আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর যে চারটি গণিতের সমস্যা প্রথম পর্বে দেওয়া হয়েছে তার সমাধান দেখব।ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে বাড়ির বাইরে বের হবে না।তোমার বন্ধুদের সাথে অবশ্যই এই উত্তরপত্র শেয়ার করবে। কোন রকমের সমস্যা হলে ভবিষ্যতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে।তাহলে চলো শুরু করা যাক আজকের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর।
১. 7994424 - এই সংখ্যাটিতে তিনটি 4 এর স্থানীয় মান গুলির সমষ্টি নির্ণয় ।
উত্তরঃ
হাজারের স্থানের 4 এর স্থানীয় মান 4000
শতকের স্থানের 4 এর স্থানীয় মান 400
এককের স্থানের 4 এর স্থানীয় মান 4
তিনটি 4 এর স্থানীয় মান গুলির সমষ্টি (4000+400+4) = 4404
২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁক যার দুটি বাহু দৈর্ঘ্যের সমান।
উত্তরঃ
আমি এমন স্থূলকোণী ত্রিভুজ আঁকব যার একটি কোন স্থূলকোণ ( 90 ডিগ্রির চেয়ে বেশি ) এবং সমান বাহুদুটি প্রত্যেকে 5 cm।
৩. একটি বর্গাকার তৈরীর জন্য 4টি দেশলাইয়ের কাঠি, দুটি বর্গাকার তৈরির জন্য 2×4 টি দেশলাইয়ের কাঠির প্রয়োজন। এভাবে m টি বর্গাকার তৈরীর জন্য মোট কাঠির সংখ্যা কত হবে ? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখ।
উত্তরঃ
এভাবে m টি বর্গাকার তৈরীর জন্য মোট কাঠি লাগবে 2×m টি =2m টি
এই সংখ্যাটির ধ্রুবক হল 2 এবং চল হল m
৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার $\frac{2}{5}$ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার $\frac{5}{12}$ অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে ? কার কত বেশি সময় লেগেছে?
উত্তরঃ
1 ঘণ্টা = 60 মিনিট ।
ছবি আঁকতে সমীরের অংশ সময় লেগেছে 1 ঘন্টার $\frac{2}{5}$অংশ =$\not{6}\overset{12}{\mathop{{\not{0}}}}\,\times \frac{2}{{\not{5}}}$ মিনিট = 24 মিনিট।
ছবি আঁকতে মিতার অংশ সময় লেগেছে 1 ঘন্টার $\frac{5}{12}$ অংশ =$\not{6}\overset{5}{\mathop{{\not{0}}}}\,\times \frac{2}{\not{1}\not{2}}$ মিনিট = 10 মিনিট।
ছবি আঁকতে সমীরের (24-10) মিনিট = 14 মিনিট বেশি সময় লেগেছে ।

ষষ্ঠ শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 | class 6 Mathematics Model Activity task Part 1
১. 7994424 - এই সংখ্যাটিতে তিনটি 4 এর স্থানীয় মান গুলির সমষ্টি নির্ণয় ।
উত্তরঃ
হাজারের স্থানের 4 এর স্থানীয় মান 4000
শতকের স্থানের 4 এর স্থানীয় মান 400
এককের স্থানের 4 এর স্থানীয় মান 4
তিনটি 4 এর স্থানীয় মান গুলির সমষ্টি (4000+400+4) = 4404
২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁক যার দুটি বাহু দৈর্ঘ্যের সমান।
উত্তরঃ
আমি এমন স্থূলকোণী ত্রিভুজ আঁকব যার একটি কোন স্থূলকোণ ( 90 ডিগ্রির চেয়ে বেশি ) এবং সমান বাহুদুটি প্রত্যেকে 5 cm।
কীভাবে এই ত্রিভুজ আঁকবে তা নীচের ভিডিওতে খুব সহজে দেখানো হয়েছে।
৩. একটি বর্গাকার তৈরীর জন্য 4টি দেশলাইয়ের কাঠি, দুটি বর্গাকার তৈরির জন্য 2×4 টি দেশলাইয়ের কাঠির প্রয়োজন। এভাবে m টি বর্গাকার তৈরীর জন্য মোট কাঠির সংখ্যা কত হবে ? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখ।
উত্তরঃ
এভাবে m টি বর্গাকার তৈরীর জন্য মোট কাঠি লাগবে 2×m টি =2m টি
এই সংখ্যাটির ধ্রুবক হল 2 এবং চল হল m
৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার $\frac{2}{5}$ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার $\frac{5}{12}$ অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে ? কার কত বেশি সময় লেগেছে?
উত্তরঃ
1 ঘণ্টা = 60 মিনিট ।
ছবি আঁকতে সমীরের অংশ সময় লেগেছে 1 ঘন্টার $\frac{2}{5}$অংশ =$\not{6}\overset{12}{\mathop{{\not{0}}}}\,\times \frac{2}{{\not{5}}}$ মিনিট = 24 মিনিট।
ছবি আঁকতে মিতার অংশ সময় লেগেছে 1 ঘন্টার $\frac{5}{12}$ অংশ =$\not{6}\overset{5}{\mathop{{\not{0}}}}\,\times \frac{2}{\not{1}\not{2}}$ মিনিট = 10 মিনিট।
ছবি আঁকতে সমীরের (24-10) মিনিট = 14 মিনিট বেশি সময় লেগেছে ।
Tag: class 6 mathematics model activity | class 6 all model activity task answer | ক্লাস সিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর
Read Also :-
Labels :
#Class 6 ,#Class 6 Math ,#Class 6 Model activity ,#Model Activity Task ,
Getting Info...