আইসোবার গুলোর ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যা এর মধ্যে কি সম্পর্ক আর আইসোবার গুলোর প্রকৃত ভর কেন ভিন্ন সেটা নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করব।উদাহরণসহ দেখাবো কেন আইসোবার গুলোর ভর সংখ্যা সমান হলেও প্রকৃত ভর সম্পূর্ণ ভিন্ন।
আইসোবার গুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়
-সত্য মিথ্যা বিচার করো।

উত্তর: সত্য।
ব্যাখ্যা: আইসোবার হলো ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু এখন ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু। আইসোবার গুলির প্রোটন নিউট্রন ইলেক্ট্রন সংখ্যা পৃথক হয় তাই আইসোবার গুলির প্রকৃত ভর সমান নয়।
যেমন আর্গন (40 18 Ar) ও ক্যালসিয়াম (40 20 Ca) এই দুটি আইসোবারের ভর সংখ্যা 40 কিন্তু প্রকৃত ভর ভিন্ন কারণ এরা ভিন্ন মৌলের পরমাণু। আর্গন এর ভর প্রায় 6.636 × 10-23 gram এবং ক্যালসিয়ামের 6.655 × 10-23 gram।
আরো পড়ো: ওজন বাক্সে বাটখারার গুলি ভরের কি অনুপাতে রাখা হয় এবং কেন রাখা হয়?
Tag: আইসোবার গুলির মধ্যে প্রকৃত ভর এর পার্থক্য কেন ? আইসোবার গুলির ভর
সংখ্যা সমান হলেও আলাদা কেন? আইসোবার গুলির ভর সমান নয় কেন?
Read Also :-
Labels :
#Class 10 ,#Class 9 Physics ,
Getting Info...