ষষ্ঠ শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 | class 6 Mathematics Model Activity task Part 1
১. 7994424 - এই সংখ্যাটিতে তিনটি 4 এর স্থানীয় মান গুলির সমষ্টি নির্ণয় ।
উত্তরঃ
হাজারের স্থানের 4 এর স্থানীয় মান 4000
শতকের স্থানের 4 এর স্থানীয় মান 400
এককের স্থানের 4 এর স্থানীয় মান 4
তিনটি 4 এর স্থানীয় মান গুলির সমষ্টি (4000+400+4) = 4404
২. একটি স্থূলকোণী ত্রিভুজ আঁক যার দুটি বাহু দৈর্ঘ্যের সমান।
উত্তরঃ
আমি এমন স্থূলকোণী ত্রিভুজ আঁকব যার একটি কোন স্থূলকোণ ( 90 ডিগ্রির চেয়ে বেশি ) এবং সমান বাহুদুটি প্রত্যেকে 5 cm।
৩. একটি বর্গাকার তৈরীর জন্য 4টি দেশলাইয়ের কাঠি, দুটি বর্গাকার তৈরির জন্য 2×4 টি দেশলাইয়ের কাঠির প্রয়োজন। এভাবে m টি বর্গাকার তৈরীর জন্য মোট কাঠির সংখ্যা কত হবে ? এই সংখ্যাটির ধ্রুবক এবং চল লেখ।
উত্তরঃ
এভাবে m টি বর্গাকার তৈরীর জন্য মোট কাঠি লাগবে 2×m টি =2m টি
এই সংখ্যাটির ধ্রুবক হল 2 এবং চল হল m
৪. একটি ছবি আঁকতে সমীরের 1 ঘন্টার $\frac{2}{5}$ অংশ এবং মিতার ওই ছবি আঁকতে 1 ঘন্টার $\frac{5}{12}$ অংশ সময় লাগলে, কে কত মিনিট সময় নিয়েছে ? কার কত বেশি সময় লেগেছে?
উত্তরঃ
1 ঘণ্টা = 60 মিনিট ।
ছবি আঁকতে সমীরের অংশ সময় লেগেছে 1 ঘন্টার $\frac{2}{5}$অংশ =$\not{6}\overset{12}{\mathop{{\not{0}}}}\,\times \frac{2}{{\not{5}}}$ মিনিট = 24 মিনিট।
ছবি আঁকতে মিতার অংশ সময় লেগেছে 1 ঘন্টার $\frac{5}{12}$ অংশ =$\not{6}\overset{5}{\mathop{{\not{0}}}}\,\times \frac{2}{\not{1}\not{2}}$ মিনিট = 10 মিনিট।
ছবি আঁকতে সমীরের (24-10) মিনিট = 14 মিনিট বেশি সময় লেগেছে ।