিয় মান হল _______ ।
উত্তর। ২ এর স্থানীয় মান ২০০০ ।
৩) দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি ৭ এবং অপরটি _______ ।
উত্তর। এমন সংখ্যা যা ৭ এর গুণিতক নয় । ( যেমনঃ ৫ , ৩ ইত্যাদি হতে পারে )।
৪) দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ________ ।
উত্তর। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ১ ।
৫) ৫২১ × ১৪৪ =
উত্তরঃ
আরোও পড়: | পঞ্চম শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর উত্তর পার্ট 4
৬) দেব্ব্রতবাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান । তাঁর মাসিক খরচ ১২২৭০ টাকা হলে , তাঁর ১ মাসের আয় কত?
উত্তর। দেবব্রত মাসিক খরচ ১২২৭০ টাকা
দেবব্রতবাবুর ৭ মাসের খরচ = ১২২৭০ × ৭ টাকা = ৮৫৮৯০ টাকা ।অতএব, ৬ মাসের আয় = ৮৫৮৯০ টাকা।
এক মাসের আয় = ( ৮৫৮৯০ ÷ ৬ ) টাকা = ১৪৩১৫ টাকা ।