Header Ads Widget

পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক উত্তর পার্ট 1 | class 5 environment and Science model activity task answer Part 1


বাংলা (Bengali) গণিত (Math) ইংরেজি (English) ইতিহাস (History)
পরিবেশ ও ভূগোল পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট (MCQ) অ্যাপ ডাউনলোড

আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 এর উত্তর নিয়ে আলোচনা করব।পাঠ্যবইয়ে উত্তর গুলো আলোচনা আকারে দেওয়া থাকায় অনেকেরই উত্তর লিখতে অসুবিধা হচ্ছে তাই আমরা সেগুলো কে সাজিয়ে গুছিয়ে উত্তর হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন।

class 5 environment and Science model activity task answer Part 1

পঞ্চম শ্রেণির মডেল একটিভিটি টাস্ক পার্ট 1

নিচের প্রশ্নগুলির উত্তর দাও

১. পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি নিষেধাজ্ঞা জারি করা উচিত ?
উত্তর: পুকুরের জল পরিষ্কার রাখতে নিচের নিষেধাজ্ঞা গুলি জারি করা উচিত:-
(i) পুকুরের গবাদি পশুর স্নান করানো যাবে না।
(ii) পুকুরের গবাদিপশুর মলমূত্র ফেলা যাবে না।
(iii) পুকুরে গবাদিপশুর মলমূত্র ফেলা যাবে না।
(iii) পুকুরে বাড়ির আবর্জনা ফেলা যাবে না।
(iv) পুকুরে বাসন মাজা যাবে না।

২. কম গভীর টিউবয়েলের জল খাওয়া উচিত নয় কেন?

উত্তর: মাটির ওপর থেকে জল চুইয়ে নিচে চলে যায় আবার পুকুরের দূষিত জলও চুয়ে মাটির নিচের জলস্তর এর সাথে মেশে।তাই কম গভীর ( যেমন এক পাইপের ) টিউবয়েলের জল খাওয়া উচিত নয়।


৩. কোন অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত বলে তোমার মনে হয়?

উত্তর: জীব বৈচিত্র সংরক্ষণ করা উচিত কারণ :
(i) অনেক উপকারী প্রাণী যাতে হারিয়ে না যায়।
(ii) অনেক ওষধি গাছের প্রজাতি যাতে বিলুপ্ত না হয়।
(iii) বাস্তু তন্ত্রের ভারসাম্য যাতে রক্ষিত হয়।
(iv) জীববৈচিত্র্য যত বেশি হবে জীবজগতের স্থায়িত্ব ততো দীর্ঘস্থায়ী হবে।


৪. পিঁপড়েরা হয়তো বৃষ্টির সম্ভাবনা বুঝতে পারি এর সত্যতা প্রমাণে একটি ঘটনা উল্লেখ করো।

উত্তর: ঘটনাটা সেদিনের। বাগানে ফুলের চারায় জল দিচ্ছিলাম হঠাৎ দেখলাম পিঁপড়ের দল সারবেঁধে যাচ্ছে। মুখে সাদা সাদা ডিম। শুনেছিলাম বৃষ্টির সম্ভাবনা থাকলে পিঁপড়েরা তাদের ডিম উঁচু স্থানে সরিয়ে নিয়ে যায়। সেদিন বৃষ্টি হয়েছিল। নিজের চোখে প্রমাণ দেখলাম।