ট্রপিক চলন ট্যাকটিক চলন এর মধ্যে পার্থক্য নিয়ে আজকের এই পাঠে আমরা আলোচনা করব।
ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য জানার আগে আমরা জেনে নেব ট্রপিক চলন কাকে বলে এবং ট্যাকটিক চলন কাকে বলে।

◾ ট্রপিক চলন কাকে বলে ?
উত্তর: বহিঃস্থ উদ্দীপকের উৎস এর প্রভাবে যখন উদ্ভিদ এক স্থানে আবদ্ধ থেকেই অঙ্গের সঞ্চালন ঘটায় তখন তাকে ট্রপিক চলন বলে। যেমন: আলোর প্রভাবে উদ্ভিদ আলোর দিকে বেঁকে যায়।
◾ট্যাকটিক চলন কাকে বলে ?
উত্তর: বাইরের উদ্দীপকের উৎস ও গতিপথ উভয়ের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের কিংবা দেহের অংশের স্থান পরিবর্তন কে ট্যাকটিক চলন বলে। যেমন ক্ল্যামাইডোমোনাস ভলভক্স ইত্যাদি এককোষী উদ্ভিদের আলোর দিকে গমন হলো ট্যাকটিক চলন।
ট্রপিক চলন ও ট্যাকটিক চলন এর পার্থক্য
ট্রপিক চলন | ট্যাকটিক চলন |
---|---|
1. ট্রপিক চলন হল বক্র চলন ।এতে স্থান পরিবর্তন হয় না। | 1. ট্যাকটিক চলন হলো সামগ্রিক চলন। এতে স্থান পরিবর্তন ঘটে। |
2. ট্রপিক চলনের উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে। | 2. ট্যাকটিক চলন এর উদ্ভিদ অঙ্গের স্থায়ী বৃদ্ধি ঘটে না। এটি অস্থায়ী চলন। |
3. বাহ্যিক উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়। | 3. বাহ্যিক উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয়ের দ্বারা প্রভাবিত হয়। |
4. উদাহরণ: সূর্যের আলোর দিকে গাছের বেঁকে যাওয়া হল ফটোট্রপিক চলন। | 4. উদাহরণ: ক্ল্যামাইডোমোনাস এর আলোর দিকে চলন হলো ফটো ট্যাকটিক চলন। |
5. এই চলন এর উপরে উদ্ভিদ হরমোনের প্রভাব রয়েছে। বিশেষ করে ফটোট্রপিক চলন এর উপর অক্সিন হরমোনের প্রভাব রয়েছে। | 5. এই চলন উদ্ভিদ হরমোন দ্বারা প্রভাবিত নয়। |