বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারেনা কেন | why aeroplane can't fly without atmosphere

এরোপ্লেন আমরা সবাই দেখেছি হয়তো সামনাসামনি কিংবা ছবিতে কিংবা টেলিভিশনে।কিন্তু এই এরোপ্লেন বায়ুশূন্য স্থানে করতে পারেনা সেটা আমাদের মধ্যে অনেকেই জানিনা।আজকে আমরা আলোচনা করব কেন নীরব প্লেন শূন্যস্থানে করতে পারে না , এমনকি চাঁদের আকাশে উড়ে রূপদান করতে সক্ষম নয়। বায়ুশূন্য স্থানে এরোপ্লেন করতে পারেনা কেন প্রধানত দুটি কারণে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না। যথা: প্রথমত : এরোপ্লেন কে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এরোপ প্লেনের ডানার উপরিভাগের তুলনায় নিম্নভাগের বায়ুর বেগ কম হয়। ফলে বার্নোলির নীতি মেনে ডানার নিচে ভাগের বায়ুর চাপ বেশি হয় এবং এরোপ্লেন লিফট বা ঊর্ধ্বমুখী উত্তোলনকারী বল পায়। বায়ুশূন্য স্থানে এটি ঘটার সম্ভাবনা না থাকায় এরোপ্লেন উড়তে পারেনা।
এরোপ্লেন আমরা সবাই দেখেছি হয়তো সামনাসামনি কিংবা ছবিতে কিংবা টেলিভিশনে।কিন্তু এই এরোপ্লেন বায়ুশূন্য স্থানে করতে পারেনা সেটা আমাদের মধ্যে অনেকেই জানিনা।আজকে আমরা আলোচনা করব কেন নীরব প্লেন শূন্যস্থানে করতে পারে না , এমনকি চাঁদের আকাশে উড়ে রূপদান করতে সক্ষম নয়।

বায়ুশূন্য স্থানে এরোপ্লেন করতে পারেনা কেন


প্রধানত দুটি কারণে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না। যথা:

প্রথমত : এরোপ্লেন কে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এরোপ প্লেনের ডানার উপরিভাগের তুলনায় নিম্নভাগের বায়ুর বেগ কম হয়। ফলে বার্নোলির নীতি মেনে ডানার নিচে ভাগের বায়ুর চাপ বেশি হয় এবং এরোপ্লেন লিফট বা ঊর্ধ্বমুখী উত্তোলনকারী বল পায়। বায়ুশূন্য স্থানে এটি ঘটার সম্ভাবনা না থাকায় এরোপ্লেন উড়তে পারেনা।

বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারেনা

দ্বিতীয়তঃ এরোপ্লেন আকাশে ওড়ার সময় বায়ুমণ্ডল থেকে সতেজ বায়ু শোষণ করে যা জ্বালানির দহনে সাহায্য করে এবং ইঞ্জিনের বিভিন্ন অংশ থেকে এমনভাবে নির্গত হয় যাতে একটি ধাক্কা বল সৃষ্টি হয়।বায়ুশূন্য স্থানে বিশুদ্ধ বায়ু না পাওয়ায় ধাক্কা বল (thrust) সৃষ্টি হবে না ফলে এরো প্লেন উড়তে পারবে না।

এরোপ্লেনের উড্ডয়ন বার্নোলির নীতি


মহাকাশে উড়োজাহাজ উড়তে পারে না কেন | চাঁদের আকাশের প্লেন কেন উত্তে পারবেনা

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.