ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর মধ্যে পার্থক্য লেখ। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান পার্থক্য

ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য নিয়ে আলোচনা করলাম খুব সহজে। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সাজেশন।
ট্রপিক চলন ট্যাকটিক চলন এর মধ্যে পার্থক্য নিয়ে আজকের এই পাঠে আমরা আলোচনা করব। 
  ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য জানার আগে আমরা জেনে নেব ট্রপিক চলন কাকে বলে এবং ট্যাকটিক চলন কাকে বলে।

ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য

◾ ট্রপিক চলন কাকে বলে ?

উত্তর: বহিঃস্থ উদ্দীপকের উৎস এর প্রভাবে যখন উদ্ভিদ এক স্থানে আবদ্ধ থেকেই অঙ্গের সঞ্চালন ঘটায় তখন তাকে ট্রপিক চলন বলে। যেমন: আলোর প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়।

◾ট্যাকটিক চলন কাকে বলে ?

উত্তর: বাইরের উদ্দীপকের উৎস ও গতিপথ উভয়ের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের কিংবা দেহের অংশের স্থান পরিবর্তন কে ট্যাকটিক চলন বলে। যেমন ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ইত্যাদি এককোষী উদ্ভিদের আলোর দিকে গমন হলো ট্যাকটিক চলন।

ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য


ট্রপিক চলনট্যাকটিক চলন
1. ট্রপিক চলন হল বক্র চলন ।এতে স্থান পরিবর্তন হয় না।1. ট্যাকটিক চলন হলো সামগ্রিক চলন। এতে স্থান পরিবর্তন ঘটে।
2. ট্রপিক চলনের উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে।2. ট্যাকটিক চলন এর উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে না। এটি অস্থায়ী চলন।
3. বাহ্যিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়।3. বাহ্যিক উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয়ের দ্বারা প্রভাবিত হয়।
4. উদাহরণ: সূর্যের আলোর দিকে গাছের বেঁকে যাওয়া হল ফটোট্রপিক চলন।4. উদাহরণ: ক্ল্যামাইডোমোনাস এর আলোর দিকে চলন হলো ফটো ট্যাকটিক চলন।
5. এই চলন এর উপরে উদ্ভিদ হরমোনের প্রভাব রয়েছে। বিশেষ করে ফটোট্রপিক চলন এর উপর অক্সিন হরমোনের প্রভাব রয়েছে।5. এই চলন উদ্ভিদ হরমোন দ্বারা প্রভাবিত নয়।