পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হলো একটি নতুন ওয়েবসাইট (oldelectoralrolls.wb.gov.in) যেখানে আপনি ডাউনলোড করতে পারবেন 971 সালের আগের ভোটার লিস্টের পিডিএফ ফাইল।
কিভাবে 1971 সালের আগের ভোটার লিস্ট ডাউনলোড করবে
1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত সমস্ত জেলার সমস্ত বিধানসভার ভোটার লিস্ট ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে
কিভাবে ডাউনলোড করবে
ওয়েবসাইট খোলার পর নিচের ছবির মত একটা এন্টারফেস আসবে। সেখানে প্রথমে কোন সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। কিছুক্ষণের মধ্যে ওয়েব পেজ রিফ্রেশ হবে তারপরে তোমাকে তোমার জেলা সিলেক্ট করতে হবে। জেলা সিলেক্ট করার পরেই তোমার সমস্ত বিধানসভার লিস্ট সিঙ্ক হয়ে যাবে। তারপর তোমার কাঙ্খিত বিধানসভা সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করতে হবে।
সার্চ বাটনে ক্লিক করার পর নিচের ছবির মত একটা ইন্টারফেস আসবে। সেখানে পরিষ্কার পিডিএফ এর নাম ও কত পৃষ্ঠার পিডিএফ টা উল্লেখ করা থাকবে।
লিংক এর উপরে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ওয়েবসাইটের সার্ভার অত্যন্ত স্লো হওয়ার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে।পিডিএস এর সাইজ অনুযায়ী এবং তোমার ইন্টারনেট স্পিড অনুযায়ী তোমাকে অপেক্ষা করতে হবে সম্পূর্ণ পিডিএফ ডাউনলোড হওয়া পর্যন্ত।
ওয়েবসাইটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ক্রোম ফায়ারফক্স ও অপেরা মিনি ব্রাউজার দিয়ে সব থেকে ভালো এই ওয়েবসাইটটি সার্ফ করা যাবে।
বন্ধুরা আশা করি পোস্টটি পড়ে তোমাদের ভালো লেগেছে। যদি পোস্টটি পড়ে তোমরা কোন ভাবে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া এই ধরনের নতুন নতুন পোস্ট জানার জন্য ধন্যবাদ।
Tag: West Bengal voter list download 1952 | voter list 1971 west bengal pdf | voter list 1971 | West Bengal old voter list PDF download | West Bengal voter list 1971 | How to download West Bengal voter list 1952 | Download voter list before 1971 West Bengal | Download voter list of old for official use | WB voter list 1958 | Old voter list 1951 download West Bengal