অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর । অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন উত্তর। Class 8 physical science question answer Rai and Martin

অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর। ক্লাস এইট ভৌত বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা উত্তর পত্র।
অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর ।রায় ও মার্টিন অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান আরামবাগ হাই স্কুল। ARAMBAGHG HIGH SCHOOL Physical science

অষ্টম শ্রেণী ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর


1 . সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ।

(i) টবিলের উপর একটি বই স্থির অবস্থায় রয়েছে। বইটি স্থির থাকার কারণ – (a) বইটির ওপর কোনাে বল কাজ করছে না, (b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী, (c) বইটির তলদেশে টেবিলের দেওয়া কোনাে ঘর্ষণ বল কাজ করছে না, (d) বইটির ওজন টেবিলের লম্ব প্রতিক্রিয়ায় চেয়ে বেশি।

উত্তর: (b) বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পরের বিপরীতমুখী

(ii) প্রদত্ত কোন অঙ্গাইডটি প্রশম অক্সাইড -

(a) ক্যালসিয়াম অক্সাইড, (b) কার্বন ডাই অক্সাইড, (c) কার্বন মনোক্সাইড, (d) জিংকে অক্সাইড ।

উত্তর কার্বন মনোক্সাইড

(iii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব - (a) বাড়ে, (b) কমে, (c) একই থাকে, (d) শূন্য হয়

উত্তর (a) বাড়ে।

(iv) ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা - (a)1, (b) 2, (c) 3, (d) 4.

উত্তর: 2

2. নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও:

(i) দুটি ধাতুর নাম লেখাে, যারা কোনাে অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না।

উত্তর: সোনা কোন অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না।

(ii) একটি জলে দ্রব্য পদার্থের নাম ও একটি কেরােসিনে দ্রাব্য পদার্থের নাম লেখাে।

উত্তর: লবণ জলে দ্রাব্য এবং কেরোসিনে দ্রাব্য পদার্থ হল কর্পূর।

(iii) দাঁত ও হাড়ের বিভিন্ন অংশের গঠনে একটি ধাতু ও একটি অধাতুর নাম লেখাে।

উত্তর: দাঁত ও হাড়ের বিভিন্ন অংশ গঠনে একটি ধাতু হলো ক্যালসিয়াম এবং একটি অধাতু হল ফসফরাস।


(3) নিচের প্রশ্ন গুলির উত্তর দাও ।

(i) একটি 10 কেজি ভরের বস্তুর ওজন কত ? পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন 49 N হলে তার ভর কত ? G= 9.8 M/S2 .

একটি 10 কেজি ভরের বস্তুর ওজন পৃথিবীতে 10×9.8 নিউটন = 98 নিউটন।

🔸 পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন 49 নিউটন হলে তার ভর =49÷9.8 কিলোগ্রাম = 5 কিলোগ্রাম।

(ii) তড়িৎ আধান পরিমাপের গাউস এর উপায়টি লেখো।

উত্তর: কোনো আবদ্ধ ক্ষেত্রের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ক্ষেত্র দ্বারা আবদ্ধ তড়িৎ আধানের সমানুপাতিক।

Class 8 - Life Science |অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা


1. নীচের প্রশ্নগুলোর উত্তর দাও :

(i). কোন্ কোশীয় অঙ্গাণু কোষের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় ?
উত্তর শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশ নেয় মাইটোকনড্রিয়া।

(ii) ডাল, সয়াবিন জাতীয় উদ্ভিদের মূলের অবুর্দে বসবাস করি মিথোজীবী ব্যাকটেরিয়া__________নাইট্রোজেন স্থিতিকরণে সমর্থ।
উত্তর রাইজোবিয়াম ।

(iii) পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন্ হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?
উত্তর : পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

(iv) মেসোজমের কাজ লেখাে।
উত্তর: ব্যাকটেরিয়ার শ্বসন ও কোষ বিভাজনের সাথে জড়িত।

🔸 কখনও কখনও ভিতরের দিকে ভাঁজ হয়ে একটি বিশেষ ধরনের থলি গঠন করে তাকে মেসোজোম বলে। ইহা

(v) বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর: যে গ্রন্থির ক্ষরিত রস নালির মাধ্যমে বাহিত হয়ে অন্যত্র পৌঁছায় তাদের বহিঃক্ষরা বা সনাল গ্রন্থি বলে। যেমন লালাগ্রন্থি।

(v) শৈবালের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
১. শৈবাল সালোকসংশ্লেষণকারী স্বভোজী অপুষ্পক উদ্ভিদ।
২. এরা এককোষী বা বহুকোষী।
৩. শৈবালে কখনও সত্যিকার মূল, কান্ড ও পাতা সৃষ্টি হয়না। এরা সমাঙ্গদেহী বা থ্যালয়েড।
৪. এদের স্পোরান্জিয়া (রেণুথলি)।
৫. শৈবালের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত।